You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 30December

in Incredible India9 months ago

সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে,, এর জন্য আপনার মন বেশ খারাপ ছিল কারণ, আজ ফজরের নামাজ আদায় করতে পারেননি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যখন এক ওয়াক্ত বাদ যায় তখন যে এত খারাপ লাগে,,

এরপরে কিছুটা সময় ঝিম মেরে বসে ছিলেন কোন কিছু ভালো লাগছিল না তাই এরপরে উঠে আবার কাজ শুরু করলেন কারণ,, বসে থাকলে তো আর সংসার চলবে না কথাটা কিন্তু সত্যিই বলেছেন।
এরপরে আপনার বোনের কিছু গহনা ব্যাংকে রেখেছে, এবং আপনাকে নমিনি দিয়ে রেখেছে যেহেতু আপনার বোন এখন আর নেই তাই ব্যাংকের লোক সবকিছু দেখে শুনেই গহনা গুলো আপনাকে দিবে ।এ বিষয় নিয়ে আপনার বোনের ছেলের সাথে বেশ কিছুটা সময় কথা বললেন।

এরপরে আবার রান্নার কাজে মন দিলেন, ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Sort:  
 9 months ago 

জি আপু ঠিকই বলেছেন। পাঁচ ওয়াক্তের যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায় তাহলে খুবই রাগ লাগে নিজের উপর। কিন্তু শয়তানের ধোকায় নিজের নফসের উপরে সফল হতে পারি না অনেক সময়। জানিনা এজন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কিনা। প্রতিনিয়ত এর থেকেই পানাহ চাই রবের কাছে। খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পেয়ে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 9 months ago 

শয়তান সবসময় আমাদের ভিতরে ঢোকার চেষ্টা করে নানা অজুহাত নিয়ে, আর শীতের সময় তো আরও মনে হয় বেশি সুযোগ পায়। ঘাড়ের উপর এমন ভাবে চেপে বসে।
তবে চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যদিও দুই এক ওয়াক্ত বাদ যায়,

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61829.34
ETH 2395.18
USDT 1.00
SBD 2.63