Have you ever gone to the market and never eaten your favorite food!

in Incredible Indialast year
সক্রিয় স্টিমিয়ান বন্ধুরা
আমি জাকারিয়া তালুকদার। লিখছি এখন বাংলাদেশ থেকে।

বন্ধুরা বিকেল বেলায় ঘুরতে যাওয়া এর মজাটাই অন্যরকম। মাঝে মাঝে বাজারে যাই বেশ ভালো লাগে। কেননা সব সময় ঘর বন্দী হয়ে থাকা কিংবা এক স্থানে অবস্থান করা যেন বোরিং লাইফ অতিবাহিত হয়।

20230721_163301_0000.png

সুতরাং আপনি আপনার অবস্থান থেকেই আপনার আশে পাশের জায়গা গুলো ঘুরে ঘুরে দেখুন এতে আপনার ভালো লাগবে। কেননা যখন আপনি ঘোরাঘুরি করবেন কিংবা খাওয়া-দাওয়া করবেন এটা আপনার জন্য ভালোলাগা সৃষ্টি হবে এবং একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।

IMG_20230717_182318_400.jpg

আমি শরিফুল এবং সজীব চিন্তা করলাম বিকেল বেলায় বনানী বাজারে যাব। তো সেই অনুযায়ী বিকেল বেলায় আমরা তিন বন্ধু বাহির হলাম বাজেরে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া।

কেননা আমরা খাওয়া-দাওয়া করতে বেশ ভালোবাসি শুধু আমরা নয় প্রত্যেকেই খাওয়া-দাওয়া করতে বেশ ভালোবাসে। খাওয়া-দাওয়া তেই যেন আত্ম তৃপ্তি অনুভব হয়। কেননা সকলেরই প্রায় খাবারের প্রতি একটি ভালোলাগা থাকে আমাদেরও তেমনি রয়েছে।

IMG_20230717_182249_157.jpg

বনানী বাজার অত্যন্ত বড় এবং বিখ্যাত বাজার। সেখানে অনেক মানুষের সমাগম হয়ে থাকে। যদি আপনারা কোনদিন বগুড়ায় আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন বিখ্যাত বড় বাজার। তবে এটি সপ্তাহে দুইদিন করে হাট বসে থাকে।

এখানে শাকসবজি অর্থাৎ কাঁচাবাজার কাপড়ের দোকান মুদির দোকান পানের দোকান মিষ্টির দোকান এছাড়াও মাছের দোকান আরো অনেক রকমের দোকান রয়েছে যারা এখান থেকে অর্থ উপার্জন করে থাকে।

যেহেতু এই বাজার অত্যন্ত বড় এবং অনেকগুলো দোকান রয়েছে। তার মধ্যে থেকে এখানে একটি হালিম এর দোকান রয়েছে। এখানে দোকানদারি করে থাকে একজন বয়স্ক মুরুব্বী লোক। তিনি অনেকদিন ধরে এখানে ব্যবসা করে থাকে।

যখন বনানী বাজারে যাই তখন এই হালিম না খেয়ে বাজার থেকে আসতে পারি না আমরা। এত মজা লাগে এই হালিম খাইতে তা সত্যি অবিশ্বাস্য। আপনারা যারা বগুড়ায় থাকেন তারা অবশ্যই খাইতে আসবেন। এই দোকান প্রত্যেকদিন থাকে।

IMG_20230714_143156_129.jpg

আমি ক্যামেরার পিছনে ছিলাম এ কারণে আমার ছবি ধারণ করা হয়নি। ফট করে মোবাইলটি বাহির করে দুটি ছবি ধারণ করেছি কিন্তু সেলফি তুলব সেই তোর আর শৈল না আমার! ‌ এত মজা করে ওরা খাচ্ছে আমি কিভাবে মোবাইল হাতে নিয়ে এতক্ষণ অতিবাহিত করব সুতরাং আমি মোবাইলটি পকেটের মধ্যে রেখে খাওয়া শুরু করে দিলাম।

IMG_20230714_143204_984.jpg

পরিশেষে খাওয়া-দাওয়া করার পর আবার রওনা হলাম হোস্টেলের দিকে অর্থাৎ আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল এখানে আমরা অধ্যায়ন করি এবং পরিবারের মতো সব বন্ধু-বান্ধব একত্রিত অবস্থায় থাকি।

আমরা যখন কলেজে যাই তখন এই রাস্তা দিয়েই যেতে হয় অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ এবং সৌন্দর্য উপভোগ করার মত এই রাস্তাটুকু। যাই হোক পরিশেষে ধন্যবাদ জানাই আমার এই লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি


20230714_001953_0000.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230308_075447_0000.png

Sort:  

ভাই আপনি বনানীর হালিম একাই খাবেন আমাদেরকে কি একটুও খাওয়াবেন না?

যাইহোক ভাই আজকে আপনার বন্ধুদের সাথে সময় কাটানোর গল্পটা বেশ উপভোগ করলাম।

মাঝে মধ্যে সুন্দর মনোরম পরিবেশে যাওয়াটা খুবই দরকার এতে শরীর ও মন দুটোই ভালো থাকে।

 last year 

অবশ্যই ভাই দাওয়াত রইলো আসবেন আমাদের এদিকে হালিম খাওয়াবো। লেখার মধ্যে অবশ্য দাওয়াত দিয়েছিলাম, আবারো দাওয়াত দিলাম অবশ্যই আসবেন।

Loading...

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

@jasonmunapasee thank you brother for your valuable support.

!upvote 40


This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven. Your post was promoted on Twitter by the account josluds

the post has been upvoted successfully! Remaining bandwidth: 160%

 last year 

Thank you for your valuable support.

 last year 

Thank you 👍

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 last year 

Thank you.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58802.33
ETH 3158.99
USDT 1.00
SBD 2.42