Monthly Singing Contest (Round 2)/ Mother Special// Oi akasher taray taray cover by @roy.sajib

Hello everyone,,
It's monthly singing contest round 2 mother special contest. Thank you @isha.ish for arranging the contest with such a great Theme.
I think it's always special for me to sing a song dedicated to my mom. Hope all of you will enjoy this song.

Here is my participation.

Lyrics:

ঐ আকাশের তারায় তারায়,
চাদের জোছনায়,
ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায়
আমার হৃদয় জুড়ে আছ সৃতির পাতায় পাতায়,
সৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়

আমি খুজেছি তোমায় মা গো,

আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়

কত স্বপ্ন ছিল বুকের ভেতর

তোমায় নিয়ে মা গোও
সেই স্বপ্ন গুলো থমকে আছে
তুমি এসে দেখো

কত স্বপ্ন ছিল বুকের ভেতর

তোমায় নিয়ে মা গোও
সেই স্বপ্ন গুলো থমকে আছে
তুমি এসে দেখো
তোমার ছেলের কাটছে সময় এমন অসহায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়

আজ ইচ্ছে করে তোমার কোলে

একটু মাথা রাখি
এই হৃদয় খানি উজাড় করে
মা বলে ডাকি
আজ ইচ্ছে করে তোমার কোলে
একটু মাথা রাখি
এই হৃদয় খানি উজাড় করে
মা বলে ডাকি
কেমন করে নিরব থাক কোন সে মমতায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়

ঐ আকাশের তারায় তারায়,

চাদের জোছনায়,
ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায়
আমার হৃদয় জুড়ে আছ সৃতির পাতায় পাতায়,
সৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়

আমি খুজেছি তোমায় মা গো,

আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মা গো,
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মা

Thank you all for listening my song. I wish a great success for #monthlysingingcontest.

Stay safe and stay with music 🎶
Happy Steem. 💗

Regards
@roy.sajib

Cc: @steemcurator01 and @steemitblog

Sort:  

Hi dear @roy.sajib, Your participation for the contest #Monthlysingingcontest has been successfully approved.
Beautiful ❤️
Stay safe and stay with music

Dada darun hoyeche

You have been upvoted by @tarpan A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101165.24
ETH 3668.48
USDT 1.00
SBD 3.16