You are viewing a single comment's thread from:
RE: Better Life With Steem || The Diary game || 30December
সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এজন্য সকালবেলা আপনার মনটা ভীষণ খারাপ লাগছিল। এবং ফজরের নামাজ ও আদায় করতে পারেননি। আসলে আমরা যারা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত বাদ গেলে মনটা ভীষণ খারাপ লাগে। তারপর কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকলেন এবং সংসারের কাজে কিছুক্ষণ পর আবার লেগে গেলেন। ব্যাংক থেকে টাকা কিংবা যেকোনো কিছু উত্তোলন করার ক্ষেত্রে নমিনি উঠাতে পারবে যদি সে মৃত্যুবরণ করে। যেহেতু আপনি এখনও নমিনি তার জন্য গহনা গুলো আনতে গেলে ব্যাংকের লোক সবকিছু দেখে শুনে তারপর গহনা গুলো আপনাকে দিবে। এই বিষয় নিয়ে আপনার বোনের ছেলের সাথে কিছুক্ষণ সময় কথা বলেন। কথা বলা শেষ করে তারপর আবার রান্নার কাজে সময় দিলেন।
থ্যাংক ইউ আপনার সারাদিনে দিনের ডেইরি গেম আমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করলেন।
জী আপু আসলে ঠিকই বলেছেন। ফজর নামাজটা মিস হলে খুবই মেজাজ খারাপ লাগে নিজের উপর। বাকি অন্য কোন নামাজ তো সহজে মিস হয় না। আসলে শয়তান আমাদেরকে ভোরবেলা ধোকা দিয়ে ভুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আপনি খুব সুন্দর ভাবে মন্তব্য করেছেন। আমার দিনলিপি যে আপনি পূর্ণ মনোযোগ দিয়ে পড়েছেন তা বোঝা যাচ্ছে। খুব খুশি হলাম আপনার মন্তব্যটি পেয়ে।
বিশেষ করে সকালে যে ঘুমটা ওটা শয়তান দেয় এবং শয়তান চোখের উপর ভর করে। আর সকালবেলা শয়তান আমাদের শরীরের উপর জাল ছিরিয়ে রাখে যেন এই জাল ছেড়ে আমরা উঠতে না পারি আর ফজরের নামাজ না পড়ি। যখন আমরা এই জাল ছিরে উঠি যাই তখন শয়তান পাশে বসে কাঁদতে থাকে। থ্যাঙ্ক ইউ দিদি খুব সুন্দর একটি রিপ্লাই করলেন।