আজকের ফটোগ্রাফি ঘুঘু পাখি

in Incredible Indialast year

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার দিনটি আজ কেমন কাটলো আশা করি আপনার দিনটি আজ খুবই ভালো গিয়েছে আমারও আজ দিনটা খুবই ভালো গিয়েছে তবুও নিজের কাছে একটু খারাপ লেগেছে আজকের ফটোগ্রাফি করতে গিয়ে।
IMG_20230226_113727_1.jpg

IMG_20230226_113806.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid
  • আজকের ফটোগ্রাফি ঘুঘু পাখি।

IMG_20230226_113727_1.jpg

IMG_20230226_113653_1.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

যেকোনো পাখি প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য ঘরে আটকে রাখলে সৌন্দর্য কখনোই বাড়ে না আপনার আমার যেমন একটি জীবন আছে তেমন পাখিদের ও একটি জীবন আছে আমরা শুধু কথা বলতে পারি অবলা পাখি কথা বলতে পারে না বলে তার প্রতি এত অত্যাচার করাটা আমাদের আদৌ ঠিক নয়।

IMG_20230226_113640_1.jpg

IMG_20230226_113624_1.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

আসলে কাল দেখলাম আমাদের রুমের সাইডে কিছু ভাই পাখি ধরে ধরে আটকে রাখে খাঁচার ভেতরে আসলে আমাদের এতটুকু বোঝা উচিত সামান্য আমরা দেশ থেকে বাহিরে এসেছি বলে আমাদের বাবা-মা আমাদের জন্য দিনরাত কাঁদে এবং আমাদের ও বাবা-মার কথা মনে পড়লে খুবই খারাপ লাগে।

IMG_20230226_113634_1.jpg

IMG_20230226_113612_1.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

আর এই অবলা পাখি বন্দি আছে খাচার ভেতরে তার ভেতর দিয়ে কি যাচ্ছে আমাদের বাবা-মার কাছ থেকে আমাদেরকে দূরে রেখে দিলে আমাদের কেমন কষ্ট হয় এতটুকু আমরা যদি এই অবেলা পাখিদের উপরে বুঝতাম তাহলে কখনোই আমরা এই অপরাধটি করতাম না।

IMG_20230226_113708.jpg

IMG_20230226_113624_1.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

যে কোন জিনিসের একটি স্বাধীনতার দরকার আছে সেই স্বাধীনতার ভেতরে তার জীবন যাপন করতে পারে বন্দী জীবনে কখনোই জীবন চলে না নিজেকে সামনে এগোতে গেলে স্বাধীনতার খুবই প্রয়োজন।

অবশ্যই পাখি দের কে ঠিক মতন খাওয়া দাওয়া দেয় তারপরেও পাখিরা ঠিকভাবে খাওয়া দাওয়া করে না আমার নিজের চোখে দেখা আমাদের পৃথিবীতে জেলখানা আছে এই জেলখানায় যদি আমাদেরকে আটকে রাখে তাহলে আমরা কি কখনোই ঠিকভাবে বাঁচতে পারবো পারবোনা ঠিক তেমনভাবে এই পাখিটির সাথে হচ্ছে।

IMG_20230226_113747_1.jpg

IMG_20230226_113634_1.jpg

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid

পাখিদের আপনি ভালোবাসেন সবই ঠিক আছে পাখিদেরকে ভালোবাসা যায় কিন্তু আটকে রেখে কেমন ভালোবাসা আপনি পাখিদের ভালোবাসলে তার স্বাধীনতা দিয়ে ভালোবাসুন কথায় আছে ধরে বেঁধে কখনোই ভালোবাসা হয় না।

এই বিষয়ে আমি অনেক কথাই বলতে পারি কিন্তু বললে অনেক দিক থেকে খারাপ হতে পারে যার কারণে আর কোন কথা না বলেই আজ শেষ করছি যদি আমার কথায় কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year (edited)

