বাঙালি হলো ভাতে মাছে বাঙালি। আপনি আজ খুব সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হলে যেটি হলো সরিষা ইলিশ। সরিষা ইলিশ সবার কাছে খুব ফেবারেট একটি খাবার। আপনি শস্য ইলিশ রেসিপি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনার পোস্টে তুলে ধরেছেন। শস্য ইলিশের ফটোগ্রাফি টা খুব লোভনীয় মনে হচ্ছে। আপনার রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর হয়েছে।
থ্যাংক ইউ চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হলেন।
ইলিশ হয়তো এই জন্যই জাতীয় মাছ আপু,যে কম বেশি প্রায় সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে। আর, এই ইলিশ মাছ যেভাবে রান্না করা যায় তাই অনেক ভালো লাগে।