প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকা
জীবন চলা এক কঠিন বাস্তবতা। মানুষের জীবনে বাস্তবতার মুখোমুখি হওয়াটা প্রায়শই কঠিন হয়। জীবন সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে না। হতাশা, ব্যর্থতা, কষ্ট এগুলোও বাস্তবতারই অংশ। যখন আমাদের স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবতার কঠিন পাথরে ধাক্কা খায়, তখন মানসিক সংগ্রাম তৈরি হয়। কিন্তু এই বাস্তবতাকেই মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা জরুরি। অনেক সময় মানুষ বাস্তবতা থেকে পালিয়ে কল্পনার জগতে আশ্রয় নেয়, যা সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান করে না।
প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু না কিছু বেদনা, হতাশা বা অপ্রাপ্তি থাকে যা একান্তই ব্যক্তিগত। আমরা সেই কষ্টগুলোকে বুকের গভীরে সযত্নে লুকিয়ে রাখি, যেন বাইরের পৃথিবীর কেউ তার আভাসও না পায়। হয়তো প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য, হয়তো নিজের দুর্বলতা প্রকাশ না করার জন্য, অথবা হয়তো সমাজের চোখে নিজেদের শক্তিশালী প্রমাণ করার জন্য এই নীরব সংগ্রাম। এই লুকানো কষ্টগুলোই আমাদের অজান্তেই আরও পরিণত করে তোলে। ভেতরের ক্ষতগুলো শুকিয়ে গিয়ে এক নতুন শক্তি জন্ম নেয়, যা আমাদের প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে শেখায়।
হয়তো রাতে বালিশ ভিজে যায় চোখের জলে, দিনের বেলায় সেই ভেতরের ক্ষত নিয়েই আমরা হাসিমুখে দৈনন্দিন জীবনের সব কাজ করে যাই। এই নীরব আত্মত্যাগই আসলে আমাদের জীবনের চালিকাশক্তি, যা হাজারো দুঃখের মধ্যেও আমাদের বাঁচিয়ে রাখে।আর এভাবেই চলছে আমাদের হাজারো মানুষের জীবন
আমি মোঃ মো: আব্দুল আলিম । আমার Steemit অ্যাকাউন্ট @alimtutorial। আমি একজন বাঙালি এবং আমি একজন বাঙালি হতে পেরে গর্বিত। আমি Steemit কে অনেক ভালোবাসি।Steem it হলো একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে মানুষ নিজেদের পছন্দ অপছন্দ শেয়ার করে এগিয়ে যাচ্ছে। তাই আমি এই প্ল্যাটফর্ম কে ভালবাসি। আমি পড়তে, লিখতে, ব্লগিং করতে, ফটোগ্রাফি করতে, সঙ্গীত করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে ভালোবাসি।
.png)
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source : https://www.istockphoto.com/en/photo/the-man-sitting-in-the-corner-of-the-room-has-emotional-and-mental-problems-he-has-gm1886286537-553686130
আমি সত্যিই অনেক দুঃখিত স্যারsourceএই ফটোটা যে কপিরাইট ফ্রী ফটো ছিল না, তা আমি বুঝতে পারি নাই,এখন ঔ ফটোটি সরিয়ে ফেলেছি।আশা করি এরকম ভুল আর হবে না