গ্যালাক্সি কি এবং মহাকাশের গ্যালাক্সি সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হল | What is galaxy and space galaxy are discussed in detail. | P-B

in #galaxy7 years ago (edited)

হ্যালো বন্ধুরা, শুভ বিকাল । কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন । আমিও ভাল আছি। গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম গ্যালাক্সি এবং এর ভূমিকা সম্পর্কে । এখন আমি আপনাদের সামনে আলোচনা করব গ্যালাক্সি মূলত জিনিসটা কি এবং গ্যালাক্সি সৃষ্টি হয়েছে কিভাবে এবং এগুলো ভবিষ্যতে কি হবে ,কোথায় যাবে, না শুন্যে হারিয়ে যাবে ! এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব ।

মিলকিওয়ে মধ্য স্থান হতে আমাদের সৌরজগতের দূরত্ব প্রায় 25 হাজার আলোকবর্ষ , অর্থাৎ বলা যায় প্রায় আলো 25 হাজার বৎসর তার গতিতে চলতে থাকলে এ অবস্থায় পৌছাবে । আমাদের পাশে রয়েছে নানা রকম নক্ষত্র এবং প্রক্সিমা এগুলোর কিছু কিছু নাম হল আলফা সেন্টরাই ,রোজ, ভেগা ,আরো অনেক গ্যালাক্সি । অনেকগুলো গ্যালাক্সি মিলে তৈরি হয় একটা ক্লাস্টার এবং 11 ক্লাস্টারের মধ্যেই আবার হাজার হাজার গ্যালাক্সি থাকে । একটি ক্লাস্টার টু এর আয়তন প্রায় 10 মিলিয়ন আলোকবর্ষ সুপার ক্লাস্টার।

গ্যালাক্সি 11 আছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এবং বৈচিত্র গ্যালাক্সি সাধারনত দুই রকম হয় । গ্যালাক্সি স্পাইরাল এবং ডিম্বাকৃতির হয়ে থাকে। পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরে তেমনি সূর্য গ্যালাক্সি চারিপাশে ঘোরে আবার গ্যালাক্সি নভোমন্ডলে চারদিকে ঘোরে। এভাবেই ঘুরতে ঘুরতে চলে আসছে। সকল স্পাইরাল গ্যালাক্সী খুবই আস্তে আস্তে ঘুরে । সম্পূর্ণ একবার ঘুরে আসতে সময় লাগে 300 মিলিয়ন আলোকবর্ষ অর্থাৎ প্রায় 3 লাখ আলোকবর্ষ সমান । গ্যালাক্সি অনেক শক্তি নিঃসরণ করে এসব শক্তি থেকে এগুলো বিভিন্ন এক্সরে রশ্মি আলোক তরঙ্গ এবং অন্যান্য তরঙ্গের রূপে পতিত হয়।

যদি বলা হয় গ্যালাক্সি কোথা থেকে এসেছে এবং এগুলো কোথায় যাবে তাহলে বলা যায় বিভিন্ন রকম থিওরি আছে। এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানারকম মতবিরোধ রয়েছে, তবে এখানে দুইটি থিওরি প্রধান রূপে প্রতীয়মান হয় একটা হল bottom-up অর্থাৎ নিজ থেকে উপরে থিওরি একটা হল টপ ডাউন অর্থাৎ উপর থেকে নিচে থিওরি অনুসারে প্রথমে তৈরি হয়েছে তারপরে গ্যালাক্সি তৈরি হয়েছে।

আর টপ ডাউন থিওরি অনুসারে বড় বড় ক্লাসটা তৈরি হয়েছে তার ভিতরে গ্যালাক্সিগুলো তৈরি হয়েছে এবং পরে নক্ষত্র গ্রহ উপগ্রহ আর এ দুটি সিউড়ি থেকে বিভিন্ন সিউড়ি নতুন করে বের হয়েছে ।

সুতরাং গ্যালাক্সি জন্ম-মৃত্যু সব কিছুই আছে । গ্যালাক্সি ধ্বংস হওয়ার পর ওই গ্যালাক্সি আসছে নতুন আরেকটি গ্যালাক্সি তে রূপান্তরিত হয় । একটা থেকে আরেকটা রূপান্তরিত হয় তবে এর মধ্যে অনেক রহস্য রয়ে গেছে যেগুলো বিজ্ঞানের চেষ্টা করতেছে।

বন্ধুরা গ্যালাক্সি সম্পর্কে আজকে দ্বিতীয় পর্ব শেষ করলাম । তবে হ্যাঁ এখানেই শেষ না আমাদের সাথে থাকুন আরো নতুন নতুন বিষয় জানতে পারবেন ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Photos are taken from https://www.pexels.com

Sort:  

You got a 10.74% upvote from @booster courtesy of @darkline!

NEW FEATURE:

You can earn a passive income from our service by delegating your stake in SteemPower to @booster. We'll be sharing 100% Liquid tokens automatically between all our delegators every time a wallet has accumulated 1K STEEM or SBD.
Quick Delegation: 1000| 2500 | 5000 | 10000 | 20000 | 50000

To listen to the audio version of this article click on the play image.

Brought to you by @tts. If you find it useful please consider upvoting this reply.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 115668.53
ETH 4464.03
SBD 0.86