দীর্ঘ 14 বছর পর ক্রিকেট খেলার অনুভূতি বিদেশের মাটিতে

in Incredible Indialast year (edited)

প্রত্যেকটি মানুষের জীবনে আনন্দ ফুর্তি দরকার আছে খেলাধুলার দরকার আছে তার মন যদি সব সময় খারাপ থাকে তাহলে সে কিভাবে কাজ করবে সে কিভাবে তার প্রতিটা সময় পার করবে।

আমাদের লাইফের প্রত্যেকটা জিনিসের মহত্ত্ব রয়েছে প্রত্যেকটা জিনিসের এক একটা উপকারিতা হয়েছে যেমন ধরুন আপনি যদি খেলাধুলা করতে পছন্দ করেন সেটা হোক ক্রিকেট ফুটবল যে কোন কিছু এটা কিন্তু আপনার শরীরের দিক থেকে অনেক কার্যকরী একটি ভূমিকা পালন করে।

IMG_20230226_174442.jpg

দেখবেন আপনি যদি ক্রিকেট খেলেন তাহলে আপনার ক্রিকেট খেলার জন্য অনেক ছোটাছুটি করতে হয় এবং এটার জন্য আপনার শরীর থেকে বিশুদ্ধ যে পানিগুলো সেগুলো ঘাম হয়ে বেরিয়ে যায় আর আপনার প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ একটা ব্যায়ামের পরিণত হয়ে যায় মানে প্রতিনিয়ত আপনি যদি খেলাধুলা করেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

কিন্তু দুঃখের বিষয় হল আমরা প্রবাসী তেমন একটা আনন্দ ফুর্তি খুব বেশি করা হয় না হঠাৎ করে আমাদের এই সাইটে যারা কাজ করে তারা দেখি প্রায়ই আমাদের রুমের পাশেই একটা ফাঁকা জায়গা আছে সেখানে ক্রিকেট খেলার আয়োজন করে প্রতি সপ্তাহের রবিবারে কারণ রবিবারে বিকাল ৫ টা পর্যন্ত কাজ হয়।

IMG_20230226_174233.jpg

যার জন্য বেশ কিছুটা সময় পাওয়া যায় তার জন্যই এই প্রবাসী ভাইয়েরা একটু আনন্দ একটু খেলাধুলায় মেতে ওঠে আমাদের পাশেই কিন্তু আমার কখনোই যাওয়া হয়নি সেখানে কারণ সত্যি কথা বলতে আমার খুব একটা বেশি পছন্দ না ক্রিকেট বা ফুটবল এর জন্য আমি মন করেও কখনো যায় না।

তারপরও কেন জানি এই রবিবারে যারা আমাদের এখানে প্লাস্টারের কাজ করে যে ভাইয়েরা বাঙালি ভাই তার ভেতর থেকে ২-৩ জন এসে আমাকে ধরল চলো তোমাকে খেলা করতে যেতে হবে আমি তো প্রথমে না করে দিয়েছিলাম কিন্তু যখন একা বসে আছি হঠাৎ করে ভাবলাম যাই বসে না থেকে দেখি তারা কেমন খেলা করে।

IMG_20230226_174456.jpg

আর সত্যি কথা বলতে যখন খেলার মাঠে গিয়ে পৌঁছালাম আসলেই মনের যে তৃপ্তি যে অনুভূতিটি সেটি প্রকাশ করার মত নয় কতগুলো বাঙালি ভাইয়েরা মিলে খেলাধুলা করছে অনেক হইহুল্লা আনন্দ উৎপন্ন করছে আর সেটা দেখে আমার নিজেরও ভালো লাগছে এবং অবশেষে আর সহ্য না করতে পেরে বললাম আমি খেলব।

IMG_20230226_174243.jpg

প্রায় দীর্ঘ 14 বৎসর পর আমি প্রথম ক্রিকেট বলে হাত দিলাম আমি জানতাম যে আমি যদি আজকে ক্রিকেট বল খেলি বা তাদের সাথে খেলাধুলা করি আমার শারীরিক দিক থেকে হয়তো একটু অসুবিধা হবে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

কারণ অনেকদিন এই সকল খেলাধুলা করা অভ্যাস নয় যার জন্য হয়তো আমার শরীরে কোথাও না কোথাও ব্যথা অনুভব করতে পারি।

আর ঠিক তেমনটাই হয়েছে যখন খেলা শেষে বাসায় এসে পৌঁছেছি সারা শরীর এত পরিমাণে ব্যথা হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মত নয় তারপরও ভালো লেগেছে একসাথে অনেক মানুষ মিলে খেলাধুলা করেছি আর চিন্তাভাবনা আছে এভাবে প্রতি সপ্তাহে যদি কিছু সময় দেওয়া হয় তাহলে নিজের শরীরের দিক থেকেও দেখা যায় অনেক ভালো হবে।

IMG_20230226_174340.jpg

এভাবে প্রবাসে কাজ করতে করতে যখন একটু ফ্রী সময় পাই দেখা যায় বসে মোবাইল টিভি আর এভাবে বসতে বসতে পেটের ভুড়ি এতটা বড় হয়ে গিয়েছে যেটা বলার মত নয় যদি একটু ছোটাছুটি করি হয়তো এটা কমে যেতে পারে এই চিন্তা ভাবনা নিয়েই মূলত আমি ঐদিন ভাবলাম যে আজকে খেলায় করি।

মোটামুটি ভাবে সত্যিই অনেক আনন্দ করেছি সবাই মিলে অনেক সুন্দর একটা খেলা উপভোগ করেছি যারা পাশে দর্শক ছিল তারাও সবাই অনেক আনন্দে উৎফুল্লে খেলাধুলায় মেতে ছিলাম আসলে এটাই আমাদের জীবন প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদেরকে এমনটাই অনুভব হয়ে থাকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

