Incredible India monthly contest of January #1|Time is the best teacher for all?

in Incredible India10 months ago

Incredible India আবারও আমাদের মাঝে নতুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত এবং আমি চেষ্টা করব এই প্রতিযোগিতায় তিন টি প্রশ্নের সঠিক ভাবে উত্তর দেয়ার জন্য, তাহলে বন্ধুরা দেরি না করে মূল কথায় চলে যাওয়া যাক।

1000020618.jpgPexels

✅Do you believe time is the best teacher? Describe.

আমি অবশ্যই বিশ্বাস করি যে সময় আমাদের অনেক শিক্ষক দিয়ে থাকে, এবং সময় বলে দেয় মানুষের জীবন কি, সময় বলে দেয় কে আপন কে পর, সময় বলে দেয় মানুষ চেষ্টা করলে কতো দূর এগিয়ে যেতে পারে, বন্ধুরা আমরা আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচিত হতে পারি, সব মানুষ কিন্তু আমাদের কে ভালোবাসে না, কিছু মানুষ আসে ভালো সময়ের জন্য, কারণ যে দুই দিন ভালো সময় কাটাতে পারবে তারা সেই দুই দিন আমাদের সাথে সঙ্গী দিয়ে যাবে, আবার কিছু মানুষ আমাদের কাছে সারা জীবন থেকে যায় খারাপ সময় এবং ভালো সময়, যারা আমাদের সত্যিই ভালোবাসে তারা সারা জীবন থেকে যায় কখনো দূরে চলে যায় না।

1000020617.jpgPexels

✅Have you ever gone through any circumstances where you got your answer with time?

আমার জীবনে এমন কিছু ঘটে গিয়েছে যেখান থেকে আমি অনেক কিছু উত্তর খুঁজে পেয়েছি, কিছু কিছু মানুষ এমন সময় এমন কিছু কথা আমাদের বলে রেখেছিলো সেই কথা আজ তারা যদি একটু ভাবে তাহলে বুঝতে পারবে আজ আমরা কোথায় আছি এবং তারা কোথায় আছে।

একটি সময় ছিলো আমাদের তখন পরিবার খুব ভালো ভাবে চলতো না, কিন্তু আমার আপনজন মানুষ আমাদের কে দূরে ঠেলে দিয়েছিল তারা আমাদের সেই বিপদের সময় পাশে এসে ভালোভাবে দাঁড়াতে পারতো কিন্তু তারা যখন জানতে পারে আমাদের এই সমস্যা তখন তারা অনেক কিছু শিখিয়ে গিয়েছিল আমাদের কে।

সালের কথা আমার মনে নেই তবে সেই বিপদের সময় আমার সামনে এখনো ভেসে ওঠে আমার আব্বুর সমস্যা হয়েছিল তখন আমাদের সংসারে মানুষ ছিলো অল্প কিছু বেশি মানুষ থাকার মধ্য আমরা দুই ভাই ছিলাম এবং আমার নিজের চাচা এবং চাচি আমার দাদা দাদির সাথে রাগারাগি করেছিল আমার আব্বু রোজগার করতে পারে না বলে কারণ আমার আব্বুর সমস্যা ছিলো অসুস্থ ছিলো।

তাই তারা সংসার থেকে আলাদা হয়ে যায় এক রাতের মধ্য আমাদের একটি সংসার দুটি সংসার হয়ে যায় কারণ আমার চাচার কোনো সন্তান ছিলো না সেই সময় আমি এবং আমার বড় ভাই সংসারের বাড়টি মানুষ হয়ে গিয়েছিলাম তখন তাই আমার চাচা বলেছিল এই দুইজন মানুষকে কিসের জন্য আমি খেতে দেবো এবং তারা আমার কখনো কাজে আসবে না।

তখন আমার আব্বু অনেক কান্না করেছিল যে ভাইয়ের জন্য সে অনেক কষ্ট করেছে ছোট্ট থেকে সেই ভাই আজ সে অসুস্থ বলে তার ছেলেদের জন্য অনেক কথা বলছে এবং নিজে আলাদা হয়ে যাচ্ছে এই কথা এখনো পর্যন্ত আমার আব্বু নিজের মনের ভেতরে রেখে দিয়েছে কখনো সেই কথা বলতে পারে না তবে আমার আব্বু আমাদের কখনো তাদের সাথে হিংসা করতে শেখায় নাই আমার আব্বু আরো আমাদের কে বলে তোমার চাচা যদি কখনো বিপদে পড়ে এবং তোমাদের কাছে আসে তাহলে অবশ্যই তাকে সহযোগিতা করবা যদি তোমাদের দেয়ার মতো থাকে।

কিন্তু সৃষ্টিকর্তার কি হিসাব এখন আমার চাচা যে কোনো একটি কাজ করতে গেলে আমাদের কে বলে এবং তার ছেলের বাহিরে পাঠানোর জন্য আমাদের কাছে জিজ্ঞাসা করে এবং পাসপোর্ট জমা দিচ্ছে তাও আমাদের কাছে জিজ্ঞাসা করে কারণ এখন তার টাকার প্রয়োজন আছে তবে আমাদের যতটুকু সম্ভব আমরা তাকে দেওয়ার চেষ্টা করব পুরনো কথা আর নিজের মনে কখনো রাখেনি।

1000020616.jpgPexels

✅Do you believe time helps us to identify true friends, relationships, and honest people? Share your experience if any.

