Better Life With Steem || The Diary game || 30December

in Incredible India8 months ago
Picsart_23-12-30_20-06-57-950.jpg

গতকাল শরীরটা এত ভালো ছিল না। নামাজের জন্য ভোরে উঠতেও পারিনি। পরে যখন উঠলাম খুব খারাপ লাগছিল এজন্য। যাই হোক সকালে নাস্তা সেরে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইলাম। এরপর মনে হল ঝিম মেরে বসে থাকলে তো আর সংসার চলবে না। উঠে সংসারের কাজ ধরতে হবে। ঘর দোর গুছিয়ে ফেললাম।বারান্দার শুকনো কাপড় তুললাম। এছাড়া আজকে দুপুর একটু রান্না করতে হবে সেগুলোর প্রস্তুতি নিয়ে রাখলাম। এরপরে অল্প কিছু কাপড় ভিজিয়ে নিলাম ধোয়ার জন্য। আর কিছু কাপড় মেশিনে দিয়ে দিলাম। এভাবেই অনেকটা সময় পার হয়ে গেল।

IMG_20231230_125633.jpg
IMG_20231230_143042.jpg

এমন সময় ব্যাংক থেকে ফোন আসলো। আমার বোনের কিছু গয়না রাখা ছিল ব্যাংকে। তার নমিনি আমি ছিলাম। ওরা আগে তদন্ত করে দেখবে সত্যি মারা গেছে কিনা। এবং সেজন্য ওরা আমাদের দেশের বাড়ি নোয়াখালীতে যাবে। ওখানে মেম্বার ও অন্যান্য লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করবেও কবর দেখবে। তারপরে আমি গয়নাগুলো বের করার অনুমতি পাবো। উনি আমাকে বলছিলেন যে আমাদের কাউকে উপস্থিত থাকতে হবে। আমি বললাম যে আমরা এখানে সবাই ঢাকায় থাকি। কয়েকদিন আগে আমরা গিয়ে এসেছি।এখন আর যাওয়ার কেউ নেই। তখন উনি বললেন যে এটা আমাদের নিয়ম। আমাদেরকে কবর দেখতেই হবে এবং আপনাদের এলাকার মেম্বার থাকলে ভালো হয়। ব্যাপারটা নিয়ে আমি অনেকদিন ধরে ঘুরছি এবং সমাধানের চেষ্টা করছি। এরপর বোনের ছেলেকে ফোন দিয়ে বললাম বিস্তারিত।

IMG_20231230_143357.jpg

ফোন রেখে বাদাম ভাজা আর মুড়ি খেয়ে নিলাম।এরপর ভাবলাম একটু হেঁটে আসি। অনেকদিন বাহিরে যাওয়া হয় না। বারোটার দিকে একটু বাহিরে গেলাম। আসার পথে সুপারশপে ঢুকেছিলাম। আমি এখন কেনাকাটার সময় খুব সতর্ক হয়ে কেনাকাটা করার চেষ্টা করি। কোন ইজরাইলি পণ্য যাতে না কিনি। এটাই আমার প্রতিবাদের ছোট একটি ভাষা।অল্প কিছু সবজি ও কিছু কসমেটিক্স নিয়ে আসলাম। দুপুরে আজকে বেশি কিছু করবো না সিম ভর্তা, আলুভর্তা আর ডাল করবো। আজকে এ বেলায় কোন মাছ মাংস রাখলাম না। মাঝে মাঝে আমি এমন নিরামিষ দিবসও পালন করি।

IMG_20231230_200321.jpg
IMG_20231230_174919.jpg

অতঃপর আলু, সিম সেদ্ধ বসিয়ে আমি গোসল সেরে নিলাম। এরপর নামাজ পড়ে ভর্তা গুলো বাটনিতে বেঁটে নিলাম।এই বাটনিতে ভর্তা বানাতে বেশ সুবিধা হয়। খুব দ্রুত ভর্তা করে ফেলা যায়। এরপরে দুপুরে খেয়ে নিলাম খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম। মেয়ের টিচার আসলো এবং তার পেছনে রান্না সহকারী ও চলে আসলো। তাকে বুঝিয়ে দিলাম কি কি রান্না করবো আজকে।সারাদিন আজ কেমন যেন এক ধরনের ভ্যাপসা গরম লাগছিল। আবার দরজা-জানালা খুলে দিলে ঠান্ডা হাওয়া আসছিল।কেমন যেন একটা অদ্ভুত আবহাওয়া!!!

