After solving the problem now I am fully active.
আসসালামুয়ালাইকুম।
প্রিয় বন্ধুরা,
অনেকদিন পর আমি আপনাদের মাঝে ফিরে এসেছি, আবারো আগের মত এক্টিভিটি হয়ে যাবে ইনশাল্লাহ এখন থেকে।
বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘ এক মাস / কয়েক দিন আপনাদের মাঝে আসা হয়নি। আলহামদুলিল্লাহ যে সমস্যাগুলো ছিল মোটামুটি সমাধান হয়েছে এখন আবারও আপনাদের মাঝে পরিপূর্ণভাবে আমার জ্ঞানের নির্যাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।
এখন আমি সিলেটে অবস্থান করতেছি না কেননা আমি আমার কর্মসংস্থান পরিবর্তন করে ঢাকা শহরের মধ্যে নতুন করে কর্মসংস্থানে যোগদান করেছি। এখন দীর্ঘ একটি মাস হয়ে গেল এখানে অর্থাৎ সাভার নবীনগর অবস্থান করতেছি।
সবকিছুই শেয়ার করব, কর্মসংস্থান পরিবর্তন এবং নতুন কর্মসংস্থানের অবস্থা নিয়ে একই সাথে সিরামিক জগতের বেশ কিছু তথ্য আগে দূরে ধরেছি এবং এখনো তুলে ধরার চেষ্টা করব।
আচ্ছা আরেকটি কথা বলতে একটু দেরি হয়ে গেল; আপনাদের কি অবস্থা, আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি।
এখন শুধু মিস করতেছি সকলকে। কর্মজীবনের শুরুতে যাদের সাথে ছিলাম তাদেরকে আরও বেশি মিস করতেছি কেননা সেখানে অনেক বড় ভাইরা ছিল তাদের সাথে কতদিন হল দেখা হয় না।
বিশেষ করে জাহিদ ভাই। হবে প্রায়ই কথা হয় তার সাথে। এছাড়াও রয়েছে বিপ্লব ভাই, শহিদুল ভাই, রাশেদ ভাই, রাশেদ ভাই, আলামিন ভাই এছাড়াও আরো অনেকেই।
আমাদের ল্যাবরেটরি এর সকল ভাইদের প্রচুর মিস করতেছি। সিলেটের সেই জায়গাগুলো প্রচন্ড পরিমাণে মিস করতেছি। কেননা চা বাগান পাহাড় এগুলোর সাথে অতপরিতভাবে জড়িত ছিলাম দীর্ঘ ৯ মাস।
একইভাবে আপনাদের কেউ অনেক মিস করতেছি। দীর্ঘ এক মাস এর বেশি দিন হল আপনাদের সাথে আমার কথা হয়না এবং আমার লেখা তুলে ধরা হয় না সবকিছু মিলিয়েই মনে পড়ে অনেক অনেক বেশি।
লেখা হবে মনের ভাব আদান প্রদান কথা হবে সবই হবে। এখন থেকে লেখা হবে সেই জমে থাকা অনেক কথা স্মৃতি এবং জটিলতা কাটিয়ে ওঠার সেই সময় গুলো।
তাহলে আজকে আমি আপনাদের সাথে এক্টিভ হয়ে যাচ্ছি। এখানে ইতি টেনে আজকের লেখা সমাপ্ত করলাম। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন। সবাই সবার জন্য দোয়া করুন।
ও আচ্ছা আরো একটি বিষয় তুলে ধরা যাক:- আমি বেশ কিছু সমস্যার কারণেই পাওয়ার ডাউন দিয়েছিলাম। এখন আমি আবার পার ডাউন ক্যানসেল করে দিয়েছি কেননা যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু উঠিয়ে নেওয়ার পর পাওয়া ডাউন ক্যানসেল করা হয়।
যাই হোক, এখন হয়তো বা আমার বেশ কিছুদিন ক্লাবে ফিরে আসতে সময় লাগবে। এরপরেও আমি আমার লেখা শেয়ার করে যাব ইনশাআল্লাহ। নিজেকে এখন থেকে আবারো ভালভাবে এক্টিভ করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাব।
সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও লেখার মাধ্যমে আগামীকাল।
আপনার প্রত্যাবর্তনের জন্য স্বাগতম। আমি আপনার আগামী দিনগুলোর শুভকামনা জানাই।
ধন্যবাদ ভাই ♥️
@tipu curate 2
Upvoted 👌 (Mana: 4/6) Get profit votes with @tipU :)