মেলায় ঘোরাঘুরির কিছু আনন্দ মুহূর্ত

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে মেলায় ঘোরাঘুরির কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

IMG_20230307_011950.jpg

বয়স বাড়ার সাথে সাথে এবং সময় পরিবর্তনের সাথে আমরা সব সময় পরিবর্তন হওয়ার শিকার হই একটা সময় ছিল বাবা-মা কোনদিন বাসা থেকে বের হতে দিত না শুধু বিকেল বেলা খেলার সময় ছাড় তাও আমরা অনেক কষ্ট করে লুকিয়ে চুপে বাসা থেকে বের হতাম।

তেমনি এক বন্ধ ঘর থেকে বেরিয়ে আসার কাহিনী শেয়ার করবো আজকে আপনাদের মাঝে গত কয়েক যুগ ধরে আমাদের এ শহরে প্রত্যেকটা বছরে এই মেলা হয়ে থাকে মেলাটির নাম মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত প্রদর্শনীয় শিল্প মেলা।

মেলাটি আয়োজন করেছে বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয় মেলাটির আরেকটি অংশ আমাদের বগুড়া জেলার আরেকটা জায়গায় হয়ে থাকে প্রাইভেটলি জায়গাটার নাম জানালাম না।

IMG20230303174648.jpg

এখন আমার বন্ধ ঘর থেকে বেরিয়ে আশা আমার এই ছোট্ট বয়সে ছোট্ট চলাফেরার গল্প জানাবো গত শুক্রবার জুমার নামাজ পড়ে আসার পর আমার এক বন্ধু ফোন করে জানালো আজকে মেলায় যাবি আমার কয়েকটা দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল আসলে যেতে পারিনি আমার নানু অনেক অসুস্থ ছিলেন সেজন্য গত বছরেও আমাদের এখানে মেলা হয়েছিল কিন্তু যেতে পারিনি কোন এক সমস্যার কারণে।

যাক আজ অনেকদিন পর যাওয়ার সুযোগ পেয়েছি সুযোগকে হাতছাড়া না করে আমরা শুক্রবার বিকেলে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য সবাই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে মেলায় প্রবেশ করি মেলাটি আগের থেকে এবার অনেক সুন্দর করেছে।

IMG20230303175747.jpg

মেলায় এবার নাগরদোলা নৌকা ছোট বাচ্চাদের জন্য কিট জন সবকিছুই এসেছে মেলায় এবার অনেক দোকানপাট এসেছে যা গতবারে ছিল না অনেক খাওয়া দাওয়ার দোকান আঙ্কেল আন্টিদের জন্য কাপড়ের দোকান কসমেটিক্স এর দোকান এবং ভেজিটেবল কাটিং মেশিনের দোকান এসেছিল।

আমরা এবার অনেক ঘোরাঘুরি করলাম মেলাটা বেশ বড় ছিল আমার ফ্রেন্ড প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনলো অনেক ঘোরাঘুরি করার পর আমরা ফুচকার দোকানে বসে তিনজন তিনটে ফুচকা খাওয়া-দাওয়া করে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে।

সবশেষে আমরা অনেক আনন্দ উপভোগ করলাম যেটা পোস্টে লিখে বুঝিয়ে বলা যাবে না মেলা জিনিসটা সব সময় বছরে একবার আসে।

আজকের মত এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বগুড়াতে আপনাদের সবাইকে দাওয়াত রইল সবাই আমাদের শহরে ঘুরতে আসবেন।

🌺আসসালামু আলাইকুম🌺

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg5AGi6JHyAxwmCHXKLdxAsYWGpHaDW6c8HYGEuww6XbyXYUpwpQxUUkwJHAb...oJ8TzCheyufTZ2iFnjjq64nv92A1aEKGRzkJB82ydZLnPZZHS3WS7xNA1S7jMiGwUPRbUy7qDMhf7S18GvXuuXENwFEdPj61BFtmUUJM9Zov2AejeTDako485C.png

cc: @farhan456

Devicename
Android:realme 8
Android version:realme UI 3.0 Android 12
Camera:64MP
Location:Bangladesh-bogura
Short by :@farhan456

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

আসলেই আপনি ঠিক বলেছেন।বন্ধুদের সাথে কাটানো আনন্দের মুহূর্ত গুলো। কখনো লিখে প্রকাশ করা যায় না।মনের অনুভূতি কখনো লিখে শেষ করা যায় না।

আপনার পোস্ট পড়েই বোঝা যাচ্ছে আপনি কতটা আনন্দ উপভোগ করেছেন। আপনার বন্ধুদের সাথে মেলা বিভিন্ন জায়গায় ঘুরেছেন। সবাই মিলে খাওয়া-দাওয়া করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই ফটোগ্রাফি পোস্ট, মেলায় ঘুরতে যাওয়ার গল্প। অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 last year 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য

Loading...
 last year 

খুবই ভালো অভিজ্ঞতা শেয়ার করেছেন মেলায় ভ্রমণ করার। আসলে এসব মেলার যাবতীয় বিষয় এখন মুখস্থ আমার, কোথায় কী বসে না বসে, নাগরদোলা, বিভিন্ন রকমের খেলা, ইত্যাদি বিষয়ে জানা হয়প গেছে৷ তাই আর মন চায় না যেতে, বার বার চোখের সামনে ভেসে ওঠে মেলার যাবতীয় স্পট৷ অথচ এই মেলাতে যেতে আমার হেটে যেতেই সর্বোচ্চ ১০ মিনিট লাগে। তবুও যাওয়ার ইচ্ছে এখনো হলে না। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69125.27
ETH 3788.62
USDT 1.00
SBD 3.61