জীবন এক ধারাবাহিক শিক্ষা যাত্রা
![]() |
---|
সবার প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এখন আমার এখানে অনেক রাত্র হয়ে গেছে হয়তোবা আপনারা গতকাল সকালে আমার পোস্টে পরিদর্শন করবেন সে ক্ষেত্রে আপনাদের জন্য রইল শুভ সকাল এবং নতুন একটা দিনের শুভকামনা।
জন্মের পর শিশুটি ধীরে ধীরে তার চারপাশের জগৎ চিনতে শেখে মা-বাবার মুখ চিনে ফেলা হাসা কাঁদা হাঁটা শেখা এই সবই জীবনের প্রথম শিক্ষা এ সময় শিশুরা কিছু না জেনেও অনেক কিছু শিখে ফেলে শুধুমাত্র পর্যবেক্ষণ ও অনুকরণ করে এটাই প্রমাণ করে শেখা কোনও নির্দিষ্ট সময় বা নিয়মের মধ্যে বাঁধা নয়।
বাস্তব জীবনের মুখোমুখি হওয়া যৌবনে মানুষ জীবনের বাস্তব চেহারা দেখতে শুরু করে পড়াশোনার চাপ কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কের জটিলতা স্বপ্ন ও বাস্তবতার সংঘর্ষ সবকিছু মিলিয়ে এই সময়টা সবচেয়ে সঙ্কটময় এই সময় শেখা হয় কীভাবে কঠিন পরিস্থিতি সামাল দিতে হয় কীভাবে ধৈর্য রাখা যায় কীভাবে নিজের সিদ্ধান্তে অটল থাকা যায় এই শিক্ষাগুলো বইতে লেখা থাকে না একমাত্র জীবনই তা শিখিয়ে দেয়।
প্রাপ্তবয়স্ক জীবন সিদ্ধান্ত ও দায়িত্বের শিক্ষা যখন মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নিতে শেখে তখন আসে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় দায়িত্ব ও সিদ্ধান্তের সময় পরিবার গঠন চাকরি ব্যবসা সমাজে ভূমিকা রাখা এসব কিছুই শেখায় কীভাবে একজন মানুষ পরিপক্ব হয় এই সময় ভুল করাও অস্বাভাবিক নয় কিন্তু প্রতিটি ভুল আবার একেকটি শিক্ষার ধাপ।
অনেকেই মনে করেন শিক্ষা মানে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় কিন্তু বাস্তব শিক্ষা তার চেয়েও অনেক বড় জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি ব্যথা প্রতিটি আনন্দ প্রতিটি ভুল সবই আমাদের শেখায় কখনও কখনও একজন রিকশাওয়ালা একজন বৃদ্ধা ঠাকুমা কিংবা রাস্তার পাশে বসে থাকা এক ভিক্ষুক থেকেও এমন কিছু শেখা যায় যা বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানেও শেখানো হয় না।
আমরা প্রায়শই ব্যর্থতাকে খারাপ চোখে দেখি কিন্তু বাস্তবে ব্যর্থতা আমাদের সবচেয়ে বেশি শেখায় সফল হলে মানুষ শুধু আনন্দ পায় কিন্তু ব্যর্থ হলে সে শেখে কীভাবে ভুল থেকে শিক্ষা নিতে হয় কীভাবে আবার উঠে দাঁড়াতে হয় যারা জীবনে বড় হয়েছে তারা সবাই কম বেশি ব্যর্থতার মধ্য দিয়ে গেছে।
জীবন আর শিক্ষা আলাদা নয়। জীবন মানেই শিক্ষা জীবনের প্রতিটি ধাপ প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সম্পর্ক প্রতিটি মুহূর্ত সবই আমাদের নতুন কিছু শেখায় এই শিক্ষা শেষ হয় না যতদিন আমরা বেঁচে থাকি ততদিনই আমরা শিখি তাই বলা যায় জীবন হল শিক্ষার ধারাবাহিকতা যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে।
আজকের দিনে অনেকেই মনে করেন উচ্চ ডিগ্রি বা সার্টিফিকেট থাকলেই একজন মানুষ শিক্ষিত কিন্তু আসলে শিক্ষিত মানে শুধু ডিগ্রিধারী হওয়া নয় একজন প্রকৃত শিক্ষিত মানুষ হলেন তিনি যিনি অন্যকে সম্মান করেন মানবিক গুণাবলি রাখেন দায়িত্বশীল সহানুভূতিশীল এবং আত্মসচেতন।
আমার লেখার ভেতরে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ বোনের খবর সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টে পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের জীবনে শিক্ষার কোন শেষ নেই সেটা আপনি নিঝুম রাতে বসে চিন্তা করুন কিংবা ঘনবসতির মধ্যে বসে চিন্তা করুন একটা মানুষ চাইলে কিন্তু তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা অল্প পরিমাণে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে অনেক কিছু মনে করে আমার কাছে মনে হয় আপনি কি শিক্ষা গ্রহণ করেছেন সেটা যদি সঠিকভাবে সবার সামনে প্রকাশ করতে না পারেন তাহলে আপনার এই শিক্ষার কোন মূল্য নেই।
আমাদের জীবনটা হচ্ছে চলমান নদীর মত যে কোন মুহূর্তেই আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে নদী যেমন চর জাগলে তার পানি শুকিয়ে যায় আমাদের জীবনটাও ঠিক তেমন ক্ষণস্থায়ী জীবনে যে কোন মুহূর্তেই আমাদেরকে চলে যেতে হবে তবে আমার কাছে মনে হয় জীবনে শিক্ষা গ্রহণ করাটা অনেক বেশি প্রয়োজন আপনি আমি কি শিখেছি আসলে আমরা কোন কিছুই শিখতে পারিনি আমাদের জীবনে যেটুকু সময় বাকি আছে সেই সময়টা সঠিকভাবে কাজে লাগানো টা আমাদের প্রয়োজন সেখানে শিক্ষা গ্রহণ করে ভালো কিছু করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অসংখ্য ধন্যবাদ চমৎকার লেখা আমাদের সাথে শেয়ার করার জন্য কারণ আপনার লেখা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে ধন্যবাদ ভালো থাকবেন।