বিকাল বেলায় ঘুরতে যাওয়ার কিছু মুহূর্তsteemCreated with Sketch.

in Incredible India11 months ago

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন। আপনাদের মাঝে আমার কাটানো সুন্দর একটি দিনের কার্যক্রম শেয়ার করবো।

  • বেশ কয়েকদিন যাবত মনটা খুব বিষন্ন কিছুই ভালো লাগেনা। তাই ভাবিকে নিয়ে বাড়ি থেকে বেশ দূরে স্পেশাল ঝাল মুড়ি ও দই চা খেতে গেলাম।

মানুষ কল্পনা প্রিয়

  • মানুষ কল্পনা প্রিয় কিন্তু কল্পনা বাস্তব আশ্রয়ী।কল্পনার ভিত্তি তাই বাস্তব অভিজ্ঞতা। মানুষের কল্পনা শক্তি কখনো তার অভিজ্ঞতার জগতের বাহিরে যেতে পারে না। আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে মহাবিশ্বকে প্রত্যক্ষ করি।আমাদের এই বিশ্বজগতে, তা সে ক্ষুদ্রই হোক বৃহৎই হোক রয়েছে শুধু রহস্য। ভাবতে অবাক লাগে বিশাল এই বস্তু জগতের মূলে রয়েছে মাত্র চেতনাহীন এই জড় জগতের আবরণ ভেদ করে কি করে প্রাণের আবির্ভাব ঘটেছিল তা আর এক বড় বিস্ময়।

IMG_20240108_162833_933.jpg

  • এবার আমার গল্পই ফিরি।আজ আব্বু আম্মু বাসায় ছিল না দুপুরের রান্না দায়িত্বটা ছিল আমার যেহেতু ভাবি অসুস্থ রান্না করলাম দুপুরে গোসল করলাম খাওয়া-দাওয়া করলাম নামাজ পড়লাম। আমার ছাত্র পড়ে বাসায় গেছে। এখনো মাগরিবের আজান দিতে এক ঘন্টা সময় আছে। ভাবি বলছে একটু ঘুরে আসি আমরা রেডি হলাম। আমি আমার ছেলে আমার চাচতো বোন ভালো। রাস্তায় দাঁড়িয়ে আছি ভ্যান আসলো যেতে ১০ মিনিট সময় লাগলো। যেহেতু আমার বাইরে গিয়ে খাওয়ার অভ্যাসটা নেই।

IMG_20240108_163844_004.jpg

IMG_20240108_163818_592.jpg

  • প্রথমে দেখলাম ভাপা পিটার দোকান। আমি দোকানদারকে বললাম এক একজনের দুইটা করে পিঠা দিতে এক এক পিস ১০ টাকা মননে ভাবছি এর আমার টাকাগুলো নষ্ট করবে বলে আমাকে এখানে নিয়ে আসলো 😅আমি আবার না করতে পারি না ভাবীর আবদার। ভাপা পিঠা খাওয়া শেষ। যেখানে গিয়েছিলাম এখানে আমাদের হাই স্কুল ছিল স্পেশাল দই চা বিক্রি হয় বেশ অনেকবার খেয়েছি খুব সুস্বাদু লাগে ভাবিকে বললাম দই চা খাবা সে তো এক পায়ে খারাপ আমি অর্ডার করে দিলাম তিন কাপ দই চা। দই চা খাওয়া শেষ। তার পাশে বিক্রি হয় খুব সুস্বাদ ঝাল মুড়ি ডিম ভুনা ছোলা ভুনা যেহেতু এগুলো আমার খুব পছন্দ আমিও ভাবিকে নিয়ে গেলাম ভাবিকে বললাম কি কি খাবা। প্রচুর লোক ছিল আমরা প্যাকিং করে বাসায় নিয়ে আসলাম।