যাইহোক বন্ধুরা আপনাদের সাথে ছোটখাটো একটা খেলাধুলার অনুভূতি শেয়ার করলাম জানিনা কেমন ভাবে আপনাদের বোঝাতে পেরেছি যাইহোক যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

আমার ডিভাইজের ডিটেলসআপনাদের মাঝে
CategorySports/ playing cricket
LocationMalaysia puncheck alam
DeviceVivo y76 5G
CameraFlagship Style Camera Design
8GB RAM + 4GB ExtendedRAM 3-4
5G Network

Regards:-

@mamun123456
EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr.jpg

Sort:  
 last year 

আসলেই প্রবাসে যারা কাজ করে তাদের সময়টা খুবই সংকীর্ণ। সারাদিন কাজ করে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করা। তারপর ঘুমিয়ে পড়া এটাই।

যাইহোক তারপরেও আপনারা আজকে একটু সুযোগ পেয়েছেন। এবং তার সাথে অনেক বছর পরে টিকেট খেলতে নেমেছেন।

যে কোন জিনিস এই অনেকদিন পর যখন আমরা ব্যবহার করি। সে জিনিসের কোন না কোন সমস্যা দেখা দেয়।এটাই স্বাভাবিক ঠিক তেমনি মানুষের শরীরটাও এমন। আপনি অনেকদিন পর খেলতে নেমেছেন একটু না একটু সমস্যা তো দেখা দিবেই।

যাক আপনার লেখা এবং তার সাথে ফটোগ্রাফি। আমার কাছে খুবই ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু আমার পোস্টটি অনুরোধ সহকারে পড়ার জন্য আপনি অবশ্যই সঠিক কথাই বলেছেন অনেকদিন পর খেলাধুলা করলে শরীরে কোন না কোন গত অবশ্যই অসুস্থ হবে ভালো লাগলো আপনার সুন্দর এই মন্তব্য

 last year 
  • যার জন্য বেশ কিছুটা সময় পাওয়া যায় তার জন্যই এই প্রবাসী ভাইয়েরা একটু আনন্দ একটু খেলাধুলায় মেতে ওঠে আমাদের পাশেই কিন্তু আমার কখনোই যাওয়া হয়নি সেখানে কারণ সত্যি কথা বলতে আমার খুব একটা বেশি পছন্দ না ক্রিকেট বা ফুটবল এর জন্য আমি মন করেও কখনো যায় না।

  • হ্যাঁ ভাই খেলাধুলা করাও খুবই দরকার। কাজ করার পাশাপাশি খেলাধুলার উপকারীতা অপরিসীম। সেই সাথে নিজেকে আনন্দে বিমোহিত করা যায়, বন্ধুদের সাথে সুন্দর মুহুর্ত কাটানো যায়।

  • খুবই ভালো লাগলো আপনাদের খেলাধুলার বিষয় টা দেখে। এরপর খেলাধুলা বিষয়টা পড়ে আমারও খেলার কথা মনে পড়ে গেল। যদিও আমি শহরে খেলাধুলা করি। কিন্তু মিস করি গ্রাম গঞ্জের সেই বন্ধুদের সাথে খেলাধুলা করা । যাইহোক অনেক ভালোলাগলো আপনার পোষ্টটি পড়ে ভাল থাকবেন

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং অবশ্যই আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আর অবশ্যই খেলাধুলা প্রত্যেকটি মানুষের জীবনে খুবই দরকার আর আনন্দ যদি না থাকে তাহলে কোন কিছুই ভালো লাগেনা যাইহোক আপনার মন্তব্যটি পড়ে আসলে আমার অনেক ভালো লেগেছে

Loading...
 last year 

খেলাধুলা আমাদের সবারই প্রয়োজন আছে সপ্তাহে অন্তত একবার খেলার সুযোগ পাচ্ছেন এটা অনেক সৌভাগ্যের বিষয় প্রবাসীরা বেশিরভাগ সময়ই কাজে ব্যস্ত থাকে আপনার সেই সময়টা আপনি এক্সারসাইজের মাধ্যমে কাটিয়েছেন।

যাইহোক পোস্টটি অনেক ভালো লাগলো পড়ে খেলার দৃশ্য গুলো খুব সুন্দর ফুটে উঠেছে ছবির মধ্যে ধন্যবাদ ভাই আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট ভাগ করে নেওয়ার জন্য ভালো থাকবেন।

খুব ভালে লাগলে ভাইয়া যে, আপনারা প্রবাসী হয়কও কাজের ফাকের সময়টুকু ক্রিকেট কেলার পিছনে ব্যয় করছেন।

ক্রিকেট খেলা শুধু যে শরীরে ব্যায়ামের কাজ করে তা কিন্তু নয়।যেকোনো খেলার মাধ্যমেই আমারা মানষিকভাবেও অনেকটা লাববান হই।কেলাধুলার মাধ্যমে আমাদের মস্তিষ্ক সচল হয়ে ওঠে,একঘেয়েমি দুর হয়,কাজ করার প্রতি স্পৃহা বাড়ে আরও অনেক কিছু।

তাই বলছি, কাজের ফাকে রবিবারের ফাকা সময়টুকু বসে বসে টিভি বা মোবাইল না চালিয়ে নিজের পেট বড় না করে,বাকিদের সাথে মিলে খেলাধুলা করুন।প্রথম কয়েকদিন হয়তো গা ব্যাথা করবে।কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে ও আপনার শরীরও বেশ চাঙ্গা হয়ে উঠবে।

ধন্যবাদ আপনার ক্রিকেট খেলার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60915.02
ETH 2636.51
USDT 1.00
SBD 2.64