পাখিদের চার দেয়ালে ঘিরে ধরে রাখা ঠিক নয়, তারা চায় প্রকৃতির মাঝে স্বাধীন ভাবে উড়তে, গাছের ডালে ডালে, পাতায় পাতায়, ঘুরতে সাচ্ছন্দ্যবোধ করে।

যেহেতু ঘুঘু পাখিকে নিয়ে আপনি আপনার পোস্টে উপস্থাপন করেছেন। সে ক্ষেত্রে আমার মনে পড়া একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে শেয়ার করি। আমাদের বাড়ির পাশে একটা জলপাই গাছ ছিলো, ছোট গাছ, দিনের বেলা দেখতাম ঘুঘু তার বাসা বেধেছে,ধরা একদমই সহজ অনেক কাছে, কিন্তু এটা ভেবে ধরিনি যে এটা আগের ডিম দিক। কয়েকদিন পর যখন দেখলাম কয়েকটা ডিম আছে। তখন ডিম গুলো নেওয়ার খুব শখ হল। তখন শুধু ডিম নয় আগে ওই ঘুঘুকে ধরেছিলাম এবং জবাই করে রান্না করে খাইছিলাম, আমরা ভাই-বোনরা মিলে অনেক আনন্দের সহিত রাতের বেলা রান্না করে খেয়েছিলাম। সেটা আমাদের স্মৃতি হয়ে এখনো আছে।

যাইহোক বিষয়টা আমি ভালো কাজ করিনি, কিন্তু তখন বুঝতাম না ওটা একটা আনন্দ হিসেবে আমি খেয়ে ফেলছিলাম,মা বাবা অনেক নিষেধ করেছিল কিন্তু শুনিনি। এখন বুঝতে পারছি আসলে কাজটা ঠিক করিনি। যাইহোক ভালো লাগলো আপনার পোস্টটি করে ভালো থাকবেন।

 last year (edited)

আমরা আবেগে অনেক কিছুই করে ফেলি পরে সেটি আমাদের অনুতপ্ত করতে হয় সবচেয়ে বড় কথা একটি ভুল করে পরে যদি মনে হয় কাজটি করা আমার ভুল হয়ে গেছে তাহলে সেটিকে ক্ষমা পাওয়া যায়

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আমাদের মানুষের যেমন বেঁচে থাকার জন্য স্বাধীনতার প্রয়োজন।ঠিক তেমনি পাখিদেরও স্বাধীনতার প্রয়োজন। কিন্তু আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে। যারা কিনা পাখিদেরকে লোহার খাঁচায় বন্দি করে রাখে।

তাদেরকে যদি বলা হয় যে এই পাখিগুলোকে কেন লোহার কাছে বন্দী করে রাখা হয়েছে। তখন তারা উত্তর দেয় তারা পাখিগুলো কে অনেক ভালোবাসে। আর তাই তারা পাখিগুলোকে নিজেদের কাছে রাখে।

আপনি যদি পাখিগুলোকে ভালবাসেন, আপনার পাখিগুলোর প্রতি সত্যিই যদি ভালোবাসা থেকে থাকে। তাহলে তাদেরকে স্বাধীনতা দিন। কারণ তারাও এ পৃথিবীতে স্বাধীন ভাবে বসবাস করার অধিকার রাখে। পাখি কেউ ভালোবাসা যায় দূর আকাশে ছেড়ে দিয়েও। তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়।

পাখিদেরকে নিয়ে আপনি অসম্ভব রকম সুন্দর অনেক কথাই বলেছেন। হয়তোবা তার বর্ণনা দিতে গেলে আমার অনেক কথাই লেখা হয়ে যাবে। তাই আর লিখলাম না। খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে তার সাথে ফটোগ্রাফি ও অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 last year (edited)

আপনি অনেক ভালো ভালো কিছু কথা আমার পোষ্টের কমেন্টে জানিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

Loading...

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 71082.84
ETH 3864.32
USDT 1.00
SBD 3.52