Travel to Matidali area yesterday

in Steem-Travelers2 years ago


ENGLISH



TRAVEL PHOTOGRAPHY



beige_black_and_white_tan_modern_minimalist_fashion_photo_collage_1_.png

Hello friends, I hope you are all well. Today I will present a travel story among you. Went to visit Matidali area of ​​Bogra city. There are several institutional schools and upazila buildings. I will end the travel story of Matidali area by writing about it among you.

20220403_154000.jpg

20220403_154002.jpg

20220403_154004.jpg

My journey has started from Matidali market area. There is Matidali High School here. The school was established and inaugurated in 1970. In that case education is done from sixth class to tenth class. The school has a large field. Next to this school is the house of Mushfiqur Rahman, the most professional cricketer in the world. And his father has become the president of this school. The building is undergoing renovations. Mushfiqur Rahman's father has been cooperating in a very nice way to renovate the school.

20220403_154124.jpg

Now I will tell you about Upazila Parishad. Here is written Upazila Administration, Bogra Sadar Bogra. The Upazila Parishad building of Bogra city is located at Matidali. Here people come to finish their daily activities. Upazila Parishad is located next to Matidali Biman Mor. This time I will write the story by going towards Matidali Biman Mor among you.

20220403_154150.jpg

20220403_154152.jpg

20220403_154200.jpg

This time I have come to the corner. Cars from all over Bangladesh are available at this place 24 hours a day. There is always heavy traffic in this place. In the picture you can see that various types of bus-trucks including autorickshaws and CNG are plying on the road and have become a traffic jam. Traffic police have been deployed here.

20220403_154203.jpg

Some distance away, the plane is surrounded by a grill. That is why this place is called Matidali Biman Mor.

20220403_154218.jpg

20220403_154220.jpg

There is a road from Matidali Biman Junction towards Rangpur. And Dhaka Bypass Road is here. At present two trucks are heading towards the road that you can see. The name of this road is Bogra city second bypass road and this road goes straight to Banani junction. From where Dhaka can be easily reached.

20220403_154224.jpg

Vans and rickshaws are always seen parked in and around the aircraft. Here the police cannot always control. That is why people always stay in this place and there are vans and rickshaws.

20220403_154225.jpg

There is an aircraft in the roundabout. I repeat, the name of the place is Matidali Biman Mor. This place has been named after the place where the aircraft was placed. I am really happy to visit Matidali Biman Mor area of ​​Bogra city and there are many beautiful and attractive buildings around this Matidali. I will write about them later. Stay well everyone stay healthy. Assalamualaikum.



বাংলা



ভ্রমণ ফটোগ্রাফি



beige_black_and_white_tan_modern_minimalist_fashion_photo_collage_1_.png

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের মাঝে আমি আজকে একটি ভ্রমণ গল্প উপস্থাপন করব। বগুড়া শহরের মাটিডালি এলাকায় ভ্রমণ করতে গিয়েছিলাম। সেখানে কয়েকটি প্রতিষ্ঠান স্কুল এবং উপজেলা ভবন রয়েছে। সেসব সম্পর্কে আপনাদের মাঝে লিখে আমি মাটিডালি এলাকার ভ্রমণ গল্প আপনাদের মাঝে শেষ করব।

20220403_154000.jpg

20220403_154002.jpg

20220403_154004.jpg

মাটিডালি বাজার এলাকা থেকে আমার ভ্রমণ শুরু হয়েছে। এখানে মাটিডালি হাইস্কুল রয়েছে। ১৯৭০ সালে স্কুলটি স্থাপন করা হয়েছে এবং উদ্বোধন করা হয়েছে। সেক্ষেত্রে এখানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা হয়। স্কুলের মধ্যে অনেক বড় মাঠ আছে। এই স্কুলের পাশে পৃথিবীর সবচেয়ে প্রফেশনাল ক্রিকেটার মুশফিকুর রহমানের বাড়ি রয়েছে। এবং তার বাবা এই স্কুলের সভাপতি সাহেব হয়ে রয়েছেন। ভবনটিতে নতুন করে সংস্কার কার্যক্রম চলছে। স্কুলটি নিত্য নতুন করে সাজাতে মুশফিকুর রহমানের বাবা খুব সুন্দর ভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

