You are viewing a single comment's thread from:

RE: Blood Donation🩸. রক্তদানে এগিয়ে আসুন।

in Incredible Indialast year

রক্তদান সম্পর্কে গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করার জন্য ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। পোস্ট টা পড়ে অনেক বিষয় জানতে পারলাম।
রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশীকরণের মাধ্যমে ঔষধে পরিণত করা হয়। উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতে এ ধরনের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন। বেশির ভাগ রক্তদাতাই সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান করেন, তবে কিছু মানুষ পেশাদার রক্তদাতা, অর্থাৎ তারা অর্থ বা কোন ভাতার বিনিময়ে রক্তদান করে থাকেন। আবার রক্তদাতা তার ভবিষ্যত প্রয়োজনে রক্ত পেতে পারেন। রক্তদান অপেক্ষাকৃত নিরাপদ, তবে কিছু রক্তদাতার যে জায়গায় সূঁচ প্রবেশ করানো হয় সেখানে কালশিরে পড়ে, আবার কেউ কেউ রক্তদানের পর দুর্বলতা অনুভব করেন। তাই আমাদের সবাই উচিত বিপদে মানুষের পাশে দাড়ানো।পরিশেষে তোমাকে আবার ধন্যবাদ আমাদের মাঝে রক্ত দান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার জন্য ভালো থাকবে।

Sort:  
 last year 

প্রথমেই ধন্যবাদ জানাই আমার এই লেখাটি কাটি পরিপূর্ণভাবে অধ্যায়ন করে সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করার জন্য। আমরা যারা রক্ত সংগ্রহ করি কিংবা যারা রক্ত প্রদান করে অবশ্যই সতর্ক থাকা উচিত প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা এবং সে ব্যক্তি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা, সবদিক বিবেচনা করেই তবেই রক্ত দেওয়া এবং নেয়া হয়ে থাকে।

অনেক জায়গায় বা অনেক দেশে এই কার্যক্রম খুব কম তবে বাংলাদেশের ধীরে ধীরে অগ্রগামী হচ্ছে যুবসমাজ এবং স্বেচ্ছায় রক্ত দিচ্ছে মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছে তারা।

আবারো ধন্যবাদ জানাই আমার এই লেখাটি তে সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60699.39
ETH 2655.06
USDT 1.00
SBD 2.59