You are viewing a single comment's thread from:

RE: চাঁদের পাহাড় বই রিভিউ

in Incredible Indialast year

অনেক মজার একটি গল্প আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। শেষ অব্দি এসে যখন জানতে পারলাম সে সেই অজান্তেই হীরের আবিষ্কার করে ফেলল কিন্তু শেষ অব্দি কেমন যেন শেষ হলো না আরো পড়তে ইচ্ছে করছিল। পড়তেছিলাম আর যেন হারিয়ে যাচ্ছিলাম সেই অবস্থানে।

খুবই আশ্চর্যজনক হল যখন সে তার সঙ্গীকে হারিয়ে ফেললে এবং সে সেখান থেকে বাঁচতে চাইছে এ কারণে পাথর হিসেবে পকেটে রেখে দিল কিছু নুরি পাথর সেখান থেকেই শুরু হল আবিষ্কারের পথযাত্রা। কিন্তু এই রোমাঞ্চকর গল্প শেষ না হওয়া অব্দি আমার কেমন যেন লাগছে।

যখন সে রেলস্টেশনে এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন হন তখন বেশ রোমান্স কর ছিল। তার এই অসম্ভব রোমান্স কর ঘটনার সম্মুখীন হন কেবলমাত্র তার সেই কেরানির চাকরি থেকে সে নিজেকে এডভেঞ্চার হিসেবে দেখতে চায়।

যাই হোক পরিশেষে এটাই বলব মানুষ এখন বই পড়া যেন ছেড়েই দিয়েছে। ভাগ্যক্রমে অনেকদিন পর বই রিভিউ দেখতে পেলাম। এখন তো শুধু মানুষ গেম খেলা নিয়ে ব্যস্ত নাটক দেখা নিয়ে ব্যস্ত এবং নাটকের রিভিউ দিতে ব্যস্ত। পরিশেষে ধন্যবাদ জানাই সুন্দর একটি লেখা আমাদের মাঝে তুলে ধরার জন্য। একই সাথে আপনার মেয়ের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আপনার মেয়ে এই বইটি পুরস্কার পেয়েছে এবং সেই বই নিয়ে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যদিও আপনি এই সম্পর্কে পূর্বেই ওয়াকিবহাল ছিলেন।

Sort:  

ধন্যবাদ আপনাকে ভাই আমার পোস্ট টি পড়ার জন্য। জানিনা কতটুকু রিভিউ দিয়ে বুঝাতে পেরেছি। বইটা পড়তে পারলে আরও বেশি রোমাঞ্চিত হবেন।

 last year 

যতটুকু তুলে ধরেছেন এতেই অনেক রোমাঞ্চিত হয়েছিল, তবে বইটি পড়লে আরো ভালো লাগতো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56278.39
ETH 2377.99
USDT 1.00
SBD 2.29