কল্পনায় জীবনের চিত্রsteemCreated with Sketch.

in Incredible India7 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন।

  • কল্পনায় জীবনের চিত্র

  • কল্পনা মানুষের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য। প্রত্যেক মানুষ কোন কাজ করার পূর্বে এই কাজের সফলতা বিফলতা সম্পর্কে মনে মনে কল্পনা করে থাকে। কল্পনাকে কোন কাজের প্রাথমিক প্রস্তুতি বলা যায়। অর্থাৎ কল্পনা হলো জীবনের ভীষণ বা লক্ষ্য উদ্দেশ্য কে মাথায় রেখে সফলতা অর্জনের পর্যায়ক্রমিক সিঁড়ি। যা মানুষের চিন্তা আর চেতনায় আঘাত করে। তাদের মেধা ও প্রতিভাকে সক্রিয়া সৃজনশীল ও গ্রহণক্ষম,বুদ্ধি সৌন্দর্য ও ব্যবহারিক পর্যায়ে পরিণতি করে।

IMG_20240130_120053_890.jpg

  • কল্পনা মানুষের ভালো গুণ যার কল্পনা শক্তি যত বেশি তার বুদ্ধি তত প্রখর।তাই ছাত্রীদেরকেও কল্পনায় নিজের জীবনের চিত্র অঙ্গন করতে হবে। কল্পনায় আজ এখানে আছি কাল ইনশাল্লাহ ওখানে যাব। এভাবে কল্পনা করে জীবনের সফলতার চিত্র অঙ্কন করে নেওয়া উত্তম। আবশক সতর্ক বাণী হচ্ছে। এই কল্পনার যেন কখনোই এমন না হয় যা বাস্তবে রূপদান অসম্ভব তথা আকাশ কুসুম কল্পনা লাগামহীন কল্পনা অযৌক্তিক কল্পনা যা কখনো আয়ত্তের আসার সম্ভাবনা নেই। এমন কল্পনা রাজ্য প্রবেশ করা বুদ্ধিমানের কাজ নয়।

IMG_20240130_120108_606.jpg

  • হ্যাঁ ছাত্র-ছাত্রীদের জীবনে ভালো ফলাফল অর্জন জীবনের পূর্ণতা আনয়ন। লেখক গবেষক হওয়া একজন বিজ্ঞানী ডাক্তার হওয়া ইত্যাদি কল্পনার রাজ্য প্রবেশ করে। যদি সে অনুযায়ী মনোযোগের সাথে সময়ের প্রতি সদা ব্যবহার করে। লেখাপড়া করা হয় তাহলে এক্ষেত্রে হয়তো তা অর্জন সম্ভব। কল্পনাকে শুধু কল্পনার মধ্যে সীমাবদ্ধ রেখে কোনদিন বাস্তবে ফলাফল আশা করা যায় না। কল্পনার সঙ্গে সঙ্গে বাস্তবেও চেষ্টা করতে হবে। কল্পনার মধ্যেই থাকতে হবে। সেই অনুযায়ী কাজের সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা।

  • এবার পরিকল্পনার ক্ষেত্রেও কথা আছে। পরিকল্পনা করতে গিয়ে আবেগবশত ও লাগাম ছাড়া হওয়া ঠিক হবে না। নিজেদের বিকাশ ঘটানোর লক্ষ্য আল্লাহর কাছে সাহায্য অধিক চর্চা ও চেষ্টার সমন্বয়ে ঘটিয়ে যা নিজেদের আয়তের আছে তা ভবিষ্যতে আনায়ন সম্ভব তার পরিকল্পনা করা উত্তম। যেমন ভালো ছাত্র ছাত্রী হয়ে ভালো ফলাফল অর্জন সম্ভব। আর তাহলে লেখক গবেষক হয়ে জাতির খেদমত করা তাদের জ্ঞান অর্জনের ভূমিকা রাখা শিক্ষক হয়ে ছাত্র-ছাত্রীদের গড়া ডাক্তার হয়ে ধনী-দরিদ্রের চিকিৎসা সেবা দেয়া।

IMG_20240130_114925_064.jpg

  • বিজ্ঞানী হয়ে জীবনের গতিশীলতায় নতুন নতুন আবিষ্কার যোগ করা। ইঞ্জিনিয়ারিং হয়ে দেশের ভৌত অব কাঠামোখা উন্নয়ন করা। সংগঠক বা উদ্যোক্ত হয়ে দেশের শিল্প প্রতিষ্ঠান গড়া ও আর মাধ্যমে কর্মসংস্থা করে দিয়ে দেশ প্রেমিক নাগরিক এবং দেশের সম্পদের পরিণত হওয়া সম্ভব। সেটা বাস্তবে রূপ দিতে গেলে কল্পনা ও সেই অনুযায়ী পরিকল্পনা করে তাহলে তা কখনো বাস্তবে রূপদান করা সম্ভব হবে না। নিজেদেরকে ঘুরিয়ে তাদের সামর্থ্য ও যোগ্যতার অনুযায়ী কল্পনা ও তার ভিত্তিতে। পরিকল্পনা করার চেষ্টা করবেন। নিজেদেরকে সব সময়ই মেধাবী ভাববেন। তাহলে প্রচন্ড আগ্রহ ইচ্ছা জাগবে। মাঝে মধ্যে না পাওয়ার হতাশা নিরাশা বা দুঃখ কষ্ট ও দীর্ঘশ্বাস আসতে পারবে না একজন মানুষের চূড়ান্ত ফলাফল তার ধৈর্য।

