ইন্দোনেশিয়ার একটি বাচ্চার সাথে কিছুটা সময় পার করার মুহূর্ত।
ইন্দোনেশিয়ার একটি বাচ্চার সাথে কিছুটা সময় পার করার মুহূর্ত। ছোট বাচ্চাদের সাথে সময় কাটানো আসলে একটি আনন্দর বিষয়। এবং এই বাচ্চাটি আমি দেখেছিলাম এখান থেকে ছয় থেকে সাত মাস আগে। কিন্তু আজকে আবারো হঠাৎ করে তার দেখা পেয়ে অনেক ভালো লাগলো। আমরা অন্য আরেকটি প্রজেক্টে কাজ করতাম। সেখানে এই বাচ্চাটি আমি দেখেছিলাম। তারা এখান থেকে ২-৩ দিন আগে আমাদের এই প্রজেক্টে এসেছে।
যাই হোক এই বাচ্চা টির সাথে আজকে কিছুটা সময় পার করে ভালো আনন্দের মুহূর্ত পার করেছি। আজকে আমাদের ছুটির দিন ছিলো। আমাদের এখানে একটু কাজ কম হয়ে গিয়েছে। তাই আমাদের আজ দুই দিন ধরে ছুটি আছে রাতে ঘুম আসছে না। তাই ঘুম থেকে উঠেছিলাম বেলা বারোটার দিকে আজকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন ক্যান্টিনে বসে ছিলাম। তখন দেখতে পেলাম এই বাচ্চাটি অন্য আরেকটি মানুষের সাথে এসেছে ক্যান্টিনে।
বাচ্চাটিকে দেখে আমি অনেক বেশি আনন্দিত ছিলাম। কারণ তার সাথে আমার আগে এক সময় দেখা হয়েছিল। যেহেতু ও এখনো ছোট বাচ্চা সে আমাকে ভালো ভাবে চেনে না। তবে ছোট বাচ্চাটি যে কোনো মানুষের কাছে যায় এটা সত্যি একটি ভালো লাগার বিষয়। যে মানুষটির সাথে এসেছে এ কিন্তু ওর বাবা নয়। বাচ্চাটি ইন্দোনেশিয়ার এবং যে মানুষটির সাথে এসেছে দক্ষিণ আফ্রিকার মানুষ।
বাচ্চাটি যখন প্রথম মালয়েশিয়াতে এসেছিল তার মায়ের সাথে। এবং তার বাবা দীর্ঘদিন যাবত মালয়েশিয়ায় ছিলো মাঝে মধ্যে সে বাড়ি যেতো। বাচ্চা টির মা এবং বাচ্চাটি নিয়ে আসার জন্য চেষ্টা করেছে সে সফল হয়েছিল কিছু দিন আগে। যখন সে বাচ্চা টিকে নিয়ে আসে তখন আমরা সবাই বাচ্চাটি কোলে নিতে চাইতাম কিন্তু সে আসতে চাইত না। কিন্তু এখন এই বাচ্চাটি সবার কোলে আসে যা দেখে আরো ভালো লাগছে। এবং সে যার কাছে যাচ্ছে তার কাছ থেকে আসতে চাচ্ছে না।
এমন ছোট বাচ্চাদের সাথে সময় কাটানো আসলে একটি আনন্দর বিষয়। এবং ইন্দোনেশিয়ার বাচ্চারা দেখতে অনেক কিউট। অবশ্যই আপনার এই বাচ্চাটি দেখে বুঝতে পারছেন তারা কত সুন্দর দেখতে। আসলে এমন ছোট ছোট বাচ্চা দেখতে এবং তাদের সাথে মিশতে ভালো লাগে। আমি আজকে এই বাচ্চাটিকে দেখে অবাক হয়েছিলাম কিছুটা কারণ সবার কাছে এসে যাচ্ছে।
তার মা আগে তাকে নিয়ে প্রথম প্রথম অনেক বিরক্তি বোধ করেছিল। কারণ বাচ্চাটি মায়ের কাছে ছাড়া তার বাবার কাছেও যেতে চাইত না। এখন সেই বাচ্চাটি সবার কাছে আসে এবং তার মা নিজেদের পরিবারের কিছু কাজ করতে পারে। মায়েদের মুখে মুখে রাগ হয় এটা আমরা সবাই জানি। এখানে এসে প্রথম দিন এই বাচ্চাটিকে দেখেছিলাম কিন্তু সেই ভাবে খেয়াল করিনি আমি যাকে দেখেছিলাম সে কি না। কিন্তু আজকে এই বাচ্চাটিকে দেখে বুঝতে পারলাম আমি যাকে ওখানে দেখে এসেছিলাম সেই এই ছোট্ট বাচ্চাটি।
যাহোক বন্ধুরা আমি সত্যি আনন্দিত এই ছোট্ট বাচ্চাটির সাথে কিছুটা সময় পার করতে পেরে এবং তার কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে আরো বেশি আনন্দিত সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.