You are viewing a single comment's thread from:

RE: "Incredible India monthly contest May#01|My perspective towards success."

in Incredible Indialast year

এটা একদমই সঠিক যে সফলতা একটি প্রক্রিয়া। মানুষ যা ভালোবাসে ছোটবেলা থেকে সেদিকেই তার লক্ষ্য স্থির রেখে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে। ইহা কোনদিন একদিনে অর্জন করা সম্ভব নয় তাইতো ইহাকে আপনি প্রক্রিয়া অনুর ূপ ধরেছেন আর এটাই সত্য।

আবার পরিবার থেকে তাদের পছন্দ অনুযায়ী ক্যারিয়ার ডেভেলপ করতে বলে সেই অনুযায়ী যখন কেউ অগ্রসর হয় তবে তার সে বিষয়টি ভালো না লাগে, কোন এক সময় তার সেই বিষয়গুলো আর ভালো লাগবে না। যদি সে তার নিজের ভালোলাগার বিষয়গুলো অর্জনের জন্য প্রচেষ্টা করতে তাহলে আজ সে সফল।

আপনি নিজেকে এখন পর্যন্ত সফল ব্যক্তি হিসেবে আখ্যায়িত না করার পেছনে যে সমস্ত তথ্য তুলে ধরেছেন তা লজিক্যাল। পারিবারিক কাছের মানুষের দিক থেকে সকলের জন্যই যথাসাধ্য চেষ্টা প্রচেষ্টা করতেছেন, ভবিষ্যতের কথা চিন্তা রেখে সে দিক থেকে এখনো সফল না।

কর্মজীবন বা যেকোন জীবনের কথাই উল্লেখ করা হোক না কেন সৎ পথে থাকা এটা সত্যিই অনেক শান্তির বিষয়। এটা অনেকটাই আত্মতৃপ্তি আসে যে সৎপথে উপার্জন করে বা কর্মজীবন অব্যাহত রাখে। আপনার সাফল্য কামনা করছি।

স্বপ্ন পূরণের ক্ষেত্রে কাউকে ছোট করে দেখা উচিত নয় যা আপনি উল্লেখ করেছেন, কেননা কে কখন কোন দিক থেকে কিভাবে সফল হয় তা বোঝার অসম্ভব। বন্ধুদেরকে আপনি অনেক সুন্দর সুন্দর বার্তা এবং দিকনির্দেশনা অনুরূপ মেসেজ দিয়েছেন যা অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য ভূমিকা পালন করে। (ধন্যবাদ)

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48