ওয়েব সিরিজ রিভিউ: ব্যাধ ( পর্ব ১ )

in আমার বাংলা ব্লগ11 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে "ব্যাধ" নামের একটি নতুন ওয়েব সিরিজ রিভিউ দেবো। এই সিরিজের প্রথম পর্বের নাম হলো "ডিপার্টমেন্ট অফ আনইউসিয়াল কেস"। প্রথম পর্বে দেখবো কেসটা কি নিয়ে শুরু হচ্ছে ।


স্ক্রিনশর্ট: ইউটিউব


✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠

সিরিজটির নাম
ব্যাধ
প্লাটফর্ম
hoichoi
সিজন
পর্ব
ডিপার্টমেন্ট অফ আনইউসিয়াল কেস
পরিচালকের নাম
অভিরূপ ঘোষ
অভিনয়
রজতাভ দত্ত , অনির্বান চক্রবর্তী, খরাজ মুখার্জি, সৌমেন বোস , বিবৃতি চ্যাটার্জি, যুধজিৎ সরকার ইত্যাদি
মুক্তির তারিখ
১১ ফেব্রুয়ারি ২০২২( ইন্ডিয়া )
সময়
১৮ মিনিট ( প্রথম পর্ব )
মূল ভাষা
বাংলা
কান্ট্রি অফ অরিজিন
ইন্ডিয়া


☫মূল কাহিনী:☫


স্ক্রিনশর্ট: hoichoi

এই সিরিজের কাহিনীটা পশ্চিম বঙ্গের একটা গ্রাম থেকে শুরু হয় যার নাম রামদিহি গ্রাম। প্রথমত এখানে একটি ছেলেকে একটা দীঘির পারে একা একা খেলা করতে দেখা যায় অর্থাৎ জলে যেমন খোলা ফেলে ব্যাঙ লাফ দেওয়ানো এই জাতীয় খেলা আর কি। যাইহোক, এখন এই ছেলেটার কানে পাশের কাশবনের ভিতর থেকে একটা শব্দ আসে, আর নির্জন পরিবেশ হওয়ায় এখানে তার ভয় পাওয়ারই কথা। তাও ছেলেটা মোটামুটি সাহস নিয়ে সেই কাশবনের দিকে এগিয়ে যেতে লাগে। এরপর সে একটা লোককে সেখান থেকে কাদা মাখা জামা, কাপড় আর হাতে একটা কাস্তে দেখে যেটাতে রক্ত মাখানো থাকে। এই দৃশ্যটা দেখে ছেলেটা আরো বেশি ভয় পেয়ে যায়। লোকটা যেহেতু তাকে প্রথমত দেখতে পায়নি সেখানে, সেহেতু এই ছেলেটি আরো সামনের দিকে এগিয়ে যেতে লাগে যেদিক থেকে লোকটা হেঁটে আসে আর কি। তো এরপর ছেলেটি সেখানে গিয়ে কিছু একটা দেখে যেটা স্পষ্ট বোঝা যায়নি, কিন্তু তার চোখে মুখের দৃশ্য দেখে বোঝা গেলো কিছু একটা খুনের দৃশ্য বা কিছু একটা দেখেছে, যেটা এই লোকটা ঘটিয়েছে সেখানে।


স্ক্রিনশর্ট: hoichoi

এরপর লোকটা দীঘির পাড়ে গিয়ে কাস্তেটি থেকে রক্ত ধুতে লাগে এবং ছেলেটিকে দেখেও ফেলে পরে। ছেলেটি তাকে দেখে ভয় পেয়ে চলে যেতে চায়, স্বাভাবিক ভাবে একজনের হাতে রক্তমাখা কাস্তে দেখলে ভয় পাওয়ারই কথা যেকোনো ছোট মানুষের। যাইহোক, লোকটা তাকে ধরে ফেলে, কিন্তু তেমন কিছু বলেনি বরং ভালো মুখে কিছু কথা বলে। এরপরে কলকাতার দিকে দেখা যায় সৌভিক নামের একজন পুলিশ অফিসার তাকে পোস্টিং হিসেবে যেখানে পাঠিয়েছিল ডিপার্টমেন্ট থেকে, সেখান থেকে ট্রান্সফার হয়ে কলকাতার দিক চলে আসে, কারণ এতো ক্রপশন এর মধ্যে প্রথম প্রথম সে নিজেকে মানিয়ে নিতে পারছিলো না, ঘুষ না খেলেও মুশকিল আবার সৎ পথে কাজ করলেও মুশকিল অর্থাৎ একপ্রকার সেখানে সুষ্ঠ ভাবে কোনো কাজ সে করতে পারছিলো না। এরপর কলকাতার যেখানে তাকে পাঠানো হয়েছে সেটাও তার কাছে অজানা থাকে, তো চিনে চিনে সেই থানায় যায় এবং কমিশনারের সাথে দেখা করে। এরপর তাকে সবকিছু বুঝিয়ে দেয়। তবে তাকে প্রথমে যতসব আনইউসিয়াল কাজগুলো দেখতে বলে আর এইসব কাজেরও তেমন কোনো ভ্যালু নেই এই ডিপার্টমেন্টে বলতে গেলে। আর কমিশনার তাকে এই আনইউসিয়াল ডিপার্টমেন্টের দায়িত্বে যে আছে তার সাথে দেখা করতে বলে এবং জয়েন হতে বলে।


