You are viewing a single comment's thread from:
RE: "কথা যত কম বলা যায়, ততই ভালো!"
আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি কথা বলা ভালো কিন্তু এমন কোন কথা বলা ভালো না যে কথা শুনে মানুষ কষ্ট পাবে কথা বললে মন ভালো থাকে নিজের মনে আমরা যখন কথা লুকিয়ে রাখি কারো সাথে শেয়ার করতে পারি না তখন সে কথা গুলো জমতে জমতে আমাদের শরীর অনেক সময় হার্ট অ্যাটাক হতে পারে এবং যারা দেখবেন বা আমি দেখেছি বেশি কথা বলে মানুষের সাথে হেসে খেলে চলে তাদের মন অনেক পরিষ্কার থাকে।
এমন ধরনের কোন কথা বলা যাবে না যাতে নিজের আত্মসম্মান চলে যায় নিজের আত্ম সম্মান বাঁচিয়ে রাখতে গেলে ভেবে চিন্তে কথা বলতে হবে। মানুষের সামনে আমরা যদি বেশি কথা বলে যদি কথার ভেতরে কারোর কষ্ট দেওয়ার কথা না বলি তখন আমার মনে হয় না কোন মানুষ কষ্ট পাবে বা বিরক্তিকর হবে।