আর্ট-রং তুলিতে আকাশের সৌন্দর্য||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। যদিও এখন তেমন একটা পেইন্টিং করা হয় না। তবুও মাঝে মাঝে পেইন্টিং করার চেষ্টা করি। যেহেতু কয়েকদিন থেকে জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে অবস্থা একেবারে খারাপ তবুও কোন রকমে একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


রং তুলিতে আকাশের সৌন্দর্য:

IMG_20240419_130115.jpg
Device-OPPO-A15


রং তুলির ছোঁয়ায় আকাশের পেইন্টিং করতে আমার বেশ ভালো লেগেছে। কিন্তু অসুস্থতার সময়গুলোতে কোন কিছুতে মন বসানো অনেক কঠিন হয়ে যায়। আর কোন কিছু মনোযোগ দিয়ে না করলে বারবার এলোমেলো হয়ে যায়। আমিও ঠিক ভাবে পেইন্টিং করতে পারছিলাম না। যেভাবে চেয়েছিলাম সেভাবে উপস্থাপন করতে পারিনি। আসলে অনেক সময় ইচ্ছে করলেও আর কোন কিছু সুন্দর করে তৈরি করা সম্ভব হয় না। তবুও রং তুলিতে আকাশের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। আর আকাশের অপরূপ সৌন্দর্য সবার ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রং তুলিতে আকাশের সৌন্দর্য পেইন্টিং করেছি এবং কি কি ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20240418120807.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240418121126.jpg
Device-OPPO-A15
IMG20240418121241.jpg
Device-OPPO-A15


রং তুলিতে আকাশে সৌন্দর্য পেইন্টিং করার জন্য প্রথমে সুন্দর করে নীল রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240418121329.jpg
Device-OPPO-A15
IMG20240418121547.jpg
Device-OPPO-A15


এবার আকাশে সাদা মেঘের ভেলা তৈরি করার জন্য সাদা রঙের ব্যবহার করেছি। বিভিন্ন অংশে সাদা রঙের ব্যবহার করেছি।


ধাপ-৩

IMG20240418121707.jpg
Device-OPPO-A15
IMG20240418121743.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে আরো কিছু অংশে সাদা রঙের ব্যবহার করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20240418121918.jpg
Device-OPPO-A15
IMG20240418122051.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর একটি সূর্য অঙ্কন করার চেষ্টা করেছি। এখানে আমি সাদা রংয়ের ব্যবহার করেছি।


ধাপ-৫

IMG20240418122400.jpg
Device-OPPO-A15
IMG20240418122514.jpg
Device-OPPO-A15


সূর্য অঙ্কন করা হয়ে গেলে এবার সূর্যের চারপাশের কিরণগুলো সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20240418122641.jpg
Device-OPPO-A15
IMG20240418122822.jpg
Device-OPPO-A15


চারপাশের সৌন্দর্য আরো বেশি সুন্দর করার জন্য রঙের ব্যবহার করেছি। এরপর কালো কলম দিয়ে কিছু গাছের ডালপালা অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240418123022.jpg
Device-OPPO-A15
IMG20240418123130.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু ডালপালা অঙ্কন করেছি। এরপর কিছু পাতা অঙ্কো করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20240418123357.jpg
Device-OPPO-A15
IMG20240418123803.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু পাতা এবং ডালপালা অঙ্কন করে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20240419_131518.jpg
Device-OPPO-A15


এভাবে বিভিন্ন অংশের কাজগুলো করে আমার এই পেইন্টিং সুন্দরভাবে শেষ করেছি। আর সুন্দর তুলে ধরার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20240419_130224.jpg
Device-OPPO-A15


আকাশের অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। নীল আকাশে সাদা মেঘের ভেলা আমার বেশ পছন্দের। তাইতো আমি নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা অঙ্কন করার চেষ্টা করেছি। আর সেই সুন্দর প্রতিচ্ছবি রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যারা আকাশ পছন্দ করেন তারা হয়তো বুঝতে পারবেন আকাশের সৌন্দর্য সত্যি অনেক বেশি। তাইতো আমি নিজের মতো করে সাদা মেঘের ভেলা আর নীল আকাশের অপরূপ সৌন্দর্য নিজের মতো করে তুলে ধরেছি। আশা করছি আমার এই পেইন্টিং সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