IMG_20240108_165205_148.jpg

IMG_20240108_164731_328.jpg

  • বাড়ি ফেরার পথে আমার এক ক্লাসমেটের সাথে দেখা হল। সে আমাদের ক্লাসের ভিতরে ফার্স্ট গার্ল। বেশ বন্ধুত্ব ছিল ভালই।সে জোর করে তাদের বাসায় নিয়ে গেল এখন বর্তমানে সে ঢাকায় পড়াশোনা করে ভোটের কারণে বাসায় আসছে। এখন গল্প করলাম বাসায় আসতে দেবে না থাকার কথা বলছিল। আমি তো বাসায় কাউকে বলে আসিনি। আজান দিবে সেখান থেকে বিদায় নিলাম।

মজার কাহিনী

  • বাসায় কেউ নেই এইজন্য ঘরের গেটে তালা লাগিয়ে আমি ও ভাবি বেড়াতে গিয়েছিলাম। আব্বু ফোন করছে ঘরে তালা মারা তারাও বেশ এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম গাড়ি থেকে নেমে আমার এক দাদী বলছে বাড়ি যাও তোমাদের জন্য লাঠি রেডি করে রেখেছো 😅আমি দোয়া পড়তে পড়তে বাসায় আসলাম। কিন্তু আব্বু আম্মু কিছুই বলল না 😅

IMG_20240108_175619_689.jpg

IMG_20240108_175558_859.jpg

আজকের মতন এখানে শেষ করছি আশা করি সবার ভালো লাগবে সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আমার জন্য দোয়া রাখবেন। আমি সব দিক দিয়ে নিরাশ হয়ে পড়ছি। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 11 months ago 

মাঝেমধ্যে আপনার মত আমিও বিকেলে ঘুরতে যাই। তবে যে যার কাজে ব্যস্ত থাকার কারণে এখন আর সকল বন্ধুদের সাথে বিকেলে দেখা হয় না। আবার একা একা কোথাও হাঁটাচলা করতে গিয়েও মজা পাওয়া যায় না।

সুতরাং কিছু বন্ধুকে মোবাইল কলের মাধ্যমে একত্রিত করেই মাঝেমধ্যে আমি আড্ডা দেই। রক্ষা যে আপনাকে বকা দেয়নি কারণ এক ঘন্টা দাঁড়িয়ে থেকেছে আপনার বাড়ির লোকজন। তবে আপনি সচেতন পরিবারের সদস্য হিসেবেই ঘরটি তালাবদ্ধ করেছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সময় কাটানোর মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর। বাড়িতে কেউ ছিলনা বলে আমি তালা বদ্ধ করে। আমি আর আমার ভাবি ঘুরতে গিয়েছিলাম বেশ মজা করেছি খেয়েছি
আমার কাছে দিনটি অসাধারণ ছিল। টাকা খরচ হয়েছিল আমারই 😅ভাবির কাছে কিপটা শুনতে শুনতে তাকে নিয়ে গেলাম ঘুরতেও খাওয়াতে।

ঝাল মুড়ি তো বুঝলাম কিন্তু দই চা কি জিনিস কোনদিন নামও শুনিনি আর খেয়ে তো দেখিই নি। আব্বুরা সবাই বাইরে দাঁড়িয়ে ছিলেন এক ঘন্টা ধরে আর আপনারা ঘুরতে বেরিয়েছিলেন। লাঠির দুই এক ঘা পড়লে মনে হয় ভালো হতো। সারাটা দিন ধরে ভালোই খাওয়া দাওয়া করেছেন।

এটার নাম অনেকে শুনি দই চা, মূলত এই দোকানের বিক্রি হয়। মিষ্টি দই দিয়ে। গরম পানি দিয়ে সাথে আদা বেশ ভালো লাগে। লাঠির দুই এক ঘা পড়লে মনে হয় ভালো হতো🤣আপনি খুব দুষ্টু লোক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।

 11 months ago 

দই দিয়ে চা বানানো যায় এটা আমি আজকে প্রথম জানলাম। এটা কি টকদই চা না মিষ্টি দই র চা। তবে ভাগ্য ভালো যে বেঁচে গেছেন আপনাদের জন্য আজকে লাঠি নেয়নি। নইলে এক ঘন্টা দরজা দাঁড়িয়ে থাকলে যে কারো মন মেজাজ খারাপ হয়ে যাওয়ার কথা। তবে আপনারা ঘুরেছেন এবং বেশ খাওয়া দাওয়া করেছেন। বেশ মজাই লাগলো আপনার দিনলিপি পড়ে।

