ম্যান্ডেভিলা উদ্ভিদের ফুলের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগlast year (edited)
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

আজকে আপনাদের সাথে একটি ফুলের কিছু আলোকচিত্র শেয়ার করবো। এই ফুলটির বিভিন্ন প্রজাতি থাকতে পারে, তবে এই ম্যান্ডেভিলা প্রজাতির উদ্ভিদটির প্রতিটিই প্রজাতির ফুলই খুবই সুন্দর এবং আকর্ষণীয় দেখতে হয়ে থাকে। এই ফুলগুলো প্রাকৃতিক ভাবেও হয়ে থাকে আবার কিছু কিছু হাইব্রিট প্রজাতি আছে, যেগুলো সাধারণত আমরা যেকোনো উদ্ভিদ সংলগ্ন জায়গায় গেলে দেখতে পাই। যেমন বোটানিক্যাল গার্ডেন-এ গেলে এই ফুলের বেশ কিছু জাত দেখা যায়, আবার যেকোনো উদ্যানেও এদের চাষ বা লাগানো হয়ে থাকে ইত্যাদি এইরকম বিশেষ বিশেষ কিছু জায়গায় সৌন্দর্যতার জন্য লাগানো হয়ে থাকে। এই ফুলের জাতটা কিন্তু এশিয়ায় তেমন দেখতে পাওয়া যায় না, কারণ এই উদ্ভিদের জাত এশিয়ার বাইরের। এইজন্য এই উদ্ভিদের প্রজাতিকে ম্যান্ডেভিলা স্যান্ডেরি বলার পাশাপাশি ব্রাজিলিয়ান প্রজাতিও বলা হয়ে থাকে। ওখানে এই ফুলগুলোকে জুঁই নামেও বলে থাকে।

Photo by @winkles

এই ফুলগুলোকে আমি একটি বোটানিক্যাল গার্ডেন থেকে তুলেছিলাম, গত মাসের দিকে একটা দরকারে বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম তখন এই নতুন একধরণের ফুলের সাথে পরিচিত হয়েছিলাম। এর আগেও আমাদের কলেজের সময়ে রিসার্চ সম্বন্ধিত কাজের সময়ে গিয়েছিলাম, তখন এই প্রজাতিগুলো একদমই ছিল না, হয়তো নতুন এনেছে। যাইহোক, এই ফুলের উদ্ভিদগুলো উচ্চতায় তেমন একটা বেশি না, তবে অনেকটা ঘন ঝড়ের মতো দেখতে হয়ে যায়, কারণ পাতাগুলো আর ডালপালাগুলো একদম লতাপাতার মতো আর খুবই দ্রুত হারে বৃদ্ধি পায়। তবে এই উদ্ভিদের একটা ভালো বৈশিষ্ট্য হলো এরা প্রচন্ড গরমের মাঝে হোক বা শীতের মাঝে হোক না কেন, সব পরিস্থিতির মধ্যে একটা খাপখাইয়ে বেড়ে ওঠার দিক আছে।

Photo by @winkles

Photo by @winkles

তবে একটু পরিচর্যা বেশি করা লাগে এই উদ্ভিদগুলোতে, কারণ এই উদ্ভিদকে যত ভালোভাবে রাখা যাবে, ফুলগুলোকে দেখতে তত সুন্দর লাগবে। এই ফুলগুলোর কালার ভিন্ন ভিন্ন আছে, আমার এখানে যেমন হালকা সাদা-গোলাপি মিলিয়ে আছে। একদম গোলাপীও আছে, মোটামুটি যে কালারেরই হোক না কেন দেখতে অসাধারণ লাগে। এই উদ্ভিদের ফুলগুলোকে আলংকারিক হিসেবে চিহ্নিত করলেও মন্দ হবে না, কারণ ফুলগুলো দেখতেই এইরকমই দৃষ্টিআকর্ষক।

Photo by @winkles

ফুলগুলো অনেক বড়ো বড়ো হয়ে থাকে, তবে এই ফুলগুলো প্রস্ফুটিত না হলেও দেখতে অনেক সুন্দর লাগে, কারণ বৃতির থেকে সোজা লম্বা হুলের মতো আলাদা একটা সৌন্দর্য্যের সৃষ্টি করে। ফুলগুলোর ভিতরের ফানেলগুলো অনেকটা ডিপ থাকে, একপ্রকার বলা যায় যেন মাইকের মতো দেখতে। ফুলের পাপড়িগুলো সাধারণত ৫ টি এবং এই ফুলগুলোর পাপড়িগুলো যদি লক্ষ্য করা যায় ভালোভাবে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে চরকির মতো গঠন দেখা যাবে।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনচাঁদপাড়া
তারিখ১১ জুলাই ২০২৩


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

সুন্দর একটি ফুলের সাথে পরিচিত লাভ করলাম আপনার জন্য আজকের এই পোস্ট এর মধ্য থেকে। আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফিক পোস্ট করেছেন। ফটোগ্রাফি গুলো ছিল চমৎকার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ম্যান্ডেভিলা উদ্ভিদের ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সেইসাথে ফুলটি সম্পর্কে বিস্তারিত বর্ননা দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

