মালয়েশিয়ার একটি শপিং মলের ১০ টি ছবি।

in Incredible India3 months ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আমি আজ আপনাদের মাঝে মালয়েশিয়ার একটি শপিং মলের দশটি ছবি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি।

1000042130.jpg

1000042131.jpg

1000042132.jpg

1000042133.jpg

1000042134.jpg

1000042135.jpg

1000042136.jpg

1000042137.jpg

1000042138.jpg

1000042139.jpg

মালয়েশিয়ার শপিং মলের নিয়ম গুলো দেখে এবং পরিবেশ গুলো দেখে যে কোন মানুষের কাছে ভালো লাগবে। আমি সন্ধ্যার দিকে এই শপিং মলে গিয়ে ছিলাম। আমার সাথে আরও ছিলো আমার বড় ভাই এবং অন্য আরেকটি ভাই। আমরা যাই মোবাইল ঠিক করতে এবং আমি যাই ঘোরাফেরা করতে।

আমার সাথে যে ভাইটি ছিলো তার ছেলের মোবাইলের সমস্যা জন্য আমরা সেখানে যাই। যেহেতু শপিং মলে অনেক মানুষ আছে। তাই নিজের মোবাইল বের করে ছবি ধারণ করতে প্রথম একটু লজ্জা লাগছিল। কারণ এখান কার মানুষ খুবই কম ছবি ধারণ করে নিজের ছবি অনেক বেশি ধারণ করে।

আমরা লিফটের মাধ্যমে দুই তালার ওপরে গিয়েছিলাম নিচের তলায় ছিলো ভালো ভালো রেস্টুরেন্ট সেখানে অনেক সুন্দর সুন্দর খাদ্য তৈরি হয়। মালয়েশিয়া এবং চিন দেশের মানুষেরা সেখানে রেস্টুরেন্টে বসে খাদ্য খাচ্ছিল। অন্য মানুষ খাদ্য খাচ্ছিল সেই অবস্থায় ছবি ধারণ করা যায় না। তাই আমি সেখান থেকে ছবি না ধারণ করে লিফট থেকে যখন নিচে আসছিলাম তখন ছবি ধারণ করেছিলাম।

এবং চারি পাশে এই শপিং মলের দরজা জানলা গুলো সব গেলাস লাগানো। অনেক মানুষের দোকান আছে যে গুলো শপিং মলের মানুষের হাঁটা চলাচল করার মধ্য পড়ে যায়। এবং বিশেষ করে এই দোকানে মেয়েরা বেশি আছে। মেয়েরা সব চেয়ে দোকানে বেশি বসে এবং তারা বেচাকেনা করে।

আরো আছে সেখানে দুই রিঙ্গিত মার্কেট যে কোন জিনিস দুই রিঙ্গিত করে দাম। আজ সেই দোকানে আমি যাইনি কারণ সেখানে গেলে বিভিন্ন ধরনের জিনিস নেওয়ার জন্য মন চাইবে। আমি রুম থেকে বলে বেরিয়ে ছিলাম আমি আজ কিছু নিয়ে আসবো না। আমাদের যে প্রয়োজন ছিলো সেটা শেষ করে চলে আসব।

আমরা খুঁজতে খুঁজতে মোবাইলে দোকানে চলে যায় যেখানে গেলে আমরা মোবাইল ঠিক করতে পারবো। সেখানে গিয়ে আমাদের মোবাইলটি দেখে বলল কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা মোবাইলটি দোকানে রেখে কিছু সময় অপেক্ষা করছিলাম ঠিক হয়ে যাওয়ার পরে নিয়ে আসার জন্য।

এবং সেই দোকানে আরো মোবাইল আছে বিক্রি করে এবং ঘড়ি মোবাইল আছে। ঘড়ি মোবাইল আমি অনেক দিন আগে ব্যবহার করেছিলাম তাই ঘড়ি মোবাইল দেখছিলাম। সেখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর ঘড়ি মোবাইল আছে। ইচ্ছা আছে একটি ঘড়ি মোবাইল নিয়ে আসার জন্য দেখি বেতন পেলে ঘড়ি মোবাইল নিয়ে আসব।

যাইহোক আমরা সেখানে গিয়ে আরো অনেক সময় ঘোরাফেরা করছিলাম। এবং এই শপিং মলের পরিবেশটা অনেক সুন্দর ছিলো। আপনারা আমার এই ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছেন শপিংমল টি দেখতে কতটা সুন্দর এবং তার পরিবেশ কত সুন্দর।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 3 months ago 

মালয়েশিয়ায় শপিং মল গুলো দেখতে দুর্দান্ত লাগছে। আসলে বিদেশের সব জিনিসগুলোই দেখতে ভালই লাগে। কাছে গিয়ে দেখার সুযোগ হয়ে উঠবে না কোনদিনই তাই আপনার পোস্টের মাধ্যমে মালেশিয়ার শপিংমল দর্শন করলাম। শপিংমল গুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার সুন্দর পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। এই ভাবেই মালেশিয়ার প্রত্যেকটি জিনিস আমাদের মাঝে তুলে ধরুন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104021.29
ETH 3869.26
SBD 3.33