অবশ্যই আমি বিশ্বাস করি সময় আমাদের প্রকৃত বন্ধু এবং বিপদের সময় সম্পর্ক এবং সৎ ব্যক্তিদের সনাক্ত করা সম্ভব মানুষের জীবনে খারাপ এবং ভালো সময় দুটো জিনিসই প্রয়োজন আছে কারণ খারাপ সময় না আসলে মানুষ কখনো সৎ লোক এবং প্রকৃত বন্ধু চিনতে সাহায্য করে না যখন আমাদের খারাপ সময় আসে তখন আমাদের আশেপাশে যে মানুষ থাকে তাদেরকে চিনতে সাহায্য করে।

পকেটে অনেক টাকা থাকবে তখন বন্ধুর অভাব হয় না কিন্তু পকেটে যখন টাকা থাকবে না তখন একটি মানুষকেও পাশে খুঁজে পাওয়া যায় না যে মানুষটি পকেটে টাকা না থাকলে পাশে খুঁজে পাওয়া যায় সেই মানুষটি আমাদের আসল বন্ধু।

সে বিপদের সময় টাকা-পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারলেও সে আমার পাশে ছিলো সে সৎ বলে আমার এই দুর্দিনে কোথাও সে যায়নি সে মন থেকে আমাকে ভালোবাসে বলে সে আমার পাশে আছে যে সকল মানুষেরা চলে যায় তারা কখনো আমাকে ভালোবাসিনি তারা শুধু ভালোবেসে ছিলো আমার টাকা পয়সা তারা কখনো সৎ হতে পারে না তারা কখনো বিপদের বন্ধু হতে পারে না।

যাইহোক বন্ধুরা আজ এই প্রতিযোগিতার তিনটি উত্তর আমি দিয়েছি জানি না কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি তবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে এই তিন টি প্রশ্নের উত্তর দেয়ার জন্য এবং সাথে সাথে আমি আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই।
@tanay123
@huraira50
@shohana1

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

@baizid123

Sort:  
 10 months ago 
  • আপনার অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনার মতবাদ ব্যক্ত করার জন্য। সময় হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যা আমাদের প্রতিটা মুহূর্তে শিখিয়ে দেয়া যায়। সাথে সাথেই হোক বা পরমহুর্তে হোক আমরা বুঝতে পারি। কোনটি ভালো কোনটি খারাপ ছিল। সময় বা পরিস্থিতি আমাদের যা শিখাবে অন্যভাবে তা কোনভাবেই শেখা সম্ভব না। আমিও মনে করি সময়ই সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সঠিক শিক্ষাটা সময়ে আমাদের দেন।

My brother your entry is knowledge full about time there is no doubt the most important teacher in the world time and time teach us many things which we can't teach by other teachers because time is not come Back and never come agian in our hand so we all should secure our time and not waste in any cost

Best of luck my brother for contest and I can't wait to participate in this contest

Loading...
 10 months ago 

এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ৷ আপনি এই প্রতিযোগীতায় তিনটি প্রশ্নের উত্তর বেশ সুন্দর ভাবে উল্লেখ করেছেন ৷

যাই হোক আপনার এই প্রতিযোগীতায় সফলতা কামনা করি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আপনি এই প্রতিযোগিতায় তিনটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে ও উপস্থাপনা করেছেন। সময় হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক মানুষ কখন পাশে থাকে কখন দূরে যায় খুবই সুন্দরভাবে বোঝা যায় এই সময়ের ব্যবধানে।এই প্রতিযোগিতা আপনার সাফল্য কামনা করি থ্যাঙ্ক ইউ।

 10 months ago 

আসলে একটা পরিবারে যখন একজন পুরুষ রুজি রোজগার করতে পারে না। তখন সেই পরিবারে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। আপনাদের পরিবারেও ঠিক তেমন হয়েছিল। কিন্তু আপনারা মাত্র দুই ভাই ছিলেন এমনটা করা হয়তো বা মোটেও ঠিক হয়নি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা এখন বর্তমানে বাহিরে আছেন। এবং অনেক টাকা ইনকাম করছেন। সময়টা হয়তোবা চলে গেছে। কিন্তু সময়টার কথা আপনাদের এখনো মনে আছে।

আসলে প্রিয় মানুষগুলোর মুখ আপনি ঠিক তখনই চিনতে পারবেন। যখন আপনি বিপদে পড়বেন। পকেট ভর্তি টাকা নিয়ে যখন তাদের সামনে দাঁড়াবেন। তখন তাদের কাছে ভালোবাসার অভাব হবে না। যখন খালি পকেট নিয়ে তাদের সামনে দাঁড়াবেন। তখন সবাই আপনাকে ধিক্কার দিবে এবং আপনাকে বলবে আপনাকে দিয়ে কিছুই হবে না। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য। ভালো থাকবেন।

 10 months ago 

কমিউনিটি কন্টেস্টে অংশ নেয়ার জন্যে প্রথমেই ধন্যবাদ জানাই। সময় আমাদের প্রকৃত বন্ধু এটা কেউ ই অস্বীকার করতে পারবেন না। ভালো সময় ও খারাপ সময় দুটোই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রকৃত বন্ধু চেনার বেলায়।

 10 months ago 

জি ভাই আমাদের জীবনে খারাপ সময় এবং ভালো সময় দুটোই অনেক গুরুত্বপূর্ণ কারণ ভালো সময় আমরা অনেক বন্ধু খুঁজে পাই কিন্তু খারাপ সময় যে বন্ধুকে আমরা খুঁজে পাই সেই বন্ধু আমাদের প্রকৃত বন্ধু। সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

Both time and the lessons taught are precious and if such proper use should be made while the time is still right. All the best in this contest.

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75924.44
ETH 2901.21
USDT 1.00
SBD 2.67