IMG_20231230_181529.jpg
IMG_20231230_174806.jpg

আসরের পরে রান্না করে নিলাম।সবজি, ডিম-কহি ভাজি,মাছ ভুনা। এরপর মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ শুয়ে থাকলাম। বাড়ি থেকে একজন ফোন দিচ্ছিল বারবার তার সাথেও কিছুক্ষণ কথা বলে নিলাম।আজকে কেন যেন বারবার অনেক ক্ষুধা লাগছিল। আমি একটু পেয়ারা খেলাম, এরপরে শসা খেলাম,একটা মোয়া খেলাম।মনে হচ্ছে যেন আমি শুধু খাচ্ছি আর খাচ্ছি ক্ষুদা যাচ্ছে না। নিজের উপরে খুব বিরক্ত লাগছিল এজন্য। এমন সময় দেখি এশার আজান দিয়ে দিয়েছে। এখন নামাজ পড়ে নিয়ে তারপর লেখাটি পোস্ট করব। আজকে আর লিখছি না।

DeviceName
Androidvivo v19
Cameratriple camera 48mp+8mp
LocationBangladesh 🇧🇩
Shot by@hasnahena

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCjo8xoKWHSEpzPyRNRsVL6gfxRoM2huMuKokQX4y8WbgZrrXEJ88FyZYkLnmKa7wBX1sioJmC.png

Sort:  
Loading...
 8 months ago 

সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে,, এর জন্য আপনার মন বেশ খারাপ ছিল কারণ, আজ ফজরের নামাজ আদায় করতে পারেননি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যখন এক ওয়াক্ত বাদ যায় তখন যে এত খারাপ লাগে,,

এরপরে কিছুটা সময় ঝিম মেরে বসে ছিলেন কোন কিছু ভালো লাগছিল না তাই এরপরে উঠে আবার কাজ শুরু করলেন কারণ,, বসে থাকলে তো আর সংসার চলবে না কথাটা কিন্তু সত্যিই বলেছেন।
এরপরে আপনার বোনের কিছু গহনা ব্যাংকে রেখেছে, এবং আপনাকে নমিনি দিয়ে রেখেছে যেহেতু আপনার বোন এখন আর নেই তাই ব্যাংকের লোক সবকিছু দেখে শুনেই গহনা গুলো আপনাকে দিবে ।এ বিষয় নিয়ে আপনার বোনের ছেলের সাথে বেশ কিছুটা সময় কথা বললেন।

এরপরে আবার রান্নার কাজে মন দিলেন, ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

জি আপু ঠিকই বলেছেন। পাঁচ ওয়াক্তের যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায় তাহলে খুবই রাগ লাগে নিজের উপর। কিন্তু শয়তানের ধোকায় নিজের নফসের উপরে সফল হতে পারি না অনেক সময়। জানিনা এজন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কিনা। প্রতিনিয়ত এর থেকেই পানাহ চাই রবের কাছে। খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পেয়ে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 8 months ago 

শয়তান সবসময় আমাদের ভিতরে ঢোকার চেষ্টা করে নানা অজুহাত নিয়ে, আর শীতের সময় তো আরও মনে হয় বেশি সুযোগ পায়। ঘাড়ের উপর এমন ভাবে চেপে বসে।
তবে চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যদিও দুই এক ওয়াক্ত বাদ যায়,

 8 months ago 

সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এজন্য সকালবেলা আপনার মনটা ভীষণ খারাপ লাগছিল। এবং ফজরের নামাজ ও আদায় করতে পারেননি। আসলে আমরা যারা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত বাদ গেলে মনটা ভীষণ খারাপ লাগে। তারপর কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকলেন এবং সংসারের কাজে কিছুক্ষণ পর আবার লেগে গেলেন। ব্যাংক থেকে টাকা কিংবা যেকোনো কিছু উত্তোলন করার ক্ষেত্রে নমিনি উঠাতে পারবে যদি সে মৃত্যুবরণ করে। যেহেতু আপনি এখনও নমিনি তার জন্য গহনা গুলো আনতে গেলে ব্যাংকের লোক সবকিছু দেখে শুনে তারপর গহনা গুলো আপনাকে দিবে। এই বিষয় নিয়ে আপনার বোনের ছেলের সাথে কিছুক্ষণ সময় কথা বলেন। কথা বলা শেষ করে তারপর আবার রান্নার কাজে সময় দিলেন।

থ্যাংক ইউ আপনার সারাদিনে দিনের ডেইরি গেম আমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করলেন।

 8 months ago 

জী আপু আসলে ঠিকই বলেছেন। ফজর নামাজটা মিস হলে খুবই মেজাজ খারাপ লাগে নিজের উপর। বাকি অন্য কোন নামাজ তো সহজে মিস হয় না। আসলে শয়তান আমাদেরকে ভোরবেলা ধোকা দিয়ে ভুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আপনি খুব সুন্দর ভাবে মন্তব্য করেছেন। আমার দিনলিপি যে আপনি পূর্ণ মনোযোগ দিয়ে পড়েছেন তা বোঝা যাচ্ছে। খুব খুশি হলাম আপনার মন্তব্যটি পেয়ে।

