বিষাক্ত মাশরুম খাওয়ার ফলে....

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


copyright free image source: pixabay

আজকে আপনাদের সাথে একটি সাধারণ লেখা শেযার করে নেবো, তবে এই ঘটনাটা সত্যি। গত পরশুদিন একটি খবরে দেখছিলাম একটি গ্রামের দিকে বেশ কিছু ছাত্রছাত্রীর হঠাৎ অসুস্থ হওয়ার বিষয়টা একটা আতঙ্কের সৃষ্টি করে। তবে এরা একদম অনেক কম বয়সে স্কুলে পড়া বাচ্চারা। মূলত ঘটনাটা ঘটেছিলো মাশরুম খাওয়া নিয়ে যা জানা গিয়েছিলো। আসলে মাশরুম কিন্তু আমরা সম্মুখে এখন বর্ষাকালে অনেক দেখতে পাই, কিন্তু এই সব মাশরুম আবার খাওয়ার যোগ্য না। অনেক মাশরুম দেখতে অনেক চাকচিক্য বা সুন্দর লাগে গঠন দেখে আর অনেকেই একপ্রকার, বিশেষ করে শিশুরা আকৃষ্ট হয়। আর বর্ষাকালে গ্রামের দিকেই মাশরুম মূলত বিভিন্ন মাঠে ঘাটে বা যেকোনো জায়গায় বেড়ে উঠতে দেখা যায়।

মাশরুমের অনেক প্রকারই বিষাক্ত আছে, যেগুলো সঠিকভাবে নির্বাচন না করে ব্যবহার করলে বড়ো ক্ষতির সম্মুখীন হতে হয়। একজায়গায় অনেকগুলো মাশরুম থাকলে আবার তার মধ্যে কোনোটা খাওয়ার যোগ্য হতে পারে, আবার কোনোটা বিষাক্তও হতে পারে। এখন এইসব শিশুরা বা ছোট ছোট বাচ্চারা তো আর এই বিষয়গুলো সম্পর্কে অবগত না, এই বিষয়গুলো বড়োরাই অনেক সময় ভুল করে। এইরকমই ঘটনা ঘটে সেই গ্রামের স্কুল প্রাঙ্গন থেকে। গ্রামে সাধারণত কি দেখা যায় যে, অনেকের বাড়ির আশেপাশেই স্কুল থাকে এখন সেই হিসেবে বন্ধুরা সবাই মিলে খেলতেও যায় বা তাদের অবিভাবকদের সাথে গিয়ে থাকে। আর ওখানে ওই স্কুল এর নাকি তেমন কোনো সংস্করণ হয়নি অর্থাৎ তার কোনো পাঁচিল বা না আছে সেখানের মিড ডে মিল অর্থাৎ রান্নার জায়গায় কোনো দরজা জানালা। একপ্রকার ওপেন পুরো বলা যায়।

আর বাচ্চারা খেলার ছলে নানা কিছু করতে পারে বা করেও বসে। আর এই ঘটনাটাই ঘটেছে তাদের সাথে, তারা ওইদিন সবাই খেলতে খেলতে কোনো একটি মাঠের থেকে মাশরুম সংগ্রহ করে এবং তা আবার তারা মজা করতে করতে সেই স্কুলের রান্নাঘরে গিয়ে রান্না করে খেয়ে ফেলে। এই ছোট্ট ভুলের মাশুলও সবাইকেই পেতে হয় আর এই বিষয়গুলো নাকি তাদের অবিভাবকরা জানতেনই না, কারণ তাদের লুকিয়ে এইসব করেছে। তবে এটা কিন্তু খাওয়ার সাথে সাথে কোনো রিএকশন দেখা দেয়নি, পরে সাধারণ উপসর্গের মাধ্যমে বিষয়টা সামনে আসে।

তবে গ্রামের একজনের হলেও বিষয়টা ঠিক ছিল, কেউ তেমন গুরুতর নিতো না, কিন্তু একসাথে অনেকজনের বমি, পেটে ব্যাথা এইসব শুরু হয়ে যায়। ফলে তারা সত্বর হসপিটালে ভর্তি করিয়ে দেয়। তবে তাদের তেমন একটা ইফেক্ট পড়েনি শরীরে, দ্রুত সুস্থ হয়ে যাবে আশা করা যায় আর হাসপাতাল থেকেও নাকি জানিয়েছে তাদের শারীরিক কন্ডিশন ঠিক আছে এখন। তবে এইরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেই থাকে, কিছু কিছু মাশরুম এতো বিষাক্ত হয় যে, খাওয়ার ফলে শরীরে নানা ধরণের ইফেক্ট পড়ে থাকে। এখন তো বর্তমানে মাশরুম সব চাষ হয়ে থাকে। কিন্তু যেগুলো আজবা হয়ে থাকে, এইগুলো খুবই রিস্ক থাকে যদি না চেনা যায় ঠিকমতো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ইস, ঘটনাটি পড়ে বেশ অবাক হলাম।আসলেই বিভিন্ন রকম মাশরুমের দেখা মেলে বর্ষাকালে।আমরাও খাই মাশরুম যেগুলো খড়ের গাদায় ওঠে ,তবে অনেক ইউটিউব ঘাটাঘাটি করে দেখে নিয়েছি যেগুলো বিষাক্ত নয় সেগুলো।কিন্তু এই বাচ্চারা তো নিজেদের অজান্তেই অনেক ভুল করে ফেলেছে।সব থেকে বেশি অবাক হলাম,এমন রান্নাঘরে গিয়ে রান্না করার বিষয়টি শুনে।তারপরও সবাই ঠিক আছে জেনে ভালো লাগছে।সুন্দর একটি ম্যাসেজ দিয়েছেন দাদা,ধন্যবাদ আপনাকে।

 last month 

বাপরে, কি ভয়ানক অবস্থা! সত্যিই তো ছোট ছোট ছেলে মেয়েরা না জেনে বাবা মাকে লুকিয়ে কত কি করে ফেলে সেটা যে পরে নিজেদের ক্ষেত্রে ক্ষতিকারক হয় সেটুকু বোঝে না। ওদের অভিজ্ঞতাই বা কতটুকু যে বুঝবে। আশা করি বাচ্চা গুলো সুস্থ আছে। ব্যাঙের ছাতা মানুষে তো একপ্রকার ছত্রাক বিষাক্ত তো হবেই। সব ছাতা তো আর খাওয়া যায় না।

খুব সুন্দর গুছিয়ে লিখেছেন আপনি পুরোটা। ভালো লাগলো পড়তে। আর খানিকটা ভয়ও পেলাম।

 last month 

চাষ করা মাশরুম ছাড়া আনাচে কানাচে জন্ম নেওয়া মাশরুম খাওয়া মোটেই উচিত নয়। কারণ কিছু কিছু মাশরুম আসলেই বিষাক্ত। যাইহোক শেষ পর্যন্ত সেই বাচ্চাদের সাথে বাজে কিছু ঘটেনি, এটা জেনে খুব ভালো লাগলো। হাসপাতালে দ্রুত ভর্তি করিয়েছে বলে খুব ভালো হয়েছে। যাইহোক এমন সর্তকতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59010.30
ETH 2515.57
USDT 1.00
SBD 2.45