হ্যাঁ আপু এটা মিষ্টি দই দিয়ে তৈরি করে। হ্যাঁ আব্বু তো অনেক রাগী বারবার ফোন দিছে। ভয়তে আর ফোন রিসিভ করছে না। তারপরে বাসায় আসলাম। তখন আর কিছু বলো না 😅যদি বকা বকি করতো দুইদিন না খেয়ে থাকতাম,আর কান্না করতাম এই জন্য আমাকে কিছু বলে না। আমাকে কেউ কিছু বল্লে, কান্না চলে আসে, 😐 অসংখ্য ধন্যবাদ

 11 months ago 

বাহ!কি বুদ্ধি!!!😜 বকা দিলে কান্নাকাটি আবার দুইদিন না খেয়ে থাকা। এটাকে বলে বাবার আদরের মেয়ে। খুব ভালো লাগলো ব্যাপার টি। আসলে বাবা মা ততদিন মেয়েদের আদর ও ততদিন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আদরের মেয়ে বলে আজ কপালে দুঃখ বেশি 😅 আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 11 months ago 

আপু আজ আপনার পোষ্ট পড়ে আমারো বাইরে ঘুরতে যেতে মন চাচ্ছে। শীতের এই সময়টায় ভাপা পিঠার কোন তুলনা হয় না। যদিও বাসায় ভাপা পিঠা বানিয়েছে আজ। কিন্তু রাস্তার পাশের দোকানগুলোতে ভাপা পিঠার একটু অন্যরকম স্বাদ হয়।

এছাড়াও আপনি আরো অনেক কিছুই খেয়েছেন আপনার ভাবি সহ। দই চা আমার কাছে নতুন। কখনো খাইনি। নাম শুনেছিলাম মনে হয়। যাইহোক আপনার দিনটি অনেক ভালো কেটেছে দেখে ভালো লাগলো। আপনার আগামী দিনগুলো সুখের হোক সেই কামনা করি। ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দই চা এখানে বিক্রি হয় এটা এখানে অনেক জনপ্রিয় দই চা। হ্যাঁ দোকানের ভালো পিঠাগুলো অনেক সুন্দর লাগে।

 11 months ago 

শীতের সময় রাস্তার পাশে এরকম অনেক ভাপা পিঠার দোকান দেখা যায়। আমি প্রায়ই খাই। এদের নারিকেল টা কাটার ধরণ একটু আলাদা তাই বেশ মজা লাগে তবে এতটাই পাতলা করে বানানো যে খেয়ে পেট ভরে না।

দই চা ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না।

হ্যাঁ একদম ভালো পিঠাগুলো একদম পাতলা এক গালে খাওয়া শেষ পেট ভরে না মন ভরে না 😅উনি স্পেশাল ভাবে দই দিয়ে চা তৈরি করেন। অসংখ্য ধন্যবাদ

 11 months ago 

পারলে এই দই চা এর ফুল রেসিপিটা চুরি করে আমাকে দিবেন। আমিও বানাবো।

🤣ওকে দিবো

 11 months ago 

শীতের দিনে বিকেল বেলা ঘুরতে যাওয়ার তার সঙ্গে গরম গরম ভাপা পিঠা খাওয়া মজাটাই আলাদা। তারপর আপনার এক ক্লাসমেটের সাথে দেখা এবং তার সাথে কিছুক্ষণ কথা বলেন। এবং কিছু কিছু খাবার প্যাকিং করে নিলেন বাসায় বসে খাবেন বলে। তবে আপনারা ঘুরেছেন এবং বেশ খাওয়া দাওয়া করেছেন। বেশ মজাই লাগলো আপনার দিনলিপি পড়ে।থ্যাঙ্ক ইউ

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য গরম গরম ভাবে ফোটা খেতে আসলে অনেক মজা লাগে।হ্যাঁ বাসায় নিয়ে এসে সবাই মিলে খেলাম। মাঝে মাঝে ঘুরতে গেলেও মনটা হালকা হয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.038
BTC 97120.80
ETH 3374.08
USDT 1.00
SBD 3.13