স্ক্রিনশর্ট: hoichoi

এই আবার এমন এক হাস্যকর বিষয় এখানে, যে সৌভিক নিজে তো এই ডিপার্টমেন্ট চেনে না কোথায় আছে, যারা কনস্টেবল আছে তাদের কাছে শুনলেও তারা বলতে পারে না। এক কোথায় বলা যায় যে, এই কেসের বিষয়গুলোতে কেউ কোনো খেয়ালই রাখে না। যাইহোক, এরপর মৃণালিনী নামের একজন তাকে বলে যে এই ডিপার্টমেন্ট হচ্ছে চিলে কোঠায় যেটা ছাদের উপর উপস্থিত আর তার দায়িত্বে ছিল কানাইচরণ নামের একজন। সেখানে সৌভিক গিয়েই তো অবাক হয়ে পড়ে যে কোথায় আসলাম, কারণ অফিস তো অগোছালো, যেন মাকড়সার জ্বালে ভরে রয়েছে। এরপর সৌভিককে দেখলে তাকে বেশ কিছু আনইউসিয়াল কেস পড়ে রয়েছে সেইসবের ফাইল দিয়ে প্রথম দিন কিছু টুকিটাকি ইনফরমেশন কালেক্ট করার কাজ দিয়ে দেয় যেটা তাকে সেইসব স্থানে গিয়ে গিয়ে নিয়ে আসতে হবে সেটা ভালো জায়গা হোক আর খারাপ জায়গাই হোক না কেন। যাইহোক, এরপর মোটামুটি কিছু ইনফরমেশন সে কালেক্ট করে নিয়ে আসে এবং এর মধ্যে ডিপার্টমেন্টে ভালো একটা কেস আসে, যেটার জন্য তারা সবাই ডিপার্টমেন্টে চলে যায়।


☫ব্যক্তিগত মতামত:☫

এই সিরিজটি মূলত একটি থ্রিলার সিরিজ, আর এই থ্রিলার এর কোনো পরিচয় নেই যা একপ্রকার নামহীন রহস্যময় বলা যায়। এই থ্রিলারের কাহিনীটা তো শুরু হয় গ্রামের দিকেই, কিন্তু তার কেস এখনো কোথাও পৌঁছিয়ে পারেনি বা কোনো পুলিশের কাছে যেয়ে পারেনি। তবে এই কেসের একটা দায়িত্ব ওই থানায় গিয়ে পড়ে যেখানে সৌভিক জয়েন করেছিল। এখন এই রহস্যময় মৃত্যুর যে কেস সেটা কমিশনার এই আনইউসিয়াল ডিপার্টমেন্টের হাতে হ্যান্ডওভার করে দেয়। আর এখন তাদের এই রহস্য উন্মোচন করার পালা গ্রামের দিক গিয়ে। এই পর্বে আপাতত এইটুকুই জানা গিয়েছে, পরের পর্বে এই কেসটার কতদূর কিভাবে কি শুরু হয় সেটা বোঝা যাবে।


☫ব্যক্তিগত রেটিং:☫
৬.৭/১০


☫ট্রেইলার লিঙ্ক:☫



শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 10 months ago 

"ব্যাধ" ওয়েব সিরিজের প্রথম পর্বটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। থ্রিলার মুভি কিংবা থ্রিলার ওয়েব সিরিজ দেখতে যেমন ভালো লাগে তেমনি রিভিউ পড়তেও ভালো লাগে। এই রহস্য ঘেরা থ্রিলার ওয়েব সিরিজটির প্রথম পর্ব পড়ে অনেক রহস্যের আভাস পাচ্ছি। সেই ছোট্ট ছেলেটি হয়তো যেটা দেখেছে সেটা সত্যি আশ্চর্যজনক ছিল। সেটা যদি কল্পনাই হতো তাহলে রক্ত কোথা থেকে আসলো এটাও ভাবার বিষয়। আর ছেলেটির কিছু ক্ষতি করল না কেন এটাও রহস্য। তবে মনে হচ্ছে এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। দাদা আপনি অনেক সুন্দর করে এই পর্বের রিভিউ শেয়ার করেছেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আশা করি দাদা ভালো আছেন? আজ আপনি ওয়েব সিরিজ- ব্যাধ রিভিউ করেছেন। ওয়েব সিরিজ ব্যাধ রিভিউর প্রথম পর্ব দেখে ভালো লাগলো। ব্যাধ থ্রিলারের কাহিনীটা বেশ সুন্দর। রহস্যময় মৃত্যুর পরবর্তীতে কি হলো জানতে ইচ্ছে জাগলো। ‌ আগামী পর্বের জন্য অপেক্ষা রইলাম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন দাদা।

