You are viewing a single comment's thread from:

RE: “নিমগাছ”

in Incredible Indialast year

আপনি নিম গাছের গুণাগুন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেছেন যা পড়ে খুব ভালো লাগল। নিম গাছ মাঝারি আকৃতির চিরসবুজ বা আধা পাতাঝরা বৃক্ষ।

নিম গাছ একটি আশ্চর্যজনক ভেষজ গুণাগুণ সম্পন্ন মহৌষধি গাছ। নিমের সর্বাধিক গুরুত্ব ভেষজ গাছ হিসেবে। পাশাপাশি কৃষি ফসলের ক্ষেত্রে ওঅন্যান্য ব্যবহার রয়েছে। উন্নত দেশের বিজ্ঞানীরা নিম গাছকে ‘গ্রাম্য চিকিৎসালয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। নিমের শিকড়, বাকল, ডালপালা, পাতা, ফুল, ফল, বীজ ও বীজের তেল ভেষজ গুনাগুণ সম্পন্ন। প্রাচীনকাল থেকে নিম গাছ ভেষজ উপাদান হিসেবে বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহার হয়ে আসছে। নিম ক্যান্সার প্রতিরোধক, জীবাণুনাশক এবং এতে ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী ধর্ম বিদ্যমান থাকায় গাছের বিভিন্ন অংশ কৃমি, চর্মরোগ, চুলকানি, বাতজ্বর, দাঁতের রোগ, মাড়ির রক্তক্ষরণ, আর্সেনিকজনিত ত্বক প্রদাহ, পোড়াজনিত ক্ষত, গুটিবসন্ত, জলবসন্ত, হাম, ফোড়া, কুষ্ঠরোগ, পেটের পীড়া, সর্দি, কাশি, অরুচি, বদহজম, তৃষ্ণা, বমি ও জন্ডিস রোগ নিরাময় করে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে নিম গাছের ওষুধি গুনাগুন সম্পর্কে আলোচনা করার জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54554.44
ETH 2294.74
USDT 1.00
SBD 2.31