You are viewing a single comment's thread from:
RE: Better Life with Steem|| The Diary Game|28 December 2024||my life style
প্রিয় আপু,
- আমার খুব খারাপ লাগছে আপনি অসুস্থ এটা জানতে পেরে,, ঠান্ডা জ্বর ও গলা ব্যথা জনিত সমস্যার কারণে আপনি অসুস্থ,
তবে এত অসুস্থ হয়েও কিন্তু আপনি একদম বসে নেই সব কাজ আপনাকে করতে হচ্ছে, এরপরে আবার কাজের লোকটাও আজ বাসায় আসেনি ।যাকে বলে কাটা ঘায়ে নুনের ছিটা। আমি চেষ্টা কর্তার কাছে প্রার্থনা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন।
আপু আপনি চাইলে রসুন সরিষা দিয়ে ভর্তা করে খেতে পারেন, এতে করে সর্দি কিছুটা কমে যাবে, এছাড়াও হালকা গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন গলা ব্যথা টা একটু কমবে, এছাড়াও আর একটা কাজ করলে খুব উপকার হতে পারে এটা আমার শাশুড়ি আম্মা আমি অসুস্থ হলে করেছিলো।
সেটা হলো গরম পানি যতটুকু পানি আপনার গায়ে সইবে, এরকম গরম পানি আপনি করে পা ভিজিয়ে রাখতে পারেন ।যতক্ষণ পর্যন্ত না পানিটা ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত। এবং এরপরে সরিষার তেল গরম করে হাতে এবং পায়ে লাগাতে পারেন। এতে করে আপনার ঠাণ্ডা ও সর্দি সমস্যাটা অনেকটা কমে যাবে।
ধন্যবাদ আপনাকে উপদেশ দেওয়ার জন্য। চেষ্টা করব বানিয়ে খাওয়ার জন্য। তবে আগের থেকে একটু ভালো ইনশাল্লাহ। ঔষধ খাচ্ছি ঘরোয়া চিকিৎসা করছে। ধন্যবাদ আপনাকে।