You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem | The Diary game | 22, may |

in Incredible Indialast month

আবহাওয়ার কথা তো বলাই যায় না এই রোদ এই বৃষ্টি। গ্রামের খালে পুকুরে মাছের অনেক টেস্ট কারণ প্রাকৃতিক খাবার খেয়ে থাকে। কোন প্রকার বাহিরের দেওয়া হয় না। কিউরেটর ওয়ান থেকে ভৌট পেয়েছেন এবংছেলেকে ট্রিট দিলেন বার্গার খাওয়ালেন। শুধু ছেলেকে দিলেই হবে না আমরাও কিন্তু আছি। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন

Sort:  
 last month (edited)

আমাদের এখানে এই বৃষ্টি হয় না, শুধুমাত্র এই রোদ না হয় এই মেঘলা আকাশ।বৃষ্টি যা হচ্ছে সব মনে হয় ঢাকারই আশপাশ দিয়ে হচ্ছে। বৃষ্টি শত্রুতা শুরু করেছে আমাদের সাথে।
অবশ্যই, কিউরেটর ওয়ানের ভোট পাওয়ার জন্য আপনাদেরও ট্রিট দেবো চলে আসেন, বার্গার খাওয়াবো সবাইকে।
ঠিকই বলেছেন এগুলো পালা মাছ না হওয়ার কারনে এই মাছের স্বাদই হয় অন্য রকম।তবে গতকাল আমার দেবর,ননাস, ভাসুররা গ্রামে যাওয়ার কারনে ভাগে মাত্র ছয় পিস মাছ পেয়েছি আমি।😀
তবে কম খেলেও সবাই খাচ্ছি এটাই সবচেয়ে বড় কথা।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.027
BTC 61272.24
ETH 3371.76
USDT 1.00
SBD 2.46