আজকের মত এখানে শেষ করছি সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।কোন প্রকার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 7 months ago 

কল্পনা শক্তি থাকা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার তবে তা বাস্তবতার সাথে অবশ্যই সামঞ্জস্য রেখে হতে হবে। আকাশ কুসুম কল্পনা করা উচিৎ নয়।

অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 7 months ago 

আপনার কল্পনার থেকেও বাস্তব জীবন সুখকর হোক। ভালো থাকিবেন।

 7 months ago 

আপনি খুব সুন্দর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন আর পোস্টে ব্যবহার করা ফটোগ্রাফিগুলোও অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 7 months ago 

আপনার জন্যেও শুভকামনা রইল। ভালো থাকবেন।।

This post has been upvoted through -Steemcurator09.



Team Newcomer- Curation Guidelines For January 2024 Curated by - <@goodybest>

Note: Try and engage meaningfully with fellow users, comment and upvote on their post, as this will help you to have good Voting CSI

Join Newcomers' community group 👇

https://discord.com/invite/zPUbmKeV

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

 7 months ago 

ঠিক বলেছেন আপু কল্পনায় মানুষ বেচে থাকার শক্তি যোগায় ৷ কল্পনা ধরে মানুষ এগিয়ে যাওয়া চেষ্টা করে সাফল্যের রাস্তা দেখতে পায় ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনি সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভালো থাকবেন।

 7 months ago 

আপু আপনাকে অনেক ধন্যবাদ শিক্ষনীয় একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য। কল্পনা থেকেই মূলত পরিকল্পনার শুরু। আমরা অনেকেই কল্পনা করতে ভালোবাসি। কিন্তু কল্পনা তো কল্পনাই, বাস্তবে এর ফল পেতে হলে করতে হবে কঠোর পরিশ্রম। আপনি সুন্দর ভাবেই এই জিনিসটি আপনার লিখার মাধ্যমে আমাদের বুঝিয়েছেন।

সব মিলিয়ে আপনার লিখাটি পড়ে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করলাম। এমন তথ্যবহুল পোষ্ট সবসময় আমাদের মাঝে উপস্থাপন করবেন সেই কামনা করি। ভালো থাকবেন। ধন্যবাদ।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। পরবর্তী পোস্টের সুন্দর একটি মন্তব্য পাওয়ার অপেক্ষায় রইলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন।

 7 months ago 

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট শেয়ার করার জন্য।
মাঝে মধ্যে আমরা অনেক কিছু কল্পনা করি করতে করতে একটা সময় এমন পর্যায়ে চলে যায় যে কল্পনাও বাস্তবে পরিণত করা অনেক বড় মুশকিল হয়ে দাঁড়ায় তবে এমন কল্পনা কখনোই করা উচিত নয়।

অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 7 months ago 

স্বপ্ন আর কল্পনা দুটো একই বিষয় মানুষ ভবিষ্যৎ স্বপ্ন দেখে আবার কেউ সামনের দিনটা নিয়ে পরিকল্পনা করে কিভাবে তার দিনটা কাটবে।

ছাত্র-ছাত্রীদের জীবনে ভালো ফলাফল অর্জন জীবনের পূর্ণতা আনয়ন।

ছাত্র-ছাত্রীদের জীবন পরিকল্পনার উত্তম মাধ্যম হলো তার পরীক্ষার ফলাফল যে যত পরিশ্রম করে ফলাফল ভালো করতে পারবে তার সামনের ভবিষ্যৎ কত সুন্দর।

 7 months ago 
  • মনে মনে যেটা কল্পনা করি সেটাকে বাস্তবে রূপ দিতে হলে সে অনুযায়ী কাজ করতে হবে। কাজের ফলশ্রুতিতে এটি পূর্ণতা পাবে। কল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে, যে নির্দিষ্ট জিনিসটি নিয়ে আমরা কল্পনা করি সে অনুযায়ী সঠিক সময় সঠিক কাজ করতে হবে। এই বিষয়টি ইআপনার লেখার মাধ্যমে খুব সুন্দর
    ভাবে উপস্থাপন করেছে। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে ধন্যবাদ আপনাকে।

নিজের কাছে তখন খুবই ভালো লাগে যখন আমার পোস্টটা পড়ে কেউ একজন সুন্দর কমেন্ট করে তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 7 months ago 
  • আসলে ঠিক বলেছেন। প্রতিটা পোস্ট করে অপেক্ষায় থাকি কে কি কমেন্টস করল। কারণ কমেন্টস গুলো আমাকে লিখার গতি কে ত্বরান্বিত করে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। ভালো থাকবেন সবসময় ছেলের খেয়াল রাখবেন।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ আপু আমার বেশ ভালো লাগে আমার প্রত্যেকটা পোস্টে আপনি সুন্দর করে কমেন্ট করেন বলে। 🥰

 7 months ago 
  • আপনার প্রতিটা পোস্টও আমার ভালো লাগে কিছু না কিছু শিখার থাকে মেসেজ থাকে। আমাদের সাথে যুক্ত থাকবেন আর এরকম সুন্দর গঠনমূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59626.66
ETH 2519.04
USDT 1.00
SBD 2.43