You are viewing a single comment's thread from:

RE: চাঁদের পাহাড় বই রিভিউ

in Incredible Indialast year

চাদের পাহাড় সুন্দর একটি গল্প শেয়ার করেছেন যা পড়ে অনেক ভালো লাগল। চাদের পাহাড় গল্পটি পড়ার সময় বারবার কৈশোরে ফিরে যাচ্ছিলাম। প্রথমবার পড়ার সেই রোমাঞ্চগুলো ফিরে ফিরে আসছিল। একইসাথে পুরোনো সেই নির্মল সুন্দর দিনের আনন্দ, আর সেই দিন হারানোর আফসোস একসাথে মিশে একটা অবর্ণনীয় অনুভূতি হচ্ছিল। এখন লেখার সময় লজ্জা লাগছে হালকা।

চাদের পাহাড় একটা বাঙালি ছেলের গল্প। ছেলেটার নাম শঙ্কর। এই ছেলেটাকে আমরা সবাই চিনি। আমাদের মধ্যে অনেকেই শঙ্করের মাঝে নিজেকে খুঁজে পাবো। আবার না পেলেও আমাদের সবা্রই শঙ্করের মত এক দুজন বন্ধু আছে। বাংলার চিরন্তন পাড়া-গাঁ, সে গাঁয়ের পথ-ঘাট, সেখানকার সহজসরল মানুষজন, খুব চেনা মনে হবে। আমাদের মতই শঙ্করও অনেক স্বপ্ন দেখে, অর্থ সংকটে ভোগে, মাকে নিয়ে খুব দুশ্চিন্তা করে।

বিছানায় শুয়ে আমরা যেমন স্বপ্ন দেখতাম একদিন খুব বড় একটা অ্যাডভেঞ্চারে যাব, বন-বাদারে ঘুরে বেড়াব, হঠাৎ গুপ্তধন খুঁজে পাব। শঙ্করও তেমন স্বপ্ন দেখত। আমাদের সাথে শঙ্করের পার্থক্যটা হল, একদিন শঙ্করের স্বপ্নটা সত্যি হয়ে গেল।

একদিন সব পিছুটান কাটিয়ে শঙ্কর চলে গেল আফ্রিকায়। শুরু হল নতুন জীবন। অনিশ্চিত সে জীবনে অনেক নতুন কিছু শিখল, সেসবের সাথে মানিয়ে নিল, বন্ধুত্ব পেল, ভালোবাসা পেল, ভালোবাসা হারালও। শঙ্কর ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠল। গল্পে আমরা গাঁয়ের ছোট্ট শঙ্করকে বড় হয়ে উঠতে দেখি, হোচট খেয়ে আবার উঠে দাড়াতে দেখি, হাল না-ছাড়ার দৃঢ়তা দেখি। শঙ্করের গল্প আমাদের মাঝে আস্থা জাগায়, ফেলে আসা ভুলগুলোকে ছোট করে দেখতে শেখায়, আবার উঠে দাড়ানোর তাড়না দেয়। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করে আমাদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69812.20
ETH 3376.99
USDT 1.00
SBD 2.78