entertainment joke

in #entertainment6 years ago
  1. চণ্ড অলস এক লোক বড়শিতে মাছ তুলে বসে আছে। পাশ দিয়ে একজনকে যেতে দেখে কোমল স্বরে বললেন,
    ভাই মাছটা একটু খুলে দেবেন? একটু বিরক্ত হয়েও মাছটা খুলে দিলেন লোকটি। তারপর বললেন, এত অলস আপনি!
    এক কাজ করেন- একটা বিয়ে করেন। ছেলেপেলে হলে আপনাকে কাজে সাহায্য করতে পারবে।
    উত্তর এলোঃ ভাই, আপনার জানাশোনা কোনো গর্ভবতী মেয়ে আছে?

  2. টিংকু : মা মা, প্রেগন্যান্ট কি??
    মা (খুব রেগে গিয়ে) : যা এখান
    থেকে ফাজিল…টিংকু ভাবল প্রেগন্যান্ট অর্থ রাগ
    করা। এরপর দিন টিংকু স্কুল থেকে বাসায় আসার সময় তার ক্লাসের
    একটি মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিল।
    মেয়েটির মা (খুব রেগে গিয়ে) :
    ফাজিল, বাঁদরামি কর? দেব এক চড়!
    টিংকু (খুব অবাক হয়ে) : আরে………।
    যা কিছু ঘটেছে আপনার মেয়ের সাথে ঘটেছে, প্রেগন্যান্ট হবে আপনার মেয়ে! আপনি কেন
    প্রেগন্যান্ট হলেন??
    8TxKke4nc.jpg

  3. বাসর রাতে স্বামী তাঁর বউয়ের চোখে বারবার চুমু দিচ্ছে…এতে বউ খানিকটা বিব্রত হয়ে স্বামীকে জিজ্ঞাসা করলো…
    বউঃ “আচ্ছা, সত্যি বলতো বারবার এতো চোখে চুমু দিচ্ছ কেন?”
    স্বামীঃ “তোমার চোখ হলো আমার কাছে ভালোবাসার বই, যতই দেখি ততবার শুধু পাঠ করতে মন চায়”
    বউঃ “নিচে লাইব্রেরীতে আগুন জ্বলছে,আর
    তুমি বই নিয়ে ব্যস্ত” !!!

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 60771.43
ETH 3271.80
USDT 1.00
SBD 2.44