রং তুলি ব্যবহার করে অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন আপনি। অনেক সুন্দর একটি আর্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনার এই আর্ট দেখে মনে হচ্ছে বাস্তবিক একটি দৃশ্যের আর্ট।

 last year 

রং তুলির ব্যবহার করে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি আপু। আকাশের সৌন্দর্য ফুটিয়ে তুলেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আর্ট সবসময় ঠান্ডা মাথায় করতে হয় । আপনি অসুস্থ শরীর নিয়ে তারপরও তো ভালো একটি আর্ট করেছেন ।এলোমেলো হয়ে গিয়েছিল তারপরও সুন্দর করে আর্টটি কিন্তু শেষ করেছেন । এ ধরনের আর্ট করতে অনেক সময়ের ব্যাপার হয় অসুস্থ শরীর নিয়ে এত সময় নিয়ে সুন্দর একটি আর্ট আমাদের সামনে পরিবেশন করেছেন ভালো লাগলো ।

 last year 

ঠিক বলেছেন আপু আর্ট সব সময় ঠান্ডা মাথায় করতে হয়। না হলে এলোমেলো হয়ে যায়। যাই হোক আপু আমি চেষ্টা করেছি নিজের মত করে উপস্থাপন করার।

 last year 

আপনি অসুস্থ থাকার পরও যে রং তুলি দিয়ে আকাশের সৌন্দর্যটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তা দেখে মুগ্ধ হলাম আপু । ধন্যবাদ আপু আপনার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সব সময়।

 last year 

ভাইয়া আমি চেষ্টা করেছি রং তুলির ছোঁয়ায় আকাশের সৌন্দর্য ফুটিয়ে তোলার। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 last year 

মন ভালো না থাকলে কোন কাজ করতে ইচ্ছে করে না। তবে রং তুলি ছোঁয়াতে আকাশের পেইন্টিং করতে আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমার কাছেও আপনার আজকের পেইন্টিং দেখতে খুবই ভালো লাগছে। আর্ট তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন আপু মন ভালো না থাকলে কোন কিছু করতে ইচ্ছে করে না। তবুও এই পেইন্টিং করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

ঠিক বলেছেন আপু রং তুলি হাতে নিলেই মনের একটা শান্তি বেড়ে যায়। আমার কাছেও এ ধরনের পেইন্টিং করতে অনেক ভালো লাগে। বিশেষ করে আপনি খুব সুন্দর করে আকাশের পেইন্টিং করেছেন। সবচেয়ে বেশি খোলা আকাশের মধ্যে একটি গাছের ডাল আকার কারণে সৌন্দর্যটা আরো বেড়ে গিয়েছে। অসুস্থ থাকলেও নিজের কাজগুলোকে সবসময় সুন্দর ভাবে করলে নিজের কাছে অনেক ভালো লাগে আমার মনে হয়। আপনার জন্য দোয়া রইল যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।

 last year 

এই ধরনের পেইন্টিং করতে আপনার কাছেও ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু মন্তব্যের জন্য।

 last year 

রং তুলির সাহায্যে আকাশের বেশ দারুণ সৌন্দর্য তুলে ধরেছেন। দেখতেও বেশ চমৎকার লাগতেছে। আপনি প্রতিনিয়ত বেশ সুন্দর কাজ করতেছেন। এটাও বেশ দুর্দান্ত ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশন টি সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

রং তুলির মাধ্যমে আকাশের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। কালার কম্বিনেশন সুন্দর ভাবে উপস্থাপন করেছি ভাইয়া।

 last year 

আপু সত্যিই আপনার আর্ট দেখে অবাক হলাম। আপনার আর্ট অসাধারণ সুন্দর হয়েছে। এর আগেও আপনি বিভিন্ন ধরনের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিনিয়ত আপনার পোস্টগুলো আমি দেখে থাকি বেশ ভালো লাগে। তবে আজকে আপনার শেয়ার করা আর্টটি ছিল আকাশের সুন্দর্য অসাধারণ লাগলো। সত্যি ই একদমই অসাধারণ হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আমার আর্ট দেখে আপনার কাছে ভালো লেগেছে আর এত সুন্দর করে মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপনার সুস্থতা কামনা করি যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। অসুস্থ থাকার পরেও খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের আকাশের পেইন্টিং করেছেন। আমার কাছে আপনার পেন্টিং অনেক ভালো লাগে দেখতে। আজকের পেইন্টিং ও খুব সুন্দরভাবে করেছেন। যাইহোক প্রতিনিয়ত এরকম সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার সুস্থতা কামনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। যাই হোক ভাইয়া আমি চেষ্টা করেছি আকাশের সৌন্দর্য তুলে ধরার। আপনার কাছে ভালো লেগেছে আর মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

এখন এত অতিরিক্ত গরম পড়ার কারণেই সবাই অসুস্থ হয়ে পড়তেছে আপু। আপনার মত আমারও একই অবস্থা শারীরিকভাবে খুবই অসুস্থ। তবে চেষ্টা করি ধারাবাহিক কাজগুলো কষ্ট করে হলেও করে নেওয়ার। আপনি খুব সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করলেন আকাশের সৌন্দর্য এঁকে। বেশ ভালো লেগেছে আপনার পেইন্টিং দেখে। যেহেতু আকাশের সাথে আপনি গাছের পেইন্টিং করলেন চমৎকার দেখাচ্ছে।

 last year 

ঠিক বলেছেন আপু এই গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছে। আর সবাই নিজেদের কাজগুলো করতে গিয়েও সমস্যায় পড়ছে। যাই হোক আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111271.13
ETH 4289.60
SBD 0.84