শুক্রবারের স্পেশাল
প্রতিদিনের চেয়ে আজ ঘুম থেকে একটু দেরিতে উঠবেন। এটাই স্বাভাবিক। কিন্তু সেটা না করাই ভালো। কারণ, অন্যদিন কষ্ট পেতে হবে।
১। রুম মেটের আশায় বসে না থেকে নিজেই রুম ঝাড়ু দিয়ে ভেজা ন্যকড়া নিয়ে মুছে নিন। পারলে একটু ডেটল/স্যাভলন মিশিয়ে নিন।
২। নিজেদের ওয়াশরুম/টয়লেট নিজেই পরিষ্কার করে ফেলুন।
কাপড় ধোবার টিপস্:
৩। মোটা কাপড়-চোপড় গুড়ো সাবানে ভিজিয়ে রাখুন
৪। কখনই রঙ্গীন কাপড় ও সাদা কাপড় এক সাথে মিশাবেন না
৫। সাদা কাপড় আলাদা পাত্রে ভিজিয়ে রাখুন
৬। পাতলা কাপড় গুড়ো সাবানে না মিশিয়ে সাবান দিয়ে ধুতে পারেন
৭। শার্টের কলার, হাতার নিচের অংশ মুচড়িয়ে ধুবেন না।
ইস্ত্রি করা কাপড় ধোওয়ার টিপস:
৮। সাধারণ ভাবে পরিষ্কার করে না চিপে ঝেড়ে হ্যাঙ্গারে রোদে শুকাতে দিন
৯। হাতের নখ ও অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করুন
১০। রুমমেটের যেকোন জিনিস (সাবান, শ্যাম্পু, টুথ পেস্ট, সেভিং ক্রিম, জুতো-সেন্ডেল, পারফিউম, আয়না-চিরুনি, লিপ জেল, লোশন ইত্যাদি) ব্যবহার করা হতে বিরত থাকুন।
১১। প্রতিদিন রুমমেটের একটা প্রশংসা করুন।
যেমন:
★ আপনার হাসিটা দারুন সুন্দর; ঠিক গ্লুকোজের মতো সাদা মনের হাসি
★ আপনাকে সাদা শার্ট পরে অনেক হ্যান্ডসাম লাগে।
★ আপনার দাঁতের গঠন অনেক সুন্দর
★ আপনার চুলের মডেল অনেক ভালো লাগে
★ আপনি দেখতে অনেক সুন্দর ইত্যাদি
১২। নিজের জুতো নিজেই কালি করুন
১৪। পাশাপাশি মা-বাবাকে সময় দিন
১৫। আগামী সপ্তাহে কতটা চাকরির আবেদন করবেন সেটা চিন্তা করুন
Image and post credit : My linkedIn contact
我不懂中文
ha ha ha
Congratulations @shohana! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of posts published
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP