You are viewing a single comment's thread from:

RE: প্রবাস জীবনে মেডিকেল করতে গিয়ে একটু সমস্যা তার মাঝে একটু আনন্দ।

in Incredible India10 months ago

মালয়েশিয়া মেডিকেল করতে গেলে না খেয়ে কেন যেতে হয় সে কারণটি কিন্তু বললেন না। তবে আপনার খালাতো ভাই না খেয়ে থেকে প্রেসার লো হয়ে গিয়েছিল ফলে ভালোই বিপত্তি হলো। অতঃপর আপনারা খেতে গেলেন। নাসি গোরেং খেয়েছিলেন বলে মনে হয়। খুব সুস্বাদু এক খাবার। আপনার লেখার মাধ্যমে মালয়েশিয়ার পরিবেশ ও অনেক কিছু সম্পর্কে আমরা জানতে পারি। এজন্য আপনার পোস্ট আমি নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়ি। খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

Sort:  
 10 months ago 

পুরাতন লোকেরা যতটুকু বলেছিল না খেয়ে গেলে নাকি শরীরের কোন রোগ দেখা দেয় না। কিন্তু ডাক্তার বলছিল খেয়ে আসলে আরো সবচেয়ে ভালো। অনেক মানুষ আছে তার নিজের শরীরের রোগ দেখা দিলে তার মেডিকেল আনফিট হয়ে যাওয়ার ভয়ে না খেয়ে যায়। এবং আমাদের কেউ না খেয়ে যাওয়ার জন্য বলেছিল। অবশ্য আমি টেস্ট মেডিকেল করেছিলাম যদি কোন সমস্যা হয় তাহলে সে সমস্যা টি ঠিক করে যাবো। কিন্তু কোন সমস্যা আমার শরীরে না দেখা দেওয়ার জন্য আমার কোন টেনশন ছিলো না। তবুও কিছু মানুষ বলেছিল না খেয়ে যাওয়ার জন্য তাই না খেয়ে গিয়েছিলাম। আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ।

 10 months ago 

কি আর বলবো বাঙালি যেখানেই যায় বাঙালির আসল রূপ দেখিয়ে দেয় ‌। যদি কোন রোগ থাকে তাহলে তো তার চিকিৎসা করালে ভালো হয়ে যেতে পারে। রোগ ধরা যাওয়ার ভয়ে না খেয়ে টেস্ট করতে যাওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আপনার পোষ্টের মাধ্যমে এই ব্যাপারটি সম্পর্কে আমি জানলাম। খুব ভালো লেগেছে আপনার পোস্টটি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76307.65
ETH 2926.29
USDT 1.00
SBD 2.64