"গাছ লাগান পরিবেশ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচান"

in Incredible India2 months ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা ? আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো গাছ লাগান পরিবেশ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচান। এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম শেয়ার করতে।

পৃথিবীতে মূলত মানুষ অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকার জন্য। মানুষ বাঁচার জন্য যে অক্সিজেন ব্যবহার করা হয় তার মূলত পরিবেশের উদ্ভিদের মাধ্যমে পেয়ে থাকে। মানুষ যেমন অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকার জন্য তেমনি গাছপালা কিংবা উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বেঁচে থাকার জন্য।

pexels-photo-9504382.jpeg

Link:
মূলত পৃথিবীর রক্ষা করার জন্য প্রাণী ও উদ্ভিদ ভূমিকা অপরিসীম। এখনকার বর্তমান সময়ে শিল্প কারখানা কিংবা বড় বড় দালান কোঠা নির্মাণ করার কারণে বনভূমি বা গাছপালা সংখ্যা কমে যাচ্ছে।

পৃথিবীতে ধীরে ধীরে গাছপালার বা উদ্ভিদ কমে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই গাছ কাটার কারণে পৃথিবীতে নতুন নতুন প্রাকৃতিক দুর্যোগ ঘটছে তাইতো পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মানুষকে গাছের প্রতি যত্নমান হওয়া জন্য মানুষকে উৎসাহ দেওয়া প্রয়োজন।

যেকোনো মানুষই হোক তো অশিক্ষিত বড় ছোট গাছ লাগান পরিবেশ বাঁচান কথাটি আমরা প্রত্যেকেই জানি। আমাদের সকলের উচিত বাসা বাড়ি থেকে শুরু করে রাস্তা এবং প্রতিটা স্থানে গাছের পরিমাণ বৃদ্ধি করা এই গাছের যত্ন নেওয়ার।

pexels-photo-1459497.jpeg

Link:

পরিবেশকে সুন্দর করা এবং আমাদের অক্সিজেন বেশি বেশি করে গ্রহণ করার জন্য বেশি পরিমাণে গাছ লাগাই।
মানুষ মূলত গাছের জন্য আলো বাতাস ছায়া পেয়ে স্বাভাবিকভাবে গড়ে ওঠে তাইতো প্রতিটি মানুষের জীবনে গাছের গুরুত্ব রয়েছে।

এখন অনেক হারে উদ্ভিদ ,গাছপালা ও ফসলের জমি বিলীন হতে বসেছে সেজন্যই প্রাকৃতিক দুর্যোগ দেশে ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে। এই গাছপালা কাটার সমস্যা এক সময় অনেক বড় প্রকট আকার ধারণ করবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো বিকল্প নেই আগেকার দিনে চারদিকে যে গাছপালা লাগানো অনেক দেখা। যেত এবং প্রাকৃতিক দুর্যোগ কম আসতো।

pexels-photo-1437601.jpeg

Link:
এখনকার সময়ে চারভাগের একভাগও গাছপালা দেখা যায় না। এমন চলতে থাকলে তাপমাত্রা বৃদ্ধি পায় ,এবং আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। আগে কি সুন্দর সবুজ শ্যামল পরিবেশটা ছিল আগের মতন এখন আর নেই ।সেসব গুণের কারণে আমাদের এ পরিবেশ সবুজ শ্যামল রূপ খুবই কম চোখে পড়ে। গাছপালা ও ফসল দিয়ে জমি ধ্বংসের পশু পাখি আগের মত দেখা যায় না গাছ কাটার ফলে পাখিদের আশ্রয়স্থল কমে যাচ্ছে।

গাছপালা কাটার কারণে পাখিদের বংশবিস্তার প্রভাব পড়ছে। বেপোড়াভাবে আমরা সকলে গাছপালা কেটে ফেলছি এ বিষয়ে আমরা কেউ প্রতিবাদ করা হচ্ছে না ফলে পরিবেশের সমস্যা বেড়েই চলছে।

আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির পাচ্ছে ,কিন্তু ফসলে জমি ধ্বংস হচ্ছে। গাছপালা কেটে সবাই ঘর বাড়ি নির্মাণ করবে এটাই স্বাভাবিক। এই গাছপালা কাটার কারণে দালানকোঠা নির্মাণ করার ফলে একসময় দেশের দুর্ভিক্ষ দেখা দিবে । তাই আমাদের উচিত একটি গাছ কাটলে দুইটি গাছ রোপন করা

pexels-photo-983988.jpeg

Link:

গাছপালাগুলো কেটে এখন শিল্প কারখানা তৈরি হচ্ছে তাই বিশুদ্ধ বাতাস থেকে আমাদের নানা রোগ শরীরের বাসা বাঁধছে এখন গাছপালা না থাকার কারণে বিশুদ্ধ বাতাস আমরা শরীরের লাগাতে পারছি না।

তাই আসুন গাছপালা না কেটে আমরা আরো বেশি করে গাছপালা লাগাই পরিবেশ বাঁচায় নষ্ট হওয়ার হাত থেকে আমাদের এই দেশটাকে সবুজ করে গড়ে তুলি।

আজকের পোস্ট এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  
 2 months ago 

আপনি সুন্দর একটা বিষয় উপস্থাপন করেছেন, অবশ্যই আমাদের পরিবেশ সুন্দর রাখার জন্য গাছ লাগাতে হবে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আর অক্সিজেন ব্যতীত মানুষ বাঁচতে পারে না। ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

প্রাচীনকাল আগে যেভাবে গাছপালা আমাদের অক্সিজেন দিত এখনকার ওই গাছপালাগুলো ওইগুলো কেটে নিয়ে কারখানা বা বাসাবাড়ি তৈরি করে ফেলেছে তাই এখন শুদ্ধ অক্সিজে খুব কম গ্রহণ করি। বর্তমান সময়ে গাছ থেকে বিশুদ্ধ অক্সিজেন আমরা গ্রহণ করছি কেননা গাছপালা কমে গেছে অনেক প্রকার আবর্জনা দুয়া শুদ্ধ বাতাসের সাথে বিশুদ্ধ হয়ে পড়ছে। ধন্যবাদ ভাই আমার পোষ্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার দেওয়ার জন্য

 2 months ago 

গাছ আমাদের জীবনে অনেক বড় একটি ভূমিকা পালন করে এবং এই গাছ আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ এবং প্রাকৃতিক সৌন্দর্য রাখতে অবশ্যই গাছ লাগাতে হবে এবং গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি গাছ আমাদের জীবনের একটি অংশ। ধন্যবাদ সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য।

 2 months ago 

গাছ আমাদের সবার জীবনে অনেক ভূমিকা পালন করে যা আমরা কল্পনারও বাইরে। কিন্তু আমরা তা বুঝি না গাছপালা গোল কেটে মরুভূমি তৈরি করছি এবং আমাদের অক্সিজেন পেতে খুব কষ্ট হচ্ছে সেজন্য আমাদের শরীরে নানান রকমের রোগ বাসা বাঁধছে। এই গাছগুলো না থাকতো তাহলে আমরা পৃথিবীতে ভালো অক্সিজেন গ্রহণ করতে পারতাম না বেশি দিন বেঁচে থাকতে পারতাম না।

আমরা যারা একটি গাছ কাটি তাদের পরিবর্তে দুটি গাছ রোপন করা উচিত। ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে একটি কমেন্ট করেছে

 2 months ago 

অবশ্যই আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত যদি আমরা বেশি বেশি করে গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশ ভারসাম্য অনেকটাই সুন্দর থাকবে। যদি আমরা কাজ কম লাগায় তাহলে আমাদের পরিবেশ ভারসাম্যটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে । আমার মনে করি যে প্রত্যেকটা বাড়ির চারের পাশে আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত।

 2 months ago 

গাছ আমাদের অতি প্রয়োজনীয় একটি যদি গাছ না থাকে তাহলে আমরা পৃথিবীর বুকে বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে এখনো তাই হচ্ছে পৃথিবীতে গাছপালা কমে গিয়ে এখন আমরা অক্সিজেন গ্রহণ করতে খুব কষ্ট হচ্ছে এবং যতটুক অক্সিজেন গ্রহণ করি শুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারছি না কারণ সকল গাছপালা কেটে নষ্ট করে দিয়েছে। গাছপাড়া না থাকলে পরিবেশে সৌন্দর্য বৃদ্ধি পায় না। ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