20220403_154124.jpg

এবার আপনাদের মাঝে উপজেলা পরিষদ সম্পর্কে বলব। এখানে লেখা আছে উপজেলা প্রশাসন, বগুড়া সদর বগুড়া। বগুড়া শহরের উপজেলা পরিষদ ভবনটি মাটিডালিতে অবস্থিত। এখানে মানুষের নিত্য প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার জন্য আসে। মাটিডালি বিমান মোড় এর পাশে উপজেলা পরিষদ টি অবস্থিত। এবার আমি আপনাদের মাঝে মাটিডালি বিমান মোড় এর দিকে এগিয়ে গিয়ে গল্পটি লিখব।

20220403_154150.jpg

20220403_154152.jpg

20220403_154200.jpg

এবার আমি মোড়ে চলে এসেছি। সারা বাংলাদেশের গাড়ি এই জায়গাতে 24 ঘন্টা পাওয়া যায়। এই জায়গাতে সব সময় প্রচন্ড যানজট থাকে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অটোরিকশা এবং সিএনজিসহ বিভিন্ন ধরনের বাস-ট্রাক এ রাস্তায় চলাচল করে বর্তমানের যানজটে পরিণত হয়ে আছে। এখানে ট্রাফিক পুলিশ নিয়োগ করা আছে।

20220403_154203.jpg

এখানে কিছু দূরে দেখা যাচ্ছে গ্রিল দিয়ে বিমানটি ঘেরাও করা রয়েছে। এজন্য এই জায়গাটির নাম মাটিডালি বিমান মোড়।

20220403_154218.jpg

20220403_154220.jpg

মাটিডালি বিমান মোড় থেকে রংপুর দিকে একটা রাস্তা গিয়েছে। এবং ঢাকা বাইপাস রোড এখানে আছে। বর্তমানে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে দিকে দুটি ট্রাক যাচ্ছে। এ রাস্তাটির নাম হচ্ছে বগুড়া শহর দ্বিতীয় বাইপাস সড়ক এবং এ রাস্তাটি সোজা বনানী মোড়ে গিয়েছে। যেখান থেকে ঢাকা খুবই সহজে যাওয়া যায়।

20220403_154224.jpg

বিমানের আশেপাশে এবং গোলচত্বরে সবসময় ভ্যান ও রিকশা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখানে পুলিশ সবসময় নিয়ন্ত্রণে রাখতে পারেনা। এজন্য এই জায়গাতে মানুষজন সবসময় থাকে ও ভ্যান-রিকশা থাকে।

20220403_154225.jpg

গোলচত্বরে একটি বিমান রাখা আছে। আমি আবারো বলছি জায়গাটির নাম মাটিডালি বিমান মোড়। ঠিক এই বিমানটি রাখার কারণে এই জায়গাটির নামকরন বিমান মোড় করা হয়েছে। বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় ভ্রমণ করে আমি সত্যিই আনন্দিত এবং এই মাটিডালি আশেপাশে অনেক সুন্দর সুন্দর আকর্ষনীয় ভবন রয়েছে। পরবর্তীতে অবশ্যই আপনাদের মাঝে আমি সেইসব সম্পর্কে লিখব। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামুয়ালাইকুম।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room & canva.com

Sort:  
 2 years ago 

Hi friend.

Plagiarism-freeYES ✅
#steemexclusiveYES ✅
#club5050NO ❌
Verified userYES ✅
Bot-freeYES ✅

@tipu curate

;)

--
This is a manual curation from the @tipU Curation Project.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63191.06
ETH 2551.41
USDT 1.00
SBD 2.65