You are viewing a single comment's thread from:

RE: বিকাল বেলায় ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত

in Incredible India11 months ago

দই দিয়ে চা বানানো যায় এটা আমি আজকে প্রথম জানলাম। এটা কি টকদই চা না মিষ্টি দই র চা। তবে ভাগ্য ভালো যে বেঁচে গেছেন আপনাদের জন্য আজকে লাঠি নেয়নি। নইলে এক ঘন্টা দরজা দাঁড়িয়ে থাকলে যে কারো মন মেজাজ খারাপ হয়ে যাওয়ার কথা। তবে আপনারা ঘুরেছেন এবং বেশ খাওয়া দাওয়া করেছেন। বেশ মজাই লাগলো আপনার দিনলিপি পড়ে।

Sort:  

হ্যাঁ আপু এটা মিষ্টি দই দিয়ে তৈরি করে। হ্যাঁ আব্বু তো অনেক রাগী বারবার ফোন দিছে। ভয়তে আর ফোন রিসিভ করছে না। তারপরে বাসায় আসলাম। তখন আর কিছু বলো না 😅যদি বকা বকি করতো দুইদিন না খেয়ে থাকতাম,আর কান্না করতাম এই জন্য আমাকে কিছু বলে না। আমাকে কেউ কিছু বল্লে, কান্না চলে আসে, 😐 অসংখ্য ধন্যবাদ

 11 months ago 

বাহ!কি বুদ্ধি!!!😜 বকা দিলে কান্নাকাটি আবার দুইদিন না খেয়ে থাকা। এটাকে বলে বাবার আদরের মেয়ে। খুব ভালো লাগলো ব্যাপার টি। আসলে বাবা মা ততদিন মেয়েদের আদর ও ততদিন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আদরের মেয়ে বলে আজ কপালে দুঃখ বেশি 😅 আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97128.97
ETH 3358.96
USDT 1.00
SBD 3.18