শরীর সুস্থ রাখার জন্য খাবারের কিছু নিয়ম

শরীর সুস্থ রাখার জন্য খাবারের কিছু নিয়ম 

আমাদের দেশের বেশিভাগ মানুষ খাবারের কারণে অসুস্ততাই ভুগতেছে । বেশিভাগ মানুষ প্রচণ্ড মাত্রাই খাওয়াদাওয়া করে । কিন্তু প্রয়োজনের অতিরিক্ত খাওয়াদাওয়া করা কখনও ঠিক নই । অনেকে আছে বিয়া বাড়িতে ধুমছে খাই । কিন্তু পড়ে দেখা যাই এই খাওয়ার কারনে তার শরীর অসুস্ত হইয়া গেছে । মানুষ যদি ঠিক মত সঠিক পরিমান খাওয়াদাওয়া করে সে সব সময় সুস্ত থাকবে । মানুষ এই খাবারের জন্য সুস্ত থাকে আবার এই খাবারের জন্য অসুস্ত হইয়া পড়ে । অনেক পরিবার আছে তাদের খাবারে প্রচণ্ড তেল ব্যবহার করে । কিন্তু খাবারে অতিরিক্ত তেল ব্যবহার করে খাওয়া ঠিক নই । বর্তমানে দেখা গেছে আমাদের দেশে রোগের প্রধান কারন হচ্ছে তেল । খাবারে অতিরিক্ত তেল খাইলে রক্তে চব্রি হয়। শ্বাস কষ্ট হয় । এমন আস্তে আস্তে অনেক রোগের লক্ষন দেখা যাই । 

image source

সবজি খাওয়ার উপকারিতা 

মানুষের সুস্ত জীবনকে আরও সুস্ত রাখতে সবজি খাওয়ার গুরুত্ব অনেক । মানুষ যদি নিয়মিত খাবার হিসাবে সবজি খাই । তাহলে শরীর অনেক ভাল থাকবে । শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃ্দ্ধি পাবে । শরীর ভেঙ্ঘে পড়বে না । চেহারাই উজ্ঝল্লো বৃ্দ্ধি পাবে । আপনি প্রত্যেক দিন আপনার খাবারের মেনুতে নানান রকমের সবজি রাখতে পারেন । সবজি খাইলে আপনার খাবারের রুচি ও ঠিক থাকবে । দেহ গঠনের জন্য সাহায্য করবে । সবজি তে সব রকমের ভিটামিন আছে , সুতরাং আপনার কখনও ভিটামিনের অভাব পড়বে না । প্রত্যেক দিন আপনার খাবারের সাথে সবজি রাখুন । 

image source

আমিষ খাওয়ার গুরুত্ব 

মানুষের সুস্ত ও স্বাভাবিক জীবনে খাবার মেনুতে আমিষ খাওয়ার গুরুত্ব আছে । এই জন্য মাঝে  মাঝে আমিষ খাওয়ার প্রয়োজন । কিন্তু আমাদের দেশে আমিষের অনেক মূল্য । এই জন্য গরিব দারিদ্র বাক্তিরা নিয়মিত আমিষ খেতে পারে না । কিন্তু গরিবের জন্য মসূরীর ডাউল কে গরিবের আমিষ বলা হয় । আমিষ মানুষের দেহে সব রকমের পুষ্টি যোগাতে সাহায্য করে । মানুষের ব্রাইন ঠিক রাখতে আমিষ সাহায্য করে । এমন অনেক কারন আছে যা আমিষ সম্পূর্ণ করে থাকে । সুতরাং মাঝে মাঝে আমিষ খাওয়া প্রয়োজন । 

Sort:  

Congratulations @salahuddinkhan! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

Award for the total payout received
Award for the number of upvotes received

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @steemitboard:

SteemitBoard Ranking update - Resteem and Resteemed added

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 64359.49
ETH 2619.41
USDT 1.00
SBD 2.83