দাদা আপনার ফটোগ্রাফি গুলোর অপেক্ষায় থাকি প্রতি সপ্তাহে। আপনি প্রতিনিয়ত দারুণ ফটোগ্রাফি করে থাকেন যেগুলো দেখলে মনটা একেবারে ভরে যায়। ম্যান্ডেভিলা উদ্ভিদের ফুলের সম্পর্কে অনেক কিছুই লিখেছেন আপনি। আর এই লেখাগুলো লেখার কারণে ফুলটির সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম এবং অনেক কিছু জানতে পারলাম। যদিও এখনো পর্যন্ত এই ফুলটার সাথে পরিচিত হওয়া হয়নি, তবে ফটোগ্রাফি দেখতে দারুন লেগেছে। ফুলটার কালার কম্বিনেশন অনেক সুন্দর যার কারণে দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। দাদা আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আর আপনার ফটোগ্রাফি সব সময় সুন্দর হয় এটা নতুন করে বলার কিছু নেই। এই ফুলটার সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার পরবর্তী ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় থাকলাম দাদা। আশা করছি খুব শীঘ্রই পরবর্তী ফটোগ্রাফি গুলো দেখতে পাবো।

 last year 

ম্যান্ডেভিলা প্রজাতির ফুলগুলো দেখতে সত্যি অনেক সুন্দর। এছাড়া পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুলগুলো দেখতে বেশি সুন্দর হয়। আর আকর্ষণীয় লাগে। তবে এই ফুল কখনো দেখেছি কিনা আমার মনে পড়ছে না। কিন্তু ফুলগুলোর ফটোগ্রাফি দেখে প্রথম দেখাতেই এই ফুলগুলোর প্রেমে পড়ে গিয়েছি দাদা। দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। পাঁচপাতা বিশিষ্ট ফুটে থাকা এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আর কালারটাও বেশ সুন্দর। আমার কাছে মনে হয় যখন কোন ফুলের কালার সুন্দর হয় তখন সেই ফুলগুলো সবার কাছে আরো বেশি পছন্দের হয়। আর এই ফুলটি যেহেতু রোদ কিংবা শীত সব ঋতুতে নিজেকে মানিয়ে নিতে পারে তাই এই ফুলগুলো সারা বছর তার সৌন্দর্য বিলিয়ে যায়। তবে যেই ফুলগুলো সারা বছর তার নিজের সৌন্দর্য ধরে রাখে সেই ফুলের গাছগুলোর পরিচর্যা একটু বেশি করতে হয়। যদিও বৃক্ষ নিয়ে সেভাবে কখনো রিচার্জ করা হয়নি। তবে ফুলের সৌন্দর্য দেখে সব সময় ভালো লাগে। বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনে গেলে সুন্দর সব ফুল গুলো দেখতে পাওয়া যায়। আর সেই ফুলগুলোর সৌন্দর্য এতই ভালো লাগে যে আমরা ফটোগ্রাফি করার চেষ্টা। আপনিও একটি বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গিয়েছিলেন এবং সুন্দর সব ফুল গুলোর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো দাদা।

 last year 

দাদা আপনার তোলা এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। দাদা আপনি কিন্তু সব সময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন, যেগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। অন্যান্য দিনের মতো আজকেও অনেক সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। আজকে দেখছি অনেক সুন্দর ম্যান্ডেভিলা উদ্ভিদের ফুলের ফটোগ্রাফি করেছেন। আর এই ফুলটার ফটোগ্রাফি দেখে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। আমি এমনিতেই ফুল অনেক বেশি পছন্দ করি। আর ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। ফটোগ্রাফির মাধ্যমে ফুলের সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো। আপনি এই ফটোগ্রাফি গুলো করে অনেক সুন্দর করে বর্ণনাটা শেয়ার করেছেন। এই ফুলটার ভিন্ন কালার দেখতে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর বর্ণনার মাধ্যমে এই ফুলের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এই ফুলটা যদিও আগে কখনো দেখা হয়নি। সর্বপ্রথম আপনার পোষ্টের মাধ্যমে দেখলাম দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

দাদা কি দরকারে বোটানিক্যাল গার্ডেনে গিয়েছেন আবার কারো সাথে দেখা করতে যাননি তো😂😂,না মানে বাংলাদেশে ও বোটানিক্যাল গার্ডেন নামে একটা পার্ক আছে যেখানে প্রেমিক যুগল রা বেশী যায় তাই বললাম। হা হা।আসলেই এই ফুলের অনেক কালার আছে আমার কাছে দেখতে বেশ ভালোই লাগে।কালারগুলো বেশ মিষ্টি। জুইঁ ফুল যে বলে তা আগে জানতাম না।যাই হোক অনেক কিছু জানতে পারলাম।ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

দাদা ম্যান্ডেভিলা ফুল দেখতে খুব সুন্দর। আমি বেশ কিছুদিন আগে এই ফুল দেখেছিলাম একটি নার্সারিতে। এখন নার্সারিতে বিদেশি প্রজাতির বিভিন্ন ধরনের গাছ দেখা যায়। বোটানিক্যাল গার্ডেনে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন দাদা। ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

প্রথমেই বলব ভাই, সত্যিই আমার এই ফুল সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। তবে আপনি যে বিস্তারিত বিষয় লিখেছেন, তা জেনে মোটামুটি কিছুটা তথ্য পেলাম এই ফুল সম্পর্কে। আর ফটোগ্রাফি গুলোও বেশ সুন্দর হয়েছে।

 last year 

আমাদের এখানেও বোটানিক্যাল গার্ডেন আছে।আর এই গার্ডেনে নানা রকমের গাছ,ফুলের সমাহার দেখা যায়। আপনি বোটানিক্যাল গার্ডেন থেকে ম্যান্ডেভিলা উদ্ভিদের ফুলের ফটোগ্রাফির সাথে সাথে এই উদ্ভিদ বিষয়ে অনেক কিছুই তুলে ধরেছেন। পড়ে খুব ভালো লাগলো। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো ও চমৎকার হয়েছে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67237.66
ETH 2668.80
USDT 1.00
SBD 2.70