You are viewing a single comment's thread from:
RE: "Better Life With Steem || The Diary game || 29 December "
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আকাশের সুন্দর হয়েছে। সকাল ১১:০০ টা বাজে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলাম। আমার ছেলে এখান থেকে তার যখন এক বছর বয়স তার ছোটমামা নানুর সাথে জুম্মার নামাজ পড়তে যাই বেশ দুষ্টামিও করে। তারপরেও তার নানু মামা নিয়ে যাবে। ছেলেকে নাপিতের দোকানে নিয়ে চুল কাটালেন। আমার ছেলে নাপিতের হাতের কাচি দেখলে তার কান্না আর থামেনা। চুল কাটবো কাটবো করে এক মাসে দুইবার ফিরাই নিয়ে আসছে। চানাচুর মুড়ি মাখানো আমার খুবই পছন্দের খাবার।
ছোট বাচ্চারা দুষ্টামি করবে এটাই স্বাভাবিক। আর অবশ্যই ছোট থেকেই ওকে মাদ্রাসায় বা মসজিদে পাঠানোর চেষ্টা করবেন। দেখবেন এটা ওর অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবং দুষ্টামি অনেকটা কমে যাবে। হ্যাঁ অবশ্যই আপনার ছেলের দিকে লক্ষ্য রাখবেন।ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
হ্যাঁগো আমারও নিয়ত আছে। যে আমার ছেলেকে আদর্শবান করে তুলবো। আর ওকে মাদ্রাসাতে ভর্তি করে দেওয়ার ইচ্ছা আছে । হ্যাঁ বাচ্চারা এই বয়সের দুষ্টামি করে। সবাই আদর যত্ন করে তো বাড়ি একমাত্র ছোট তো এইজন্য আদর পেয়ে এই অবস্থা।অসংখ্য ধন্যবাদ আপু
ছোট বাচ্চাদেরকে আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে বড় করতে হয়। তাই প্রত্যেকের চেষ্টা করে ছোট বাচ্চাদের কে আদর করার জন্য। আর মাদ্রাসায় অবশ্যই ভর্তি করিয়ে দিবেন যখন ওর বয়স হবে। সব সময় ওর সাথে শান্ত গলায় কথা বলবেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা দিবেন সেটা হচ্ছে একটা কথা ওর মাথায় ঢুকিয়ে দিবেন যে, সব সময় নারীদেরকে সম্মান করে কথা বলতে। এতে করে সে আপনাকে এবং আপনার সাথে সাথে যারা নারী আছে। তাদেরকে অবশ্যই এবং নম্র ভাষায় কথা বলবে ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ অবশ্যই আপু তাকে আমরা সবাই আদর যত্ন দিয়ে বড় করি। আর আমার আম্মু আমার থেকে অনেক সচেতন একজন মানুষ তাকে এখন থেকে অনেক ইসলামিক দিক দিয়ে বড় করে। পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাকেও যোগ দেয়। আর আমি তো আছি পাশাপাশি। আমাদের ফ্যামিলিটা মোটামুটি ইসলামিক মাইন্ড। ও আমার থেকে আমার মায়ের সাথে বেশি থাকতে ভালোবাসে আমিও অনেক দিক থেকে বিজি থাকি। পড়াশোনা একটা জব নিয়ে চিন্তাভাবনা করছি। অসংখ্য ধন্যবাদ আপু সত্যি আপনাকে ও আমার একজন পরিবারের সদস্য মনে হয়। এই খুব সুন্দরভাবে আমার সবকিছু আপনি উপস্থাপন করে উল্লেখ করে বলেন।
আপনার ছেলে এবং আপনার মায়ের বিষয়টা জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে আপনার ছেলেকে ভালোভাবে মানুষের মতো মানুষ করার ক্ষেত্রে আপনার জব পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কেননা। আপনি যখন জব পাবেন তখন আপনার পরিবারের পাশে দাঁড়াতে পারবেন। এতে করে আপনার পরিবারের জন্য ভালো হবে আপনার ছেলের জন্য ভালো হবে এবং নিজে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন।
আপু অবশ্যই জীবনে অনেক লড়াই করেছি নিজের জীবনের সাথে নিজের আত্মার খুব কঠিন সময় পার করেছি। এখন আল্লাহর রহমতে সফলতার মুখ দেখতে পেয়েছি। টার্গেট ছেলেকে মানুষের মত মানুষ করা। নিজে কোনো আয়োজনে সোর্স বের করে। আর নিজের পরিবারকে একটু সাহায্য সহযোগিতা। অসংখ্য ধন্যবাদ