একটি বড়ো কাপ বা বাটি সহ আইসক্রিমের ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
জয় হিন্দ


আজকে আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটি আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট এবং কাপ সহ। এই আইসক্রিমগুলো কিন্তু বাড়িতে এই ধরণের বড়ো বড়ো বাটির মতো কাপে করে করা হয়ে থাকে। এই আইসক্রিমগুলো খেতে বেশ মজাও লাগে, আমি এইধরণের আইসক্রিমগুলো যদিও কাপ সাইজের অনেকগুলো কিনে ফ্রিজে রেখে দেই। মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে বিভিন্ন ফ্লেভারের এই আইসক্রিমগুলো। আমিও এখানে কিন্তু অরেঞ্জ, চকোলেট এইরকম কয়েকটি ভিন্ন ধরণের ফ্লেভারের আইসক্রিম এর চিত্র অঙ্কনের মাধ্যমে তুলে ধরেছি। এইটা আসলে আঁকার পিছনেও কারণ আছে, গতদিন আইসক্রিম খেতে খেতে ভাবলাম এই বিষয়টাকে যদি ম্যান্ডেলার মাধ্যমে তুলে ধরা হয়, তাহলে দেখতে কেমন হয়। মেইন ম্যান্ডেলা আর্টটা আমি করেছি এখানে বাটির গায়ে ,আর ভিতরে আইসক্রিমগুলোকে জাস্ট সাজিয়ে দিয়েছিলাম অঙ্কনের মাধ্যমে। যাইহোক, আশা করি আজকের এই ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল ধাপসমূহের দিকে চলে যাবো।


❣উপকরণ:❣

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন্সিল
স্কেচ পেন
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, আর্ট পেপারে বর্ডার টেনে নিয়েছিলাম এবং তারপরে একটা বড়ো দেখে বাটি বা কাপের মতো করে এঁকে দিয়েছিলাম। এরপর বাটির অভ্যন্তরে তিনটি আইসক্রিমের মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, পরে আরো দুটি আইসক্রিম তৈরি করে নিয়েছিলাম এবং আইসক্রিম গলে গলে যেমনটা পড়ে সেইরকমটা শেপ দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটাতে এবং সাথে দুটি কাঠিও ওখানে এঁকে বসিয়ে দিয়েছিলাম । এরপর পেন্সিল দিয়ে ধীরে ধীরে বাটির পুরো বডিতে ফুলসহ বিভিন্ন আকৃতির ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, স্কেচ পেন দিয়ে বাটির গায়ের ডিজাইনগুলোকে গাঢ় করে দিয়েছিলাম। এরপর বাটির ভিতরে আর পায়ার দিকে একটু কালার করে নিয়েছিলাম এবং সাথে দুটি কাঠিতেও।

❖চতুর্থ ধাপে, পাঁচটি আইসক্রিমে পাঁচ রকমের ফ্লেভারযুক্ত কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, বাটি বা কাপের গায়ে যে ম্যান্ডেলা ডিজাইন মতো তৈরি করেছিলাম তাতে বিভিন্ন কালারের স্কেচ পেন দিয়ে কালারফুল করে দিয়েছিলাম এবং অঙ্কনটির সমাপ্তি ঘটিয়েছিলাম।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

দাদা এটা কি করলেন? এভাবে আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করে চোখের সামনে ঝুলিয়ে দিলেন? এমনিতে ম্যান্ডেলা আর্ট করতে কত সময় প্রয়োজন হয়। তার উপর আবার রঙিন ম্যান্ডেলা আর্ট! অবশ্য এর আগেও আপনার আর্ট দেখেছি। অসাধারণ অংকন করেন দাদা আপনি। অনেক ক্রিয়েটিভিটি না থাকলে এত সুন্দর করে এই ম্যান্ডেলা আর্টি করা সম্ভব ছিল না। ধন্যবাদ দাদা ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে আইসক্রিমের স্বাদ শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাটি সহ আইসক্রিমের ম্যান্ডেলা ডিজাইন খুবই সুন্দর হয়েছে। আপনি একদম অরজিনাল চিত্র অঙ্কন করেছেন। এই চিত্র অংকন ধাপগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। আসলে এত সুন্দর একটি চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়েছি। দাদা আপনার দক্ষতা ছিল অসাধারণ।

