জীবনে সব সময় যেনো সমস্যা জড়িয়ে আছে।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি খুব বেশি ভালো নেই জানি না কেনো জানি ২-৩ দিন পরপর নিজের শরীরটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক কিছুটা শরীর ভালো থাকবে কিছুটা শরীর খারাপ থাকবে এভাবে চলতে হবে আমাদের। শরীর খারাপ নিয়েও কাজে যেতে হয় আমার। সমস্যাটি হয়েছে এলার্জির সমস্যা। এলার্জির সমস্যার জন্য যে ওষুধ খায় সেটা খেলে শুধু ঘুম আর ঘুম চোখে লেগে থাকে।
মানুষের মুখে শুনেছি এলার্জির সমস্যা দেখা দেয় অনেক ভাবে। কিন্তু আমার যে সমস্যা দেখা দিয়েছে আমি কিছু খেতে পারছি না। আমি পানি খেলেও গায়ে ছোট্ট ছোট্ট কিছু বেরিয়ে আসছে। যেটা প্রচন্ড ভাবে চুলকায় আজ তিন দিন হলো খুব বেশি কিছু খেতে পারছি না। শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে খাওয়া-দাওয়া না করে। বাংলাদেশ থেকে নিয়ে আসা (এলাটন) এলার্জির ঔষধ সেটা খাচ্ছি।
তার পাশাপাশি (ফুলুগাল ) নামের একটি ঔষধ আজ কয়েক দিন ধরে খাচ্ছি। এই ঔষধ খেয়ে খুব বেশি উপকার না পেলেও। অন্য আরেকটি ভাই কি একটি ঔষধ আমাকে দিয়েছিল। যেটা খেয়ে শুধু ঘুম আর ঘুম চোখে লেগে আছে। ঘুম ঘুম চোখ নিয়ে কাজে গেলেও বিপদ কারণ এখান থেকে দুই দিন আগেও একটি সমস্যা হয়। ঘুম ঘুম ভাব নিয়ে কাজ করাটাই আসলে উচিত নয়। মনে করেছিলাম কাজ করতে পারবো তাই কাজ করছিলাম।
কিন্তু ঘুম ঘুম ভাব নিয়ে কাজ করতে গিয়ে গরম পাইবে হাতে লেগে যায়। যার জন্য হাত কিছুটা পুড়ে গিয়েছিল আমার। ঔষধ খেয়ে হাত কিছুটা নরম পড়েছে এবং এই অসুস্থ শরীর নিয়েও কাজ করছি অবশ্যই। কিন্তু সন্ধ্যা হলে সমস্যা গুলো বেশি দেখা দেয়। যাইহোক আজকে সিদ্ধান্ত নিয়েছি গতকাল বাহিরে যাবো। কারণ এলার্জির যে সমস্যা এই সমস্যাটি এখান থেকে কিছু দিন আগে একটি ভাই ক্লিনিকে গিয়ে ঔষধ খেয়ে সেরে গিয়েছে তার।
তাই ভাবছি সেই ডাক্তারের কাছে গিয়ে আমিও দেখাবো অবশ্যই গতকালকে যাবো বিকালে। কারণ গতকাল পাঁচটা পর্যন্ত কাজ করে চলে যেতে পারবো। অবশ্যই কাজ ও এখন একটু কম কাজে খুব বেশি কষ্ট হয় না তাই পাঁচটা পর্যন্ত কাজ করব। আসলে একটি মানুষ অসুস্থ হলে তার অনুভূতিটা কেমন হয় সেটা আমি অনুভব করতে পারি। তার পাশাপাশি বাহিরে যারা থাকে তারা যদি অসুস্থ হয় তাদের কেমন লাগে সেটা আমি জানি।
মাঝে মাঝে ভাবি যারা বছরের পর বছর এই দূর প্রবাসে পার করে গিয়েছে তাদের কেমন লেগেছে। তারা কতোটা কষ্ট এই বিদেশের মাটিতে সহ্য করে গিয়েছে। আসলে টাকার জন্য আজ প্রবাসীরা নিজের জন্মভূমি ছেড়ে বাহিরের দেশে এসেছে। টাকা কামিয়ে ও অনেক মানুষ সুখ পায় না এই বিদেশের মানুষেরা। যাইহোক আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য আমি যেনো খুবই দ্রুত সুস্থ হতে পারি।