Loading...
 2 months ago 

একটা কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। গাছপালা আমাদের জীবনে একটি বড় অংশ হিসেবে কাজ করছি। আমরা এই পৃথিবীতে বেঁচে আছি একমাত্র গাছপালার জন্যই। কারণ আমরা যে কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে সেটা গাছ গ্রহণ করে আমাদেরকে রক্ষা করে। আর বাঁচার জন্য গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি। গাছের মধ্যে থেকে নানারকম আসবাবপত্র তৈরি হচ্ছে, গাছ থেকে ওষুধ তৈরি হচ্ছে, আবার আহারের জন্য আমরা নানা রকম ফল এই গাছ থেকে পেয়ে থাকি। বর্তমান সময়ে নানা কারণে গাছপালা কমে যাচ্ছে। কিন্তু আমাদের উচিত গাছপালা বাড়ানোর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে।

 2 months ago 

গাছপালা আছে বলে আমরা এখনো ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারছি এবং কার্বন ডাই অক্সাইড ট্যাগ করতে পারছি। কিন্তু আগে আমরা শুদ্ধ অক্সিজেন গ্রহণ করতাম এখন গাছপালা কেটে পৃথিবীতে গাছপালার একদম কমে গেছে সেজন্যই অক্সিজেনের তাপমাত্রা কমে যাচ্ছে । আমরা গাছ থেকে অনেক আসবাবপত্র তৈরি করে এটা একটু স্বাভাবিক ব্যাপার কিন্তু সকল গাছপালা কেটে গাছপালা না রোপন করাটা খুবই খারাপ বিষয় আমাদের একটি গাছ কাটলে এরপর যে দুটি গাছ রোপন করা আমাদের দায়িত্ব গাছপালা কেটে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে।
ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য

 2 months ago 

আপনি খুব শিক্ষণীয় একটা পোস্ট শেয়ার করেছেন আমাদের সাথে । আমাদের বেচে থাকার প্রধান উৎস অক্সিজেন যেটা আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। আমরা সকলেই জানি যে আমাদের সুস্থভাবে বেচে থাকতে হলে গাছ লাগানো উচিত । তবুও জেনে শুনে আমরা বন উজাড় করার মতো কাজ করছি। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 2 months ago 

প্রথমেই বলি আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। তবে আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো দরকার। গাছ আমাদের অনেক উপকারেই কাজে লাগে। কিন্তু যত দিন যাচ্ছে মানুষ গাছ কেটে ফেলছে। কাজ কেটে ফেলছে বলে পরিবেশে দূষণের মাত্রা বেড়েই চলেছে ।মানুষের শরীরে রোগের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। তাই সবার সুস্থ থাকার জন্য প্রত্যেককে গাছ লাগাতে হবে। এই সুন্দর পোস্টটি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago (edited)

আমরা সবাই জানি গাছ লাগানো প্রয়জন এবং মুখে মুখে সবাই বলি যে গাছ লাগাও, গাছ লাগাও।কিন্তু কাজের বেলায় গাছ কাটি সবার আগে। যে গাছ না কাটলেও চলে সেটাকেও টাকার লোভে কাটি।অথচ বাস্তবে গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে জীবন বাঁচায়, প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে বাঁচায় এককথায় বলা চলে গাছ এর ওপর আমাদের জীবন নির্ভরশীল।শুধুমাত্র আমাদেরই না।একটা গাছ এর ওপর গড়ে ৩০০ জীব এর জীবন নির্ভরশীল।
তাই বাচতে হলে বেশি করে গাছ লাগান।

 2 months ago 

খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আজকের পোস্ট লিখেছেন।। গাছ আমাদের পরিবেশ বন্ধন আর এই গাছ বর্তমানে অনেক কারণে কেটে ফেলছে যার ফলে অনেক প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে যেমনটা আপনি বলেছেন।। অক্সিজেনের জন্য গাছের বিকল্প কিছু নেই তাই গাছ আমাদের লাগানো উচিত।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58665.29
ETH 2302.95
USDT 1.00
SBD 2.51