 last year 

আইসক্রিম খেতে খেতে অঙ্কনের ভাবনাটা কিন্তু দারুণ দাদা।আমার কাছে খুবই ভালো লাগলো আপনার ম্যান্ডেলা আর্টটি।বাটি আইসক্রিমগুলি খেতে আমার ও খুব ভালো লাগে।আর আপনি ফ্রিজে কিনে রেখে দেন এটা কিন্তু গরমকালের জন্য খুবই ভালো।বেশ নিখুঁত ও আকর্ষণীয় হয়েছে দেখতে আইসক্রিমগুলির ম্যান্ডেলা আর্ট।ধন্যবাদ দাদা।

 last year 

দাদা আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাটি সহ আইসক্রিমের ম্যান্ডেলা ডিজাইন দেখতে অসাধারন লাগতেছে। আপনার অরিজিনাল আর্টওয়ার্ক গুলো দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। নিখুঁত ভাবে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ গুলো করে থাকেন। ভালো লাগলো দাদা আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।

 last year 

আইসক্রিম খেতে খেতে খুবই সুন্দর একটি আইডিয়া মাথায় এনেছেন আপনি। বাটিসহ আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। বাটিতে ম্যান্ডেলা আর্টের প্রতিটি ডিজাইন খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

এই গরমে আইসক্রিম খেতে দারুণ লাগে। ফ্রিজে বক্স আইসক্রিম বা কাপ আইসক্রিম রেখে খেতে খুব ভালো লাগে। যাইহোক বাটিসহ আইসক্রিমের দারুণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা। বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম দেখে সত্যিকারের আইসক্রিমের মতোই লাগছে এবং দেখতে বেশ লোভনীয় লাগছে দাদা। এককথায় দুর্দান্ত একটি আর্ট শেয়ার করেছেন আমাদের সাথে। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আইসক্রিম খেতে খেতে আইসক্রিম আর্ট করার চিন্তা মাথায় এসেছে জেনে সত্যিই ভালো লাগলো দাদা। আপনার মাথায় সব সময় ইউনিক চিন্তা গুলো আসে। আর আপনি নতুন কিছু করার চেষ্টা করেন। এই গরমে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে। বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। আমিও মাঝে মাঝে বেশ কিছু আইসক্রিম একেবারে কিনে ফ্রিজে রাখি। আর যখন খেতে ইচ্ছে করে তখন খাই। এত সুন্দর আইসক্রিম আর্ট দেখেই তো খেতে ইচ্ছে করছে দাদা। মনে চাচ্ছে একটু নিয়ে খেয়ে দেখি। আসলে আর্টের মাধ্যমেও যে ভিন্ন কিছু এত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় সেটা ভাবতেও অবাক লাগছে দাদা। সত্যি দাদা আইসক্রিম যে এত সুন্দর ভাবে অঙ্কন করা যায় এটা দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। আর আপনার আর্ট সব সময় অনেক সুন্দর হয়। আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট ডিজাইন দেখতে যেমন ইউনিক হয়েছে তেমনি কালারফুল হয়েছে। সব মিলিয়ে নতুন কিছু করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

হ্যাঁ দাদা ঠিকই বলেছেন সবাই এখন ফ্রিজে এই ধরনের কাপ বা বাটিতে আইসক্রিম রেখে খেতে পছন্দ করে। আপনি আইসক্রিম খাওয়ার মুহূর্তে এই ধরনের চিন্তা ভাবনা কাজে লাগিয়ে দারুন একটি মেন্ডেলা আর্ট করেছেন। আইসক্রিমের বাটি সহ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভালো লাগলো।

 last year 

বাহ! দেখে তো মনে হচ্ছে যে আপনি বাস্তবে বিভিন্ন কালারের আইসক্রিম নিয়েছেন বাটিতে। অনেক সুন্দর হয়েছে দাদা ম্যান্ডেলা আর্টি। আপনি খুব সুন্দর করে কালার করে অঙ্কন করলেন। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু সময়ের দরকার হয় কিন্তু দেখতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আইসক্রিমের বাটির ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47