কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

|| আজ ২৭ মে, ২০২৪||রোজ: সোমবার ||

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে টাইটেল দেখেই বুঝতে পারছেন আজ আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন, ঈদের পরে আমার বড় ভাই এর বিয়ের অনুষ্ঠান ছিলো। সেই বিয়েরই কিছু ফটোগ্রাফি আগেও একটি পোষ্টের মাধ্যমে শেয়ার করেছিলাম। আজ আপনাদের সাথে আবারো সেই বিয়েতে করা কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিবো। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো চলুন মূল পোস্টে চলে যাই---


১ম ছবি:
সনাতন বিয়ে বাড়ি মানেই অনেক অনেক নিয়ম, আচার। আর সেসব নিয়ম- আচার পালনে পান-সুপারি, তেল- সিন্দুর অন্যতম উপাদান। পান-সুপারি দিয়ে সকল কিছুই বরণ করে নেয়া হয়। নিচের ছবিটি বিয়েরই একটি নিয়মের সময় ব্যবহার করা পান সুপারির। যে মাটির উপর পান-সুপারি গুলো রাখা, বরণ করার পর সে জায়গা থেকে কিছুটা মাটি চাকু দিয়ে কেটে তুলে নিয়েছিলো। বিয়েতেই আরেক আচারের জন্য পরবর্তীতে সেই মাটি কাজে লাগানো হয়।

IMG20240417142909.jpg



২য় ছবি:
এই ছবিটাতে দেখা যাচ্ছে বাদ্য কে বরণ করা হচ্ছে। সনাতন বিয়েতে বাদ্যও একটি অবিচ্ছিন্ন অংশ! সেই বাদ্যকেও পান-সুপারি এবং টাকা দিয়ে বরণ করে নেয়া হয়। সেটার ই ছবি নিচে দেখতে পাচ্ছেন।

IMG20240417161119.jpg



৩য় ছবি:
নিচের ছবিতে বরণের পর বাদ্য বাজানো অবস্থার ছবি শেয়ার করলাম। যদিও আরো কয়েকজন ছিলো তাদের দলে। আরো কয়েকটি বাদ্যযন্ত্রও ছিলো, আমি যদিও সবগুলোর নামও জানি না!

IMG20240417160511.jpg



৪র্থ ছবি:
নিচের ছবিগুলো ফুল- বেল পাতার। সনাতন বিয়েতে অনেক অনেক পুজো করা হয়। আর পুজো মানেই ফুল, বেলপাতা, আতপ চাল, দুর্বা, চন্দন ইত্যাদি! আমার কাছে তো বেশ লাগে এতগুলো ফুল, বেলপাতা একসাথে দেখতে আর সাথে থাকে চন্দনের সুবাস!

IMG20240416110605.jpg


IMG20240416110602.jpg



৫ম ছবি:
বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়া!! আমাদের বাড়ির অনুষ্ঠান এর জন্য আড়ৎ থেকে যে মাছ আনা হয়েছিলো, তখন এই ছবিটি আমি তুলেছিলাম। অনেক গুলো মাছ যেহেতু, তাই বাজার থেকে লোক আনা হয়েছিলো মাছ কাটার জন্য। ওদিকে আবার দেখা যাচ্ছে যে সকল মাছ কাটা হয়ে গেছে, সেগুলো সাথে সাথে পরিষ্কার করে, প্যাকেট করে রাখা হচ্ছিলো সংরক্ষণের জন্য।

IMG20240419102248.jpg


IMG20240419115811.jpg


আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো।সামনে হয়তো আবারো হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু। সবাই সাবধানে থাকবেন। সবার সুস্থতা কামনা করি।

পোষ্টের ধরন : ফটোগ্রাফি

ক্যামেরা: Realme 5G SE

এডিট/নন- এডিট : নন -এডিটেড

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার ধারণ করা এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপু। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ফটো ধারণ করেছেন এবং তা সাজিয়ে আমাদের মাঝে এ পোস্টে শেয়ার করে দেখিয়েছেন। এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু

 last year 

আসলে হিন্দুদের বিবাহের এইসব রীতিনীতি দিন দিন বিলুপ্তির পথে। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে পুরনো সেই হিন্দুদের বিবাহের রীতিনীতি কিছু অংশ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। এছাড়াও আপনি এই পুরনো ঐতিহ্যকে খুব সুন্দর ভাবে আপনার ফটোর মাধ্যমে তুলে ধরেছেন এবং খুব সুন্দর বিবরণ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

 last year 

হ্যা, এখন তো কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, সেখানে আর এত নিয়ম মানার সুযোগ কই!

 last year 

দুর্দান্ত কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। বিয়ের অনুষ্ঠানের মাটির উপর পান সুপারির ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন আপু, বিয়ে মানে খাওয়া দাওয়া আনন্দ উৎসব সবার সাথে সুন্দর মুহূর্ত অতিবাহিত করা। বিয়ের অনুষ্ঠানের মাছ কাটা দৃশ্য বেশ দারুন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আজিম ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো ছিল বিয়ে বাড়ি কেন্দ্রিক। সনাতন ধর্মের বিয়ে বাড়ি সম্পর্কে আমার ধারণা নেই বললেই চলে। তবে শুনেছি আপনাদের নাকী অনেক আচার অনুষ্ঠান থাকে যেগুলো মেনে বিয়ে করতে হয়। সেই রকমই কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। দারুণ লাগছে ফটোগ্রাফি গুলো। খুবই সুন্দর করেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last year 

হ্যা ভাই। সনাতন বিয়ে অনেক আচার- অনুষ্ঠান মেনে করা হয়। তারই কিছু কিছু আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

 last year 

গ্রাম বাংলার বিয়ে বাড়ির খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরেছেন দিদি যা দেখে অনেক ভালো লাগলো। অনেকদিন পর গ্রামের বিয়ে বাড়ির কথা মনে পড়ে গেল, আপনার ফটোগ্রাফি গুলো দেখে। বিয়ে বাড়ির সমস্ত আয়োজন নিয়ে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট হয়েছে দিদি। তাছাড়া মাছগুলো দেখে মনে হচ্ছে অনেক বেশি ফ্রেশ ছিল।

 last year 

হ্যা ভাই। মাছগুলো ভোর বেলায় আড়ৎ থেকে নিয়ে এসেছিলো গিয়ে। বাসায় আনার পর পর ই ছবি তুলেছিলাম

 last year 

এই জন্যই এত বেশি ফ্রেশ লাগছিলো মাছ গুলো।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 112886.29
ETH 4190.69
USDT 1.00
SBD 0.83