সময়ের অপব্যবহার না করে সময়ের সঠিক ব্যবহার করা উচিত

in Incredible Indialast year

হ্যালো সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি।

hourglass-gec9027489_1280.jpg
Source

আমরা প্রত্যেকে জানি আমাদের জীবনের সময় কতটা গুরুত্বপূর্ণ। কারণ সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না সময় সময়ের গতিতে চলে যায়। কিন্তু আমরা কয়জন পারি এই সময়ের সঠিক ব্যবহার করতে। আমরা অনেকেই এই সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। বেশিরভাগ মানুষেরা সময়ের অপব্যবহার করি। এর ফলে আমাদেরই ক্ষতি হয়।

যেমন আমরা সময়ের কাজ সময়ে করিনা আমরা ভাবি যে এই কাজটা এখন না পরে করব। আজকের যে কাজটা সেই কাজটা আমরা ভাবি যে এখন ভালো লাগছে না অন্য সময় করব। এটাকেই বলে সময়ের অপব্যবহার করা। আমরা যদি আজকের কাজ কালকের জন্য ফেলে না রেখে আজকেই করি তাহলে কিন্তু সময়ের কাজ সময়ে করা হয়। সময়ের সঠিক ব্যবহার করা হয়।

আমরা একটা সময়ে চাইলেও সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। যারা ছোটবেলা থেকেও সময়ের কাজ সঠিক সময়ে করে তারাও কিন্তু একটা সময়ে এই ভুলটা করে ফেলে। মানুষের বয়স যখন ১৮ থেকে ২৫ বছরের মধ্যে থাকে তখন কিন্তু মানুষ অনেক বেশি আনন্দিত থাকে, অনেক বেশি উচ্ছ্বাস দেখায়। এই সময়টাতে মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটে।

এই সময়টাতে মানুষের অনেক বন্ধু-বান্ধব তৈরি হয়। অনেক নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে। এর ফলে মানুষেরই ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় যে খারাপ বন্ধুবান্ধবদের সাথে মিশে তাদের জীবনটা ও খারাপ হয়ে যায়। তারা চাইলেও সেই খারাপ জীবন থেকে সহজে ফিরে আসতে পারে না। আবার অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ে।

man-gefa430c59_1280.jpg
Source

কিন্তু এই সময়টাতে যদি মানুষ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে তাহলে মানুষের জীবন আর নষ্ট হয় না। জীবনে অনেক বড় হতে পারে। এই সময়ে যদি খারাপ বন্ধুবান্ধবদের সাথে না মিশে তাদের সাথে সময় অপচয় না করে নিজের কাজ মনোযোগ দিয়ে করে কিংবা নিজের কাজের ভিতরে থাকে তাহলে কিন্তু মানুষের সময়টা অপচয় হয় না।

লেখাপড়ার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে। আমরা যদি নিজেদের লেখাপড়া সময় থাকতে শেষ করি তাহলে কিন্তু আমাদেরকে আর পরে চিন্তা করা লাগেনা। পরে একসাথে মাথায় অনেক চাপও আসে না। দিনশেষে দেখা যায় যে পরীক্ষার ফলাফলও অনেকটাই ভালো হয়। ঠিক তেমনি নিজেদের কাজ যদি সময়তে সঠিকভাবে করি তাহলে কিন্তু জীবনে অনেক বড় হওয়া সম্ভব।

waiting-g7c7dcc416_1280.jpg
Source

এজন্য বলব সময়ের অপব্যবহার না করে সময়ের কাজ সময় থাকতেই করুন এবং অন্য কেউ সময়ের কাজ সময়তে সঠিকভাবে করার প্রতি আগ্রহী করুন এর ফলে আমাদের সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের প্রত্যেকের ভালো হবে। আমাদের সমাজটা সুন্দর সমাজে পরিণত হবে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখা পোস্টটি করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমার লেখা পোস্টটি আপনাদের ভাল লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কোন ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ

Sort:  
 last year 

মানুষ সময়ের সাথে সাথে বদলায়। আর, সঠিকভাবে জীবন বদলানোর জন্য। সময়ের সঠিক ব্যবহার করা আবশ্যক। কেননা একটা সময় পর আপনি দেখবেন যে, আপনার জীবনে সব আছে। কিন্তু সময় আর নেই। তাই সময়ের মূল্য দিতে শিখতে হবে আমাদের সবাইকে।

আর আপনারা যে কাজটাই করবেন, সেই কাজটা মনোযোগ দিয়ে করুন। কাজের সময় শুধু কাজের প্রতিই ফোকাস করুন৷ অন্যকিছুতে ফোকাস করলেই আপনার সময় নষ্ট হবে। এক মিনিট সময়ও অনেক দামী জিনিস। কাজ শেষ করে আরাম-আয়েশ করুন। পাশাপাশি একই কাজ বারবার করে অভ্যাস তৈরি করুন। অভ্যাস ছাড়া যেকোনো কাজে সময় বাঁচানো কঠিন পদক্ষেপ।সময় বাঁচাতে যেসব কাজ আপনার পরিহার করা উচিত। সময়ের সঠিক ব্যবহার জানলেই হবেনা; পাশাপাশি কি কি কাজ আমাদের সময় নষ্ট করে সেগুলোকে চিহ্নিত করে বর্জন করতে হবে।তাহলে ভবিষ্যতে ভালো কিছু করা যাবে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Loading...

আমরা একটা সময়ে চাইলেও সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। যারা ছোটবেলা থেকেও সময়ের কাজ সঠিক সময়ে করে তারাও কিন্তু একটা সময়ে এই ভুলটা করে ফেলে। মানুষের বয়স যখন ১৮ থেকে ২৫ বছরের মধ্যে থাকে তখন কিন্তু মানুষ অনেক বেশি আনন্দিত থাকে, অনেক বেশি উচ্ছ্বাস দেখায়। এই সময়টাতে মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটে।

আপু আপনার এই পয়েন্টটি আমার জীবনের সাথে একদম মিলে গেল। আমি এই দুই বয়সের মাঝামাঝি সময় এমন কিছু ভুল করেছি আর এত সময় অপচয় করেছি যার মাশুল আমি আজও দিয়ে শেষ করতে পারছি না।

আপনার এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট আমি আরো আশা করি এবং অপেক্ষায় থাকবো।

আমি দোয়া করছি সৃষ্টিকর্তা আপনার মেধা শক্তিকে আরো বাড়িয়ে দিক আপনি যেন আমাদের জন্য আরো কল্যাণকর পোস্ট লিখতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।

 last year 

এই সময়ে এই ভুলগুলো আমরা অনেকেই করে ফেলি যে ভুলের মাশুল আমাদেরকে সারা জীবন ধরে গুনতে হয়। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55