You are viewing a single comment's thread from:
RE: প্রথমবার মেট্রো ট্রেন এ উঠলাম
আপনার লেখাটা পড়ে আমার ও প্রথমদিন কলকাতায় মেট্রো চড়ার অভিজ্ঞতার কথা মনে পরলো। ১৯৮৪ সালে ভারতে প্রথম কলকাতায় মেট্রো চালু হয়ে ছিল। আমি ধর্মতলা থেকে নেতাজী ভবন অবধি ভ্রমন করেছিলাম। কলকাতায় এমনি তে খুব যানজট থাকতো তাই মেট্রো চরে খুব দ্রুত গন্তব্যে পৌঁছে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে এই মেট্রোর রুট টালিগঞ্জ থেকে দমদম জংশন অবধি বিস্তৃত হয়। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার মধ্যে দূরত্ব সংক্রান্ত সমস্যা ঘুচে যায়। আনন্দের বিষয় বর্তমানে পূর্ব পশ্চিম করিডোরে মেট্রো যাত্রা ডিসেম্বর ২০২৩ শুরু হবে। মেট্রো এখন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর অবধি ২২ কিঃমিঃ রুটে চলাচল করে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য