You are viewing a single comment's thread from:

RE: পরিবার!!!!!!!

in Incredible Indialast year (edited)

আসলে একটা শিশু প্রথমে পরিবার হতে শিক্ষা নেয়।এজন্য একটি শিশুর প্রথম বিদ্যালয় হলো তার পরিবার। পরিবার পিতা মাতা ও তাদের সন্তান-সন্ততিদের কেন্দ্র করে হতে পারে, দ্বিতীয়ত একসঙ্গে বসবাসরত আত্মীয়-স্বজন সমবায়ে একটি প্রসারিত পরিবারও হতে পারে। তৃতীয় ধরনের পরিবার হলো একটি বৃহৎ সংসার, যেখানে অন্যান্য আত্মীয় ও ছেলেমেয়েদের সঙ্গে কিংবা তাদের ছাড়া অনাত্মীয়রাও যুক্ত হয়। পরিবার প্রায়শ সন্তানসহ বা সন্তানবিহীন এক বা একাধিক দম্পতির ছোট সংসার নিয়ে গঠিত। তাই আমাদের পরিবারের সাথে বসবাস করতে হলে পরিবারের কিছু দায়িত্ব আছে তা পালন করতে হবে। আর একটা মনে রাখতে হবে জীবনের কঠিন মূহুর্তে কেউ পাশে না থাকলে পরিবার পাশে থাকে। তাই আমাদের সবারই পরিবারের সকল লোকের সাথে মিলে মিশে থাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে পরিবার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার জন্য ভালো থাকবেন আপু।
#miwcc

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 60479.65
ETH 2906.15
USDT 1.00
SBD 2.43