You are viewing a single comment's thread from:

RE: আজকে মসজিদে ইফতারের আয়োজন

in Incredible Indialast year

ইফতারি একটি বড় সওয়াবের কাজ আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের সামর্থ্য আছে তারা ইফতারি দিতে চায় না আসলে ইফতারি দিতে গেলে বড় ধরনের একটি মনের প্রয়োজন হয়।

রোজাদার ব্যক্তিদের ইফতারি করার জন্য খাদ্য দিলে অনেক ছোয়াপ পাওয়া যায় ইফতারি মানে একে অপরকে ভাগ করে নেওয়া একে অপরকে ভাগ করে নিলে আরো অনেক বেশি সওয়াব পাওয়া যায়।

আমরা অনেক সময় ধনী গরিব দেখে ইফতারি করি যারা একটু টাকা পয়সা ওয়ালা তারা অনেক ভালো ভালো খাবার খায় কিন্তু তারা যে গাড়িতে যাচ্ছে অনেক সময় সেই গাড়িওয়ালা কে বলল দশটা টাকা নাও তুমি দোকান থেকে কিছু খেয়ে ইফতারি করে নাও এই জিনিসটা গুলো আমাদের ঠিক নয়।

যাইহোক আজ আপনার মসজিদে ইফতারি দেওয়ার আয়োজন এর পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

#miwcc

Sort:  
 last year 

হ্যাঁ ভাই এটা একদমই ঠিক কথা যে অন্যদেরকে ইফতারি করালে অনেক শুয়া পাওয়া যায়।

অনেক ধনী মানুষ আছে যারা গরীবদেরকে ১০-২০ টাকা দিয়ে বলে যাবে এটা দিয়ে ইফতারি করো অথচ বর্তমান জি খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি এই কথা বোধহয় তারা খেয়াল করে না।

যাই হোক আপনার সুন্দর মূল্যবান মন্তব্য সত্যিই আমার বেশ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59085.79
ETH 2543.81
USDT 1.00
SBD 2.36