You are viewing a single comment's thread from:

RE: Better life with steem || The Diary Game || 18th May, 2024 || Anothet Busy Offday

in Incredible India3 months ago

আমার এক বান্ধবীর স্বামী শুক্র-শনি বারে নিয়মিত রান্না করে এবং বউ বাচ্চাকে কোন কাজ করতে দেয় না। ওর এসব কথা শুনলে আমি ওকে বলি কোথায় এমন স্বামী পাওয়া যায় আমাকে একটু খোঁজ দে। আজকে আপনার ক্ষেত্রেও এ কথাটি প্রযোজ্য। সাধারণত হাজবেন্ডরা সংসারের টুকিটাকি কাজে সহযোগিতা করলেও রান্নাঘর পরিষ্কার করে দেবে এমন স্বামী পাওয়া বড়ই মুশকিল। সে দিক থেকে আপনার গিন্নিকে আমি ভীষণ ভাগ্যবতী বলে মনে করছি।

কমেন্টে অন্য বিষয়ের অবতারণা না করে শুধু এই বিষয়টি এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সব সময় এমন থাকবেন। ভালো থাকবেন।

Sort:  
 3 months ago 

রান্নাঘর আসলে সব সময় গিন্নি পরিসার করে। তবে এরকম ডিম ক্লিন বছরে এক আধবার করা হয়, তখন আমি হেল্প না করলে একা মানুষের পক্ষে তা সম্ভব হয় না।

রাধুনিরা তাদের রান্নাঘর এম্নেই পরিস্কার রাখে,কিন্তু এই রান্নাঘরের একটা অংশ জুড়ে আমার গাছ পালার খাবার, সার, মিডিয়া রয়েছে, তাই আমাকেও এই কাজ করতে হয়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58306.22
ETH 2596.07
USDT 1.00
SBD 2.39