কারণ আমার নিজের কাছে এখন অনেক খারাপ লাগে যখন আমি অসুস্থ হয়। তার পাশা পাশি আমি এখন দিন খুব ভালো ভাবে পার করতে পারি না। কেনো জানি কোনো না কোনো ভাবে সমস্যা আমার জীবনে জড়িয়ে আসছে। সেটা হতে পারে মানসিক ভাবে বা শারীরিক ভাবে সমস্যা আমার জীবনে আসবে। আমি একটু ভালোভাবে থাকতে চাই কিন্তু পারছি না। জানি না সামনের দিন গুলো আমার ভালো হবে কি না। তবে ভালো হওয়ার চেষ্টা করছি ভালো ভাবে যেনো দিন গুলো পার করতে পারি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুখ দুঃখ হাসি আনন্দ সুস্থ অসুস্থ এর মধ্যে দিয়ে এই জীবন পরিচালিত হয়। আমাদের মন আছে বলেই তো আমরা দুঃখ পাই আবার শরীর আছে বলেই অসুস্থ হয়। প্রেম প্রতিটা মানুষের শরীরে এলার্জি রয়েছে কম বেশি তবে এই এলার্জি যখন বেশি হয়ে যায় তখন বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়।
কয়েকদিন ধরে কিছু খেতে পারছেন না এজন্য শরীর অনেকটাই দুর্বল তবে আমি বলবো ভাই ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া এটাই উত্তম।
একদম ঠিক কথা বলেছেন ভাই সুখ দুঃখ হাসি নিয়ে আমাদের জীবন সুস্থ অসুস্থ নিয়ে আমাদের জীবন তার মধ্য থেকে আমাদের চলতে হবে। আমি একটি ভালো ডাক্তারের পরামর্শ নিয়েছি এবং বর্তমানে কিছুটা ভালো আছি। এবং যেহেতু আমি বেশ কিছুদিন খাওয়া দাওয়া ভালোভাবে করতে পারি না তাই শরীর দুর্বল এটা আপনারা সবাই অনুভব করতে পারেন যাই হোক সুন্দর মন্তব্য শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
ভালো লাগলো আপনার এই কথা শুনে যে আপনি একটি ভাল ডাক্তার দেখিয়েছেন এবং তার পরামর্শ নিয়ে এখন কিছুটা সুস্থ আছেন। ভালোভাবে খাওয়া দাওয়া করেন শরীরের যত্ন নিন দোয়া করি আল্লাহ সুবহানাতায়ালা সমস্ত রোগ থেকেই যেন সকল প্রবাসীকে দূরে রাখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।
আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি অসুস্থ,, আপনার পোস্টটা সম্পূর্ণ পড়ছিলাম এবং একটা গান মনে পড়ে যাচ্ছিল আমার বারবার,,,।
জীবন মানেই তো যন্ত্রনা,,, বেঁচে থাকতে মনে হয় শেষ হবে না,,৷
তবুও আমরা বেঁচে থাকার জন্য লড়াই করি প্রতিটা মুহূর্ত জীবনটা কে সুন্দরভাবে সাজানোর জন্য সুস্থ থাকার জন্য, জীবনে চলার পথে যত বাধা বিপদ আসুক না কেন আমরা খুব সুন্দর ভাবেই সমাধান করে।। আর তাছাড়া একটা কথা আমি বিশ্বাস করি আল্লাহ যখন আমাদের অনেক বেশি সমস্যা দেয় তখন তার সমাধানটাও বের করে দেয়।
তাই ধৈর্য ধারণ করুন সব সমস্যার সমাধান পাবেন এবং প্রার্থনা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন।
প্রার্থনা করার জন্য ধন্যবাদ আল্লাহ তা'আলা আপনার দোয়া কবুল করুক। আসলে এই গানটা অনেক আগে আমি শুনেছি এবং আজ আপনার কমেন্টের মাধ্যমেও কিছুটা পড়ার সুযোগ হলো। আমিও আপনার সাথে সহমত যখন আল্লাহতালা আমাদের বিপদ বা অসুস্থতা দান করে তখন সুস্থতা এবং সেই বিপদ থেকে উদ্ধার করার পথ দেখিয়ে থাকেন।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনার জন্য।