কঞ্জুস-নাটক রিভিউ।steemCreated with Sketch.

in Incredible Indialast year (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ইউনিক বিষয় নিয়ে পোস্ট শেয়ার করব, আজকে আপনাদের জন্য একটি নাটক রিভিউ আয়োজন করেছি আশা করি ভালো লাগবে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

IMG_20230518_010003.jpg

নাটক সম্পর্কে মূল্যবান তথ্য

পরিচয়জাতীয়
নামকঞ্জুস
অরিজিনবাংলাদেশী
পরিচালনায় ছিলেনমহিদুল মহিম
অভিনয়েমুশফিক ফারহান,তানজিন তিশা, আরো অনেকে
প্রকাশ৩ জানুয়ারি,২০২৩
সময়৪৯.১৭মিনিট


নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা:

নাটকের নাম শুনেই হয়তো বুঝতে পারছেন কাহিনীটি সেরকম ভিন্ন বিষয়ের নয় কোন স্টোরিকে বেশ করে বানানো হয়নি তবে নাটকের মূল কাহিনীটা মজার ছিল। ফারহান এবং তিশা বিবাহিত দম্পতি এবং তাদের তিনটা সন্তান আছে ফারহান এখানে অত্যন্ত জঘন্য রকমের কিপটামির অভিনয় করেছে এখানে। একটা সিগারেট দুই ভাগ করে খাওয়া থেকে তানজিন তিশার তার বাবার কাছে থেকে টাকা নিয়ে ওই টাকা যাওয়ার সময় গাড়ি ভাড়া দিয়ে এবং বাড়িওলা বাসা ভাড়া নিতে আসার সময় তিশা বাড়িওয়ালার জন্য শরবত বানিয়েছে এবং বাড়িওয়ালাকে খেতে না দিয়ে ফারহান খেয়ে ফেলেছে, ব্রাশ ভেঙ্গে যাওয়া রাতে মম দিয়ে ব্রাশ জোড়া লাগিয়ে তা দিয়ে ব্রাশ করেছে দোকানে কাস্টমারদেরকে চা দেওয়ার সময় ও ফারহান চা কম দিয়েছে।

Screenshot_2023-05-18-01-33-50-28_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-05-25-03-57-34-84.jpg

নাটকের শুরুতে দেখা যায় ফারহান দোকানদার ব্যবসা করে দিনকাল চালায় তিশা মাঝে মাঝে ফারহানের দোকানে গিয়ে তার ব্যবসার কাজে সাহায্য করে এবং তার কাজ আগিয়ে দেয় ফারহান সব জায়গায় কিপটামি করতেই থাকে এবং দোকানে কেউ চা খেতে আসলে চায়ের কাপে অর্ধেক চা দেয় তিশা এগুলো দেখে বিরক্ত হলেও সবকিছুকে মেনে নিয়ে চুপ থাকে।

Screenshot_2023-05-18-01-34-32-78_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ফারহান একদিন দোকান করে বাসায় ফিরে দেখে হঠাৎ নাটকের নায়িকা তানজিম তিশা অসুস্থ হয়ে পড়েন তার পেটে অনেক ব্যথা হয় এবং তাকে নিয়ে ফারহান অনেক দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডঃ জানায় তার জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছে এবং তাকে যত দ্রুত অপারেশন করাতে হবে এবং তা না করলে সেটা ক্যান্সারের দিকে চলে যাবে।

Screenshot_2023-05-18-01-52-04-16_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ফারহানের অভিনয় হিসেবে আমরা সবাই নাটকের শুরু তা দেখেই বুঝতে পারি যে ফারহান এখানেও কিপটামি করতে পারে কিন্তু ফারহান এখানে কিপটামি করে না এলাকার মানুষের কাছে অনেক টাকা পয়সা ধার চায় কিন্তু কেউ তাকে একটুখানি টাকা দিয়েও সাহায্য করে না ফারহান কোন জায়গায় খুঁজে পাচ্ছিল না অতএব শেষমেষ তার দোকানটি বিক্রয় করে ওই বিক্রয় করা টাকা দিয়ে তানজীম তিশার অপারেশন করায় এবং শেষের দিকে তিশার অপারেশন সাকসেসফুল হয় এবং তিশা সুস্থ হয়ে যায়। কিন্তু মজার বিষয় একটা ছিল রিসিপশনে ফারহান টাকা জমা দেওয়ার সময় ১০০০ টাকা জমা কম দিয়ে আসে এই ক্ষেত্রে নার্স এসে আবার তার কাছে ১০০০ টাকা চায়।🤣

Screenshot_2023-05-18-01-57-04-57_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

সবশেষে আমার মতামত:

নাটকের শুরুটা অনেক হাসির হলেও নাটকের মধ্যে অনেক শিক্ষানীয় ব্যাপার ছিল, ফারহান সব বারের মতই একটি চমৎকার অভিনয় করে দেখাতে পেরেছে নাটকের শেষের দিকে কিছুটা কষ্টের ছিল সব মিলিয়ে নাটকটি আমার কাছে বেশ ভালই লেগেছে। আপনারা চাইলে এবং হাতের সময় থাকলে একদিন নাটকটি দেখতে পারেন নাটকটি অথেনটিক গল্প না হলেও একটি সামাজিক গল্প এবং আচরণ তুলে ধরা হয়েছে। যা আমাদের প্রতিটা ঘরের পাশেই এইরকম আচরণ দেখা যায়। আমি ফারহান ও কেয়া পায়েলের একসাথে থাকার নাটক গুলা বেশ পছন্দ করে থাকি ফারহানের নাটক সব বারের মতো আমার বেশ ভালো লেগেছে এবার আমি সব মিলিয়ে নাটকটিকে রেটিং দিচ্ছি ৯/১০

বিদ্র: নাটকটি আমি আমার মত করে মনের ভাষায় বলে আপনাদের মাঝে প্রকাশ করেছি নাটকের যদি কোন ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রথমবার নাটক রিভিউ দিচ্ছি।

আজকের মত এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নাটকটি রিভিউ কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন ফার্স্ট টাইম আপনাদের মাঝে ইউনিক কিছু নিয়ে আসার ট্রাই করেছি ভালো থাকবেন।

🌹আসসালামু আলাইকুম 🌹

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKeeeebwbhCRvt7z5yGoCC6bJ3oFvxAZjr3BLUcohR4dJsAoAogeoSZH35wnQC...Yzsbq93nvkwVNhyYUdcmn8fAybnmKMkyV38qP4Uu7sTvzMkgoATbfFxrCmmJynbJGuGwW3aSKe7Wd1yCjgegWCvLj4ePu9KC1N9VXWnFnk1qbzAFP3HBQiyMwj.gif

cc: @farhan456

Devicename
Android:realme 8
Android version:realme UI 3.0 Android 12
Camera:64MP
Location:Bangladesh-bogura
Short by :screenshot (YouTube)

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Sort:  
Loading...
 last year 

Pienso que mientras citemos las fuentes somos originales al publicar lo que nos gusta, gracias por compartir bendiciones 🌻

 last year 

Thank you

 last year 

Drama is same but we checked besides that all things are perfect and didn't find any problem. This is just a coincidence.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65697.93
ETH 3342.39
USDT 1.00
SBD 2.63