আজকে মসজিদে ইফতারের আয়োজন

in Incredible Indialast year

প্রিয় শুভাকাঙ্ক্ষী
আশা করি আপনারা সকলে ভাল আছেন এবং সুস্থ আছেন। রমজানের দিনে সকলের সুস্বাস্থ্য কামনা করি।

আজকে অনেক প্রখর রোদ ছিল। বিশেষ করে রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল যে কারণে বন্ধুরা অনেক ক্লান্ত। তারপর আবার আমাদের কলেজে ক্রিকেট বল খেলার আয়োজন করেছে।

20230403_201736_0000.png

Design by Canva

সমস্যা নাই ক্রিকেট খেলার আয়োজন আপনাদের সামনে আবারো উপস্থাপন করব আজকে ইফতারির বিষয় নিয়ে কথা বলব।



সময় চারটা থেকে পাঁচটা বাজে। তখন সজীব এসে আমায় বলতেছে চল এখন মাদ্রাসায় যাই। বললাম এখন মাদ্রাসায় গেলে ইফতারের সময় অতিবাহিত হয়ে যাবে অন্য একদিন যাবো।

ভাবলাম আজকে মসজিদে গিয়ে ইফতার করব। তাই বন্ধুদের কে বলতেছি চল যাই আজকে মসজিদে গিয়ে ইফতার করব। সজীব, আশিক, মশিউর বলতেছে না বন্ধু আজকে শরীর অনেক ক্লান্ত আজকে যাওয়া সম্ভব নয়।

IMG_20230403_181245_072.jpg

বললাম কেন কি হয়েছে! বলতেছি আজকে বাগবাড়ি গিয়েছিলাম রাস্তা ভালো না সিএনজিতে অনেক ঝাকুনির কারণে শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। তাই আজকে যাব না আগামীকাল যাব।

বললাম ঠিক আছে তাহলে তোরা তিনজন থাকে বাকিগুলো আমরা যাই মসজিদে ইফতারের জন্য। বাকি বন্ধুদের বললাম চল আজকে মসজিদে ইফতার করব। ওদেরকে বাহিরে নিয়ে গেলাম বলতেছে না আজকে যাওয়ার মুড নেই রে এখন।

পরে কি আর করার আমি আর আলামিন চলে গেলাম হাঁটতে হাঁটতে। প্রায় ১০ মিনিট হাঁটার পর মসজিদ পেয়ে গেলাম। মসজিদের কাছাকাছি গিয়ে দেখলাম বেশ ভিড় মোটরসাইকেল এবং লোকজন।

অনেক মানুষ হয়েছিল আজকে। এলাকার এক বিশিষ্ট ব্যবসায়ী আজকের ইফতারের আয়োজন করেছেন।



IMG_20230403_181302_140.jpg

আজকে ইফতারের আয়োজনে ছিল:-
  • গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি।
  • শসা
  • খেজুর
  • বুট


মসজিদে যাওয়ার পরে ওযু করার জন্য টেপ রয়েছে সেখানে গিয়ে অজু করলাম। মসজিদে হুজুর বক্তব্য দিচ্ছে। ওযু দেওয়ার পরে মসজিদের ভিতরে গিয়ে বসলাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিল আলোচনা শুনলাম।

এদিকে যারা আজকের ইফতারের আয়োজনে ব্যস্ত আছেন তারা সকলকে প্লেট দিচ্ছেন কেউ খেজুর দিচ্ছেন কেউবা বিরিয়ানি বুট এগুলো দিচ্ছেন।

এভাবে সকলকে সুন্দরভাবে বিতরণ করে দিল মসজিদের মধ্যে সকলের প্লেটে। আর মাত্র ৪ মিনিট বাকি রয়েছে ইফতারের। হুজুর মুনাজাত ধরে দোয়া করতেছে আমরাও সাথে মোনাজাতের শামিল হলাম।

মোনাজাত শেষে আজান হল আমরা ইফতারির করলাম। এরপর নামাজ আদায় করা হলো ইমামের সাথে।



TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Sort:  
 last year 

আজকের খাওয়াটা অনেক ভালোই খেয়েছ বন্ধু। আজকে আমাদের যাওয়া হলো না সেখানে। তবে ব্যাপার না পরবর্তী সময়ে আবার যাবো।

ইফতারি সম্পর্কে আজকের পোস্টটি অনেক সুন্দর হবে উপস্থাপন করেছ এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