 8 months ago 

বিশেষ করে সকালে যে ঘুমটা ওটা শয়তান দেয় এবং শয়তান চোখের উপর ভর করে। আর সকালবেলা শয়তান আমাদের শরীরের উপর জাল ছিরিয়ে রাখে যেন এই জাল ছেড়ে আমরা উঠতে না পারি আর ফজরের নামাজ না পড়ি। যখন আমরা এই জাল ছিরে উঠি যাই তখন শয়তান পাশে বসে কাঁদতে থাকে। থ্যাঙ্ক ইউ দিদি খুব সুন্দর একটি রিপ্লাই করলেন।

 8 months ago 
  • প্রথমত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আসলে বর্তমান সময়ে মানুষ অনেক বেশি অসুস্থ হচ্ছে। আমি ঠিক জানি না ঋতু পরিবর্তনের কারণে হয়তোবা।

  • আপনার বোনের মারা যাওয়ার বিষয়টা তদন্ত করবে। আসলে ব্যাংকের মধ্যে কিছু রাখলে সেটা নিয়ে ওনারা এভাবেই তদন্ত করতে শুরু করে। যাই হোক আশা করি খুব তাড়াতাড়ি আপনারা জিনিসগুলো হাতে পেয়ে যাবেন। সারাদিনের ব্যস্ততার মাঝে আবার রান্না করা। এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা কাজ। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

আসলে বর্তমানে বাচ্চাদের স্কুল-কলেজ সব বন্ধ। সব মিলিয়ে সারা বছর যে রুটিনে চলি তা কিছুটা ব্যাহত। আর এবারকার আবহাওয়াটা কেমন যেন!!! এই শীত! এই গরম! এসব কারণেই সব মিলিয়ে শরীরটা আসলে ভালো যাচ্ছে না। আর বিভিন্ন রকমের কাজের চাপ তো থাকেই সবসময়। তারপরও চেষ্টা করছি ভালো থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 8 months ago 

আগের চাইতে আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হয়েছে। সেই সাথে অতিরিক্ত কাজ করতে গিয়ে, আমরা যেহেতু নারী সেহেতু পানির মধ্যে কাজ আমাদের অনেক বেশি থাকে। তাই অতিরিক্ত পানি ঘাটাঘাটি করার কারণে শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। অবশ্যই একটি সতর্ক থাকবেন, এবং যতটুকু সম্ভব গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন।

 8 months ago 

সবারই ছুটি আছে কিন্তু গৃহিণীদের কোন ছুটি নেই। পেটে ভাতে খেয়ে বাড়ির সবচেয়ে বিশ্বস্ত কাজের লোক। আপনার বোনের গয়নার নমিনি ছিলেন আপনি যার কারনেই ব্যাংক থেকে আপনার কাছে কল আসে।
আসলে তাদের ওপর অর্পিত দায়িত্ব তাদের পালন করতেই হবে।
এই বাটনা জিনিসটা নিয়ে আমার কৌতুহল ছিলো অনেকদিনের কিন্তু কতটা কাজের এ সম্পর্কে কোন ধারণা না থাকায় আর কেনা হয় নাই। আজকে আপনার কাছ থেকে রিভিউ পেলাম। আচ্ছা এটা কি শিল পাটার কাজও করে?
আপনার ব্যাস্ত দিনের দিনলিপি পড়ে খুব ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার মৃত বোনের স্বর্ণের জিনিস যেহেতু ব্যাংকে ছিল তার নমিনি দিয়েছিল আপনাকে তাই ব্যাংক কর্তৃপক্ষ আপনার সাথে ফোনে কথা বলে নিশ্চিত হচ্ছেন যে ,সত্যি তিনি মারা গেছেন কিনা ।আর যদি তিনি মারা যায় ।সেটা যদি প্রমাণিত হয় তবে আপনি সেই স্বর্ণ তুলতে পারবেন এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পারবেনা। তারা মুখের কথা কোন বিশ্বাস করে না তারা প্রমাণ চায়। এটা তাদের কাজ ।
বাদাম ভাজা আর মুড়ি খেতে আমারও খুব পছন্দ ।আমার মাও এটা খুব পছন্দ করেন। অনেকদিন পর একটি জিনিস দেখলাম ।আপনি যে পাত্রে আলু ভর্তা করতেছেন এটা খাগড়াছড়ি বসে আমি এক ভাবিকে দেখেছিলাম ।তার বাড়ি মেহেরপুর। ভাবি বলেছিলেন এই পাত্রে ওরা ভর্তা করে । তাতে নাকি ভর্তা করাটা অনেক সহজ এবং সুস্বাদু হয় ।আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আপনি অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। আমার শুনে অনেক খারাপ লাগলো যে আপনার শরীর অনেক খারাপ। আসলে শীত মোটামুটি ভালোই পড়ে আর তাই এই রকম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মানুষ।আমি আপনার সুস্থতা কামনা করছি। আপনাকে সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি সুস্থ দান করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59185.02
ETH 2522.04
USDT 1.00
SBD 2.47