 11 months ago 

দাদা আজকেও আপনি অনেক সুন্দর একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন, যা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে নতুন নতুন ওয়েব সিরিজের রিভিউ শেয়ার করেন যেগুলো আমি অনেক পছন্দ করি। এই ওয়েব সিরিজের প্রথম পর্ব টা আমার কাছে অনেক ভালো লেগেছে। ব্যাধ ওয়েব সিরিজের প্রথম পর্বটা পড়ে বুঝতে পারছি এটা অনেক রহস্যময়ী। আর এরকম রহস্য ঘেরা ওই সিরিজ গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আর এটা দেখছি একটা থ্রিলার সিরিজ। এই ওয়েব সিরিজের প্রথম পর্বটির সম্পূর্ণ কাহিনী পড়ে ভালো লেগেছে। আমি তো ভাবছি রহস্য উন্মোচন গ্রামের দিক গিয়ে করবে কিনা আর এতে কি হবে। পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহী থাকলাম দাদা। আশা করছি পরবর্তী পর্বের মাধ্যমে এই বিষয়টা জানতে পারবো। ধন্যবাদ দাদা এই ওয়েব সিরিজের প্রথম পর্বটা এত সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য।

 11 months ago 

দাদা আজকে আপনার এই ওয়েব সিরিজের প্রথম পর্বের রিভিউটা বেশ ভালোই উপভোগ করে পড়েছি আমি। আপনি আমাদের মাঝে ওয়েব সিরিজের রিভিউ শেয়ার করে থাকেন বেশিরভাগ সময় যেগুলো আমার পড়া হয়। আর অন্যান্য দিনের মতো আজকের এই রিভিউটাও পড়া হয়েছে আমার। এরকম রহস্যময় ওয়েব সিরিজ গুলো আমি দেখতে একটু বেশি পছন্দ করি। আর একটি পর্বে কিছু একটা ঘটলে পরবর্তী পর্বে তা নিয়ে কি হবে, এটার জন্য অনেক বেশি আগ্রহ জেগে উঠে ঠে মনের ভেতর। এখানে তো দেখছি মৃত্যুর কেসটা কমিশনার এই আনইউসিয়াল ডিপার্টমেন্টের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে। এই ওয়েব সিরিজের পরবর্তী পর্বটাতে কি হবে এটা শুধু আমার মাথায় আসছে। আশা করছি খুব শীঘ্রই আমরা এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব দেখতে পাবো। দাদা অনেক বেশি অপেক্ষায় থাকলাম আমি, আপনার এই ওয়েব সিরিজের পরবর্তী পর্ব টা পড়ার জন্য। ভালো থাকবেন ধন্যবাদ।

 11 months ago 

দাদা আবার নতুন একটি ওয়েব সিরিজ রিভিউ শুরু করেছেন দেখে খুবই ভালো লাগলো। কারন আপনার রিভিউ পরে অনেক মুভির বিষয়ে জানতে পারি। যে গুলো দেখার মত সময় নেই। প্রতিটা মুভি কোন কোন ঘটনাকে কেন্দ্র করেই সাজানো হয়ে থাকে। আজকে যে ওয়েব সিরিজ রিভিউ দিলেন সেটা একটি খুনের রহস্য উদঘাটন সম্পর্কে। এখানে যদি গ্রামের ছোট ছেলেটির মাধ্যমে আমরা ঐ দৃশ্যটা দেখতে পারতাম যেটা দেখে ছেলের চেহেরাটা ফ্যাকাশে হয়ে গেছে। তাহলে কাহিনী সেখানেই শেষ হয়ে যেত। তবে এখন অনেক গুলো রহস্য জন্ম হয়ে গেল। এক তো ছোট ছেলেটা কি দেখলো,আবার যার হাতে রক্তা মাখা কাস্তে ছিল সে কে..? কাস্তের মধ্যে রক্ত কোথায় থেকে আসলো সেটাও জানার বিষয়। আবার কাস্তে হাতে লোকটি ছোট ছেলেটিকে দেখে কিছু করলো না কেন,,সেটাও একটা রহস্যের বিষয়। যায়হোক দেখা যাক কি হয় । ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45