#miwcc

 last year 

কোন সমস্যা নেই আগামীতে অবশ্যই যাওয়া হবে সেখানে আমিও যাব সবাই যাবে।

 last year 

আগামীকাল যাচ্ছি আমরা সবাই মিলে ইনশাআল্লাহ।

#miwcc

Loading...
 last year 

ইফতারি একটি বড় সওয়াবের কাজ আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের সামর্থ্য আছে তারা ইফতারি দিতে চায় না আসলে ইফতারি দিতে গেলে বড় ধরনের একটি মনের প্রয়োজন হয়।

রোজাদার ব্যক্তিদের ইফতারি করার জন্য খাদ্য দিলে অনেক ছোয়াপ পাওয়া যায় ইফতারি মানে একে অপরকে ভাগ করে নেওয়া একে অপরকে ভাগ করে নিলে আরো অনেক বেশি সওয়াব পাওয়া যায়।

আমরা অনেক সময় ধনী গরিব দেখে ইফতারি করি যারা একটু টাকা পয়সা ওয়ালা তারা অনেক ভালো ভালো খাবার খায় কিন্তু তারা যে গাড়িতে যাচ্ছে অনেক সময় সেই গাড়িওয়ালা কে বলল দশটা টাকা নাও তুমি দোকান থেকে কিছু খেয়ে ইফতারি করে নাও এই জিনিসটা গুলো আমাদের ঠিক নয়।

যাইহোক আজ আপনার মসজিদে ইফতারি দেওয়ার আয়োজন এর পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

#miwcc

 last year 

হ্যাঁ ভাই এটা একদমই ঠিক কথা যে অন্যদেরকে ইফতারি করালে অনেক শুয়া পাওয়া যায়।

অনেক ধনী মানুষ আছে যারা গরীবদেরকে ১০-২০ টাকা দিয়ে বলে যাবে এটা দিয়ে ইফতারি করো অথচ বর্তমান জি খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি এই কথা বোধহয় তারা খেয়াল করে না।

যাই হোক আপনার সুন্দর মূল্যবান মন্তব্য সত্যিই আমার বেশ ভালো লেগেছে।

 last year 

আসলেই আপনি ঠিক বলেছেন গতকালকে প্রখর রোদ ছিল। যার কারণে রোজা রেখে একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম।

তারপরেও আমার কাছে মনে হয়। এই ক্লান্তির শেষটা হয়। যখন আমরা আযানের সাথে সাথে একটু পানি মুখে দিয়ে ইফতার করি। তখন বোঝা যায় ইসলাম কত শান্তির ধর্ম।

আপনার সব বন্ধুদের অনুরোধ করলেন। কিন্তু কেউই আপনার সাথে গেল না। শুধুমাত্র একজন বন্ধু ছাড়া।

যাইহোক ওখানে গিয়ে আপনারা অজু করে মসজিদের ভেতর প্রবেশ করলেন। এবং হুজুর কিছু আলোচনা করছিল সেগুলো শুনলেন।

এরপরে কয়েকজন এসে, আপনাকে কি ইফতারি বিতরণ করে দিয়ে গেল।

আজান হওয়ার পরে ইফতার করে। আপনারা মসজিদে নামাজ পড়লেন বিষয়টা জানতে পেরে বেশ ভালো লাগলো।

আপনার আজকের মসজিদে গিয়ে ইফতার করার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 

হ্যাঁ তারা কেউ গেল না শুধু একজন ব্যতীত কিন্তু যখন তাদেরকে বললাম মসজিদের সেই আয়োজন ছিল তারা খুবই আফসোস করলো যে আমাদের যাওয়া লাগতো রে 😃

 last year (edited)

বাহ ছোট ভাই তাহলে তো আজকের ইফতারিতে তো ভালোই খেয়েছো।যেমন ইফতারিতে গরু মাংসের বিরিয়ানি এবং বুট শসা খেজুর তাহলে ইফতারির আইটেমও তো ভালো ছিলো। যাই হোক তোমার পোস্ট পড়ে বুঝতে পারলাম ইফতারির আয়োজন অনেক সুন্দর হয়েছিল। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য ভালো থাকবে ছোট ভাই।
#miwcc

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ রোমজানের এই দিনে দেখলাম ইফতার সবাই মিলে ইফতার করেছেন।
মহান রাব্বুল আলামিনের দেওয় এই পবিত্র মাহে রমজানে যে যাকে ইফতার করাবেন বা ইফতার করবেন সবই সোয়াব এর কাজ। তাই বলি আমরা এই রমজানে যে যা পারি বেসি বেসি আমল করি, দান সদকা করি।

#miwcc

 last year 

হ্যাঁ তা তো অবশ্যই রমজানের দিনে যদি কোন ব্যক্তি কাউকে ইফতার করায় তাহলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এই রমজানের মধ্যে যে যত পারি দান সদকা বেশি করার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59085.79
ETH 2543.81
USDT 1.00
SBD 2.36