নাটক রিভিউ - কঞ্জুস (১০% টু শাই-ফক্স)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,


আশা করি, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

বেশ অনেকদিন পর গত কিছুদিন আগে ফারহান ভাইয়ের নতুন নাটক এসেছে।যেহেতু ওনার প্রায় সব নাটকই আমি দেখি তাই তার নাটক রিলিজের অপেক্ষায় আমি থাকি সবসময়ই।তো তার লাস্ট যে নাটকটা রিলিজ হয়েছে তার নাম হলো কঞ্জুস।তো সেই নাটকটারই সংক্ষিপ্ত রিভিউ দিতে যাচ্ছি এখন।

Screenshot_2023-01-07-19-24-48-77_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটকটি সম্পর্কে কিছু তথ্য

----------
নামকঞ্জুস
অরিজিনবাংলাদেশী
পরিচালকমহিদুল মহিম
অভিনয়েমুশফিক ফারহান,তানজিন তিশা সহ প্রমুখ
মুক্তি৩ জানুয়ারি,২০২৩
ব্যবধান৪৯.১৭মিনিট

সংক্ষিপ্ত রিভিউ-

নাটকের নাম শুনেই হয়তো বুঝতে পারছেন কাহিনীটা কেমন হতে পারে।নাটকটা ওতো অথেনটিক কোনো স্টোরিকে বেস করে বানানো হয়নি তবে লাস্টে একটা ভালো ম্যাসেজ ছিল।
ফারহান এবং তিশা বিবাহিত এবং তাদের ৩ সন্তান আছে।ফারহান অত্যন্ত জঘন্য রকমের কঞ্জুসের অভিনয় করে এখানে।একটা সিগারেট দুই ভাগ করা থেকে শুরু করে মেয়ের দ্বারা শ্বশুরের থেকে টাকা নিয়ে আবার সেই টাকাই একটু ভাঁজ করে শ্বশুরকে ভ্যান ভাড়ার জন্য দেওয়ার মতো সকল রকমের কাজ সে করে।

Screenshot_2023-01-07-19-25-13-86_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-01-07-19-25-28-65_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

পেশায় ফারহান ছিল একটা দোকানি।মাঝে মাঝে তিশা তার কাজে সাহায্য করতো দোকানে গিয়ে।এভাবেই দুজনের সংসার চলছিলো।কিপটামি করে হলেও দুজন বেশ ভালোভাবেই জীবন পার করছিলো,যদিও তিশাকে অনেক কিছুই মানিয়ে চলতে হতো।

Screenshot_2023-01-07-19-27-27-72_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

একদিন তিশার পেটে অনেক ব্যাথা ওঠে এবং পরবর্তীতে ডক্টরের কাছে গেলে ডক্টর বলেন তিশা জরায়ু ক্যান্সারে আক্রান্ত এবং যত ফাস্ট পসিবল অপারেশন করতে হবে।

Screenshot_2023-01-07-19-28-10-75_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ফারহানের ক্যারেক্টর হিসেবে আমরা ভেবেই নিতে পারি যে সে টাকা বাঁচানোর জন্য অপারেশন করাবেনা।আর এটা ভাবাই স্বাভাবিক ছিল।কিন্তু সে অপারেশন করায় এবং কারো কাছে টাকা ধার না পেয়ে সে নিজের দোকানটাই বিক্রি করে দেয়।পরবর্তীতে তিশা অবশ্য সুস্থ হয়ে ওঠে।

Screenshot_2023-01-07-19-29-04-30_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

আমার মতামত

নাটকটি শুরুতে একটা হাসির হলেও শেষ অংশটা বেশ ইমোশনাল ছিল।যদিও অনেক জায়গায় ওভারে এক্টিং ছিল তবে সব মিলিয়ে নাটকটাকে ৬/১০ দেয়া যায়।

ম্যাসেজঃ
কিপটামি করে টাকা জমিয়ে কখনো সুখ পাওয়া যায়না।সুখ আশেপাশেই থাকে,খুঁজে নিতে হয়।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9GYkLeJnew7bGkZMcQhpUsb9FKBp1Ac9v1VQQgvoikPF8KRCLkW3TPkop1QH...aicMu5N5hPSsE87ct6mzz7fQ271o8NPBM8pSEAcds1Tmns2b9sX7TtXE4zLQjaGRSbaXRGBXjo96fgMESbU8aYA9nyP591uLxXs7AUaBc6WbX6b8xxv23NGgw8.png

আজকের আয়োজন এতোটুকুই।যদি কখনো মন চায় আর হাতে সময় থাকে তাহলে নাটকটা দেখতে পারেন।বিনোদনের পাশাপাশি হয়তো কিছু শিখতেও পারেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

🌼আল্লাহ হাফেজ🌼

Cc. @farhantanvir
Picture source :- taken from youtube as screenshot
Date.07/01/23

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। কিছুদিন আগে একজন এই নাটক রিভিউ দিয়েছিলেন আর আমি তার এই রিভিউ দেখে সাথে সাথেই এই নাটক সম্পূর্ণ দেখেছি। আমার কাছে এই নাটক খুব ভালো লেগেছে। আপনার পোস্টে আবার এই নাটক দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

কিযে আপু,হয়তো আমার চোখে পরেছিলনা তার রিভিউটা। ধন্যবাদ।

 2 years ago 

নাটকের রেটিং পয়েন্ট দেখে মনে হচ্ছে নাটকটি খুব একটা ভালো না। কিন্তু যখন আপনার নাটকটি পড়লাম তখন মনে হল এই নাটকের ভিতরে অনেক শিক্ষনীয় জিনিস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃপণতা।কৃপণতা মানুষকে ধ্বংস করে। কৃপণতা কখনোই সফলতা বয়ে আনতে পারে না। যার প্রমাণ নাটকের শেষে আমরা পেয়েছি।ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য।

 2 years ago 

রেটিংটা কম দিয়েছি মূলত ওভার এক্টিং এর জন্য,এছাড়া সব ভালো ছিল।

 2 years ago 

নাটকটি আমি আজকেই দেখেছিলাম। নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফারহান যদি সে অনেক কিপটা ছিল। কিন্তু সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের দোকান বিক্রি করে দিয়ে স্ত্রীর চিকিৎসা করিয়েছে। এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সবাই আমার মতো মহৎ হতে পারবেনা এটাই স্বাভাবিক। কিপটা না হলে ওর জীবনেও শেফালী মর্জিনা আসতো।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। নাটকটি আমি গত পরশু দেখেছি। বিশেষ করে নাটকের শেষ অংশ আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকের প্রযোজক নাটকটিতে অনেক গুলো বিষয় উপস্থাপন করেছে যা আমাদের বর্তমান সমাজের সাথে মিলে যায়। এই নাটক দেখে কিছু বিষয় শিক্ষনীয় রয়েছে। এত সুন্দর নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

স্বাগতম ভাইয়া,ভালোবাসা নিয়েন।

 2 years ago 

আসলে ফারহান ভাইয়ের সব নাটক আমি ও প্রায় দেখি ৷ এই কঞ্জুস নাটকটিও আমি দেখেছি ৷ বেশ চমৎকার একটি নাটক ৷ আমারও ভালো লেগেছিল এই নাটকটি ৷ যাই হোক আপনি অনেক সুন্দর ভবে নাটকটি রিভিউ করেছেন ৷ ভালো লাগলো আপনার রিভিউ ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

জেনে ভালো লাগলো ভাইয়া,আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59007.15
ETH 2493.89
USDT 1.00
SBD 2.46