শুরুটা বেশ জমজমাট ছিল

in আমার বাংলা ব্লগ25 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: hotstar

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ের পোস্ট শেয়ার করে নেবো। গতদিন এপার আর ওপারের টিমের খেলা হয়েছে। আসলে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হলে দর্শকরা উভয় পক্ষ থেকে বেশ মজা করে আর সেটা কিন্তু গ্যালারির দিকে নজর দিলে বেশ ভালো বোঝা যায়। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা এই বিশ্বকাপে এই সুপার ৮ মিলিয়ে প্রথম খেলা দেখলাম। খেলাটা বেশ উপভোগ করার মতো হয়েছিল। বাংলাদেশ গতকাল টসে জিতে যায় আর আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এটাতে কোনো ভুল ছিল না, এই পিচে মোটামুটি রান তোলার জন্য ঠিক আছে। যদিও এইবারের বিশ্বকাপে প্রত্যেকটি পিচেই স্লোয়ার কাজ করছে। এই পিচে তাও মোটামুটি ৫০/৫০ ব্যাপার ছিল কিছুটা। ইন্ডিয়া ব্যাটিং করতে এসে মোটামুটি শুরুটা বেশ ভালোই করেছিল বলা যায়। রোহিত আর কোহলি, বিশেষ করে মোটামুটি ঝপাঝপ কয়েকটা ৬ মেরে পজিশন মতো রান করে বোল্ড আউট হয়ে যায়।


স্ক্রিনশর্ট: hotstar

তানজিম হাসান বল কিন্তু বেশ ভালই করেছিল বলা যায়, বোলিং লাইন বেশ ভালই ছিল। তবে রান আটকাতে পারেনি, যে কয়জন ব্যাটিং করেছে, সবাই ভালো পজিশন মতো রান পেয়েছে, তাও খুব দ্রুত বলা যায়। এটা টি২০ ম্যাচে একপ্রকার কিন্তু ভালো যে, আউট হও ঠিক আছে, কিন্তু কম বলে বেশি রান করে হও। এতে রানটাও যেমন ভালো পজিশনে থাকবে, তেমনি শেষ পর্যন্ত একটা ভালো স্কোর তৈরি হবে। পরে ঋষভ পন্থ এসে ভালোই খেলছিল, ছেলেটা এইবার আসলে প্রত্যেক ম্যাচে কামাল করছে, প্রত্যেকটা ম্যাচে ঝাড়া রান করছে। তবে ওর একটা সমস্যা আছে, প্রায় রিভার্স শর্ট খেলে, আর এই রিভার্স শর্ট খেলতে গিয়েই আউট হয়ে যায়। তবে রান রেট আর যেভাবে রান হচ্ছিলো, তাতে নিঃসন্দেহে প্রেডিকশন করা গিয়েছিলো ২০০ হয়ে যাবে। তবে হয়েও যেত লাস্ট মোমেন্টে, দুবে ৬ মারা শুরু করেছিল বেশ ভালোই, সাথে হার্দিকও ভালোই টেনে দিচ্ছিলো।


স্ক্রিনশর্ট: hotstar

কিন্তু দুবে আগে অনেক বল খেয়ে রান রেটটাও নিচে নামিয়ে ফেলে। তারপরেও আরেকটা ভুল ছিল জাদেজার জায়গায় অক্ষর প্যাটেলকে নামানো, জাদেজার নামালে ২০০ শিউর হয়ে যেত, অক্ষর একদমই খেলতে পারেনি। যেখানে লাস্ট মোমেন্টে হিটিং ব্যাটসম্যান দরকার, সেখানে অলরাউন্ডার থাকতে একজন বোলারকে নামানোর কোনো প্রয়োজন ছিল না। তবে যাইহোক, তাও ১৯৬ মানে প্রায় ২০০ এর গায়ে নিয়ে গিয়েছিলো। মাহমুদুল্লাহ আর তানজিম মোটামুটি বোলিং ভালো করেছিল আর সাথে ফিল্ডিং এর ক্ষেত্রে যদি বলি, তাহলে ক্যাচগুলো ছাড়েনি, এটা ভালো ছিল। এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড়ো টার্গেট বলা যায়, কারণ এর আগে অনেক খেলাই মোটামুটি দেখা হয়েছে, তাদের ১৫০ রান ক্রস হলেই আর পেরে ওঠে না। আসলে তাদের ধৌর্যটা অনেক কম বলা যায়, খেলে ভালো ব্যাটিং করতে এসে, কিন্তু বেশিক্ষন ধরে খেলতে পারে না। ঝপাঝপ মেরে আউট হয়ে যায় দ্রুত।


স্ক্রিনশর্ট: hotstar

তবে এই ম্যাচে কিন্তু শুরুটা বেশ দারুন করেছিল, তানজিদ আর শান্ত, দুইজনেই ভালো করে দিয়েছিলো শুরুটা, রান রেটও ভালো ছিল পাওয়ার প্লে ওভারে। যেই বুমরাহ আসলো সেই গেলো সব হারিয়ে, ৬ ওভারের পরেই রান চেপে গেলো, কারণ মেইন দুই ব্যাটসম্যানই আউট হয়ে যায়। তবে কুলদীপ এর স্পিনে বেশি কাত হয়ে যায়, বুমরাহ উইকেট ২ টি নিলেও রান অত্যন্ত চেপে দেয়। ফলে ১০-১২ ওভারের পরেই রান রেট এতো ডাউন হয়ে যায় যে, প্রতি ওভারে ২০-২৫ করে জরুরি হয়ে পড়ে, যেটা খুবই অসম্ভব। তবে বাংলাদেশ হারলেও খেলেছে সব মিলিয়ে ভালোই শেষ অব্দি। শুরুটা যেভাবে করেছিল, তাতে যদি শেষ পর্যন্ত জিততে না পারলেও ধারে কাছে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ পিচ অতটা জটিল ছিল না এই ম্যাচে। যাইহোক, সব মিলিয়ে উভয় পক্ষের খেলা ভালো উপভোগ করা গিয়েছিলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 24 days ago 

দাদা কালকের ম্যাচটি দেখেছিলাম। ইন্ডিয়ার ব্যাটিং বেশ উপভোগ করেছি। উইকেট পরলেও তাদের রানরেট ঠিক ছিলো বলে, শেষ পর্যন্ত বড় স্কোর গড়তে সক্ষম হয়েছে। বাংলাদেশ মোটামুটি ভালো ব্যাট করেছে। কিন্তু এটা ঠিক, আমাদের দেশের ব্যাটসম্যানদের ধৈর্য একেবারেই কম। তাছাড়া বুমরাহ তো যেকোনো ব্যাটসম্যানের জন্য এক ধরনের আতঙ্ক 😂। মানে বোলিং করতে আসলেই সবকিছু এলোমেলো হয়ে যায়। যাইহোক এতো চমৎকারভাবে এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 23 days ago 

বাংলাদেশের ভুল ছিল পেসার কম নেওয়া। ঐ পিচে পেসার রা ভালো করছিল। কিন্তু সেখানে বাংলাদেশ পেসার নিয়েছিল মাএ দুইটা। ভারতের ওপেনিং ভালো হলেও রান তুলেছিল মূলত দুবে এবং হার্দিক। আর রান যখন ১৫০+ হয়েছে তখনই বুঝতে পেরেছি এ বাংলাদেশের